Afun VT Vaginal Tablet – এফান ভিটি ভেজাইনাল ট্যাবলেট 200 mg

Name Afun VT Vaginal Tablet – এফান ভিটি ভেজাইনাল ট্যাবলেট
Company Name Square Pharmaceuticals Ltd.
Power 200 mg
Group Clotrimazole
Unit Price ৳ 20.06
Pack Price 3’s pack: ৳ 60.18
নির্দেশনা ভ্যাজাইনাল চুলকানি, পূনঃসংক্রমণ মূলক ভ্যাজাইনাল সংক্রমণ (মূলত ভ্যাজাইনাল ক্যানডিডা), ছত্রাক দ্বারা ভ্যাজাইনাইটিস, ক্লোট্রিমাজল এর প্রতি সংবেদনশীল এমন যেকোন ছত্রাক দ্বারা তৈরী ভ্যাজাইনাল প্রদাহে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট কার্যকর।
মাত্রা ও সেবনবিধি ক্লোট্রিমাজল ১০০ ও ২০০ মি.গ্রা. ভ্যাজাইনাল ট্যাবলেট:

  • প্রথম সংক্রমণ: ক্যানডিডা ভ্যাজাইনিটিস-এর জন্য সাধারণত তিন দিনের চিকিৎসা যথেষ্ট। পরপর তিন রাতে ২টি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ১০০ মি.গ্রা. অথবা ১টি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ২০০ মি.গ্রা. যোনির যতটা ভিতরে সম্ভব প্রয়োগ করতে হবে (এ্যাপ্লিকেটর ব্যবহারের জন্য নির্দেশাবলী দেখুন)। চিৎ হয়ে শুয়ে হাঁটু সামান্য ভাঁজ করা অবস্থায় সবচেয়ে ভালভাবে প্রয়োগ করা যায়।
  • পুন: সংক্রমণ: সাধারণত ৬ দিনের চিকিৎসা যথেষ্ট। উপরে উল্লেখিত জীবাণুগুলো দ্বারা সংঘটিত সংক্রমণের ক্ষেত্রেও ৬ দিনের চিকিৎসা যথেষ্ট। পরপর ৬ রাতে একটি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ১০০ মি.গ্রা. যোনির যতটা ভেতরে সম্ভব প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে ২টি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ১০০ মি.গ্রা. (১টি সকালে এবং অপরটি বিকালে) অথবা ১টি ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ২০০ মি.গ্রা. ৬ থেকে ১২ দিনের জন্য ব্যবহার করা যেতে পারে।

ক্লোট্রিমাজল ৫০০ মি.গ্রা. ভ্যাজাইনাল ট্যাবলেট: একক মাত্রা, সম্পূর্ণ চিকিৎসায় একটি ভ্যাজাইনাল ট্যাবলেট। ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট যোনির যতটা ভিতরে সম্ভব প্রয়োগ করতে হবে। চিৎ হয়ে শুয়ে হাঁটু সামান্য ভাঁজ করা অবস্থায় সবচেয়ে ভালভাবে প্রয়োগ করা যায়। চিকিৎসার সময় সীমা এমনভাবে করতে হবে যেন ঋতুচক্র এড়িয়ে যাওয়া যায় এবং ঋতুচক্র শুরুর পূর্বে চিকিৎসা শেষ করা যায়। পুনঃসংক্রমণ পরিহার করার জন্য, সঙ্গীকেও ক্লোট্রিমাজল ব্যবহার করা উচিৎ। ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট বর্ণহীন যা অন্তর্বাসকে রঞ্জিত করে না।

পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাজাইনা দ্বারা ক্লোট্রিমাজল ট্যাবলেট এর তেমন কোন শোষণ হয় না বলে সিস্টেমিক কার্যকারিতা ঘটার সুযোগ কম। ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট স্থানীয়ভাবে খুব ভাল সহনশীল। স্থানীয় চুলকানি বা জ্বালাপোড়া খুব কম ক্ষেত্রে দেখা যায় কিন্তু এটি ক্ষতিকর বলে বিবেচিত হয় না।
সতর্কতা কেবল মাত্র ডাক্তার কর্তৃক প্রয়োজনীয়তা নির্ধারিত হলেই ক্লোট্রিমাজল গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে। ক্লোট্রিমাজোল ত্বকে ও যােনীপথে ব্যবহারের পর রক্তে খুবই কম পরিমানে শােষিত হয়, গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টারে ক্লোট্রিমাজোল কোন খারাপ প্রভাব প্রদর্শন করে না। ইহা মাতৃদুগ্ধে নিঃসরিত হয় কিনা তা এখনও জানা যায়নি। চিকিৎসকের পরামর্শক্রমে ক্লোট্রিমাজোল সাপােজিটরী গর্ভকালীন সময়ে ব্যবহার করা যেতে পারে।
সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Leave a Comment