Traffic Jam
Traffic jam means blockade of vehicles on roads and streets. It is a problem of urban areas. There are a number of reasons of traffic jam. Unlicensed and unauthorized rickshaws are the main causes of traffic jam. Violating traffic rules and regulations, illegal parking of vehicles on roads also causes traffic jam. Again, narrow roads and frequent digging for development work, cause a traffic jam. Building materials piled on roads cause traffic jam too. Whatever the causes of traffic jam may be, it is a great threat of urban people. In our daily activities, we cannot become fast and punctual because traffic jam kills our valuable time. Office going people, school going children and dying patients are also a victim to traffic jam. So, it is our bounden responsibility to solve this problem. But there is no fixed way to solve this problem. It requires united action to solve this problem. Shops and markets should be removed from the roadsides. In some places, government should build fly-over and people should be made aware of the traffic rules and regulations. We should not cross the roads in an undisciplined way. All these measures will help us to remove the traffic jam.
ট্রাফিক জ্যাম
যানজট মানেই রাস্তা-ঘাটে যানবাহন অবরোধ। এটা শহরাঞ্চলের সমস্যা। যানজটের বেশ কিছু কারণ রয়েছে। লাইসেন্সবিহীন ও অননুমোদিত রিকশা যানজটের প্রধান কারণ। ট্রাফিক নিয়ম-কানুন অমান্য করে, রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করাও যানজটের সৃষ্টি করে। আবার সরু রাস্তা এবং উন্নয়ন কাজের জন্য ঘন ঘন খোঁড়াখুঁড়ির কারণে যানজটের সৃষ্টি হয়। রাস্তার ওপর স্তূপ করা নির্মাণ সামগ্রীর কারণেও যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণ যাই হোক না কেন, তা শহুরে মানুষের জন্য বড় হুমকি। আমাদের দৈনন্দিন কাজকর্মে, আমরা দ্রুত এবং সময়নিষ্ঠ হতে পারি না কারণ যানজট আমাদের মূল্যবান সময় নষ্ট করে। অফিসগামী মানুষ, স্কুলগামী শিশু ও মুমূর্ষু রোগীরাও যানজটের শিকার হচ্ছেন। তাই এই সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের। কিন্তু এই সমস্যা সমাধানের কোনো নির্দিষ্ট উপায় নেই। এ সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন। রাস্তার ধার থেকে দোকানপাট ও বাজার সরাতে হবে। কিছু জায়গায় সরকারের উচিত ফ্লাইওভার নির্মাণ করা এবং জনগণকে ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা। শৃঙ্খলাহীনভাবে রাস্তা পার হওয়া উচিত নয়। এই সমস্ত ব্যবস্থা আমাদের যানজট দূর করতে সাহায্য করবে।