Football Legend Diego Maradona
Diego Maradona was an Argentine football player who is generally regarded as one of the greatest football player of all time. He was born on October 30, 1960 in a poor family and spent his childhood in a slum area in Buenos Aires, Argentina. Maradona showed his football talent at his early age. He was the youngest Argentine ever played for the national team. He played in four FIFA World Cup tournaments in 1982, 1986, 1990 and 1994.
In 1986, he led Argentina and won the World Cup. He became the tournament’s best player in 1986 and won the Golden Ball. He also won the Golden Ball at the under 20 FIFA World Cup in 1979. He played 490 official club games during his 21-year professional career, scoring 259 goals. For Argentina he played 91 games and scored 34 goals. After his retirement from professional football career he worked for several clubs and nations as a coach. In 2008 Maradona was named head coach of the Argentine national team and led Argentina to the quarterfinals of the 2010 World Cup. This football legend died on November 25, 2020.
ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা
দিয়েগো মারাদোনা ছিলেন একজন আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় যাকে সাধারণত সর্বকালের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯৬০ সালের ৩০ শে অক্টোবর একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের একটি বস্তি এলাকায় তার শৈশব অতিবাহিত করেন। মারাদোনা তার অল্প বয়সেই তার ফুটবল প্রতিভা দেখিয়েছিলেন। তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তিনি ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ সালে চারটি ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নেয়।
১৯৮৬ সালে তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন এবং বিশ্বকাপ জয় করেন। তিনি ১৯৮৬ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন এবং গোল্ডেন বল জয় করেন। এছাড়াও তিনি ১৯৭৯ সালে অনুর্ধ্ব ২০ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন। তিনি তার ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে ৪৯০ টি অফিসিয়াল ক্লাব গেম খেলেন, ২৫৯ টি গোল করেন। আর্জেন্টিনার হয়ে তিনি ৯১ টি খেলা খেলেন এবং ৩৪ টি গোল করেন। পেশাদার ফুটবল জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি কোচ হিসেবে বেশ কয়েকটি ক্লাব ও দেশের হয়ে কাজ করেন। ২০০৮ সালে মারাদোনা আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান কোচ মনোনীত হন এবং আর্জেন্টিনাকে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। এই ফুটবল কিংবদন্তি ২৫ নভেম্বর, ২০২০ তারিখে মারা যান।