১. বাংলাদেশের সরকারের ২০২০-২১ অর্থবছরে বাজেটের পরিমাণ কত?
উত্তর: ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা।
২. বাংলাদেশের সরকারের ২০২১-২২ অর্থবছরে বাজেটের পরিমাণ কত?
উত্তর: ৬ লক্ষ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
৩. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপনের লক্ষ্যমাত্রা কবে?
উত্তরঃ ২০২৩ সাল।
৪. ভারতে একমাত্র বাঙ্গালি রাষ্ট্রপতি কে?
উত্তর: প্রণব মুখার্জি( মৃত্যু-৩১ আগস্ট,২০২০ সাল)।
৫. জাপানে বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ ইউশিহিদে সুগা।
৬. করােনা ভাইরাসের প্রথম বাংলাদেশী জিন নকশা উন্মােচন কারী কে?
উত্তর: ডা.সেজুতি সাহা।
৭. পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি
৮. পদ্মাসেতুর প্রস্থ কত?
উত্তরঃ ১৮.১০ মিটার
৯. পদ্মাসেতুর স্পেন সংখ্যা কতটি?
উত্তরঃ ৪১ টি
১০. পদ্মাসেতুর পিলার সংখ্যা কতটি?
উত্তরঃ ৪২টি
১১. পদ্মা সেতুর প্রকল্প নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
১২. সর্বশেষ ৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
উত্তরঃ ৩রা নভেম্বর।
১৩. বাংলাদেশে করােনা ভাইরাসের কিট সরবারাহ করে কে?
উত্তরঃ WHO( কোভিডকে মহামারী ঘােষনা করে)
১৪. বাংলাদেশের মােট মাথাপিছু আয় কত?
উত্তরঃ ২,২২৭ মার্কিন ডলার।
১৫. বাংলাদেশ সরকারের বর্তমান এটর্নি জেনারেল কে?
উত্তরঃ এ,এম আমিন উদ্দিন।
১৬. বঙ্গবন্ধু নামে আন্তর্জাতিক পুরষ্কার চালুর ঘােষণা দিয়েছে কে?
উত্তরঃ ইউনেস্কো।
১৭. বাংলাদেশকে “Friend of the world’ ঘােষণা করেন কে?
উত্তরঃ জাতিসংঘের স্থায়ী মিশন।
১৮. MDG এর লক্ষ মাত্রা ছিল-৮টি এবং SDG এর লক্ষ মাত্রা কতটি?
উত্তরঃ ১৭ টি।
১৯. ৭ ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে কে?
উত্তরঃ ইউনেস্কো।
২০. রােহিঙ্গাদের উপর গণহত্যার অভিযােগে আন্তর্জাতিক আদালতে মামলা করেন কে?
উত্তরঃ গাম্বিয়অ ।
২১. বাংলাশের বর্তমান সেনা প্রধান কে?
উত্তরঃ জেনারেল এস. এম. শফিউদ্দিন আহম্মেদ।
২২. করােনা প্রতিরােধে সেনাবাহীনির পরিচালিত অপারেশনের নাম?
উত্তরঃ অপারেশন কোভিড শিল্ড 1
২৩. বাংলাশের মানুষের গড় আয়ু কত?
উত্তরঃ ৭২.৮ বছর
২৪. ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ কাতারের রাজধানী দোহাতে।
২৫. ২০২০ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভকারী সংস্থার নাম কি?
উত্তরঃ WFP.
২৬. মুজিব শতবর্ষের লগো ডিজাইনার কে?
উত্তরঃ সব্যসাচী হাজরা।
২৭. শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ কোমটি?
উত্তরঃ বাংলাদেশ।
২৮. সম্প্রতি ভারতের কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর চেয়ার স্থাপন করেছে?
উত্তরঃ দিল্লি বিশ্ববিদ্যালয়।
২৯. বিশ্বে বাইসাইকেল রপ্তানীতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৮ম।
৩০. কোরিয়ান ভাষায় অসমাপ্ত আতৃজীবনী অনুবাদ করেছেন কে?
উত্তরঃ লি ডং হিউন।
৩১. অসমাপ্ত আতৃজীবনী অবলম্বনে চিরঞ্জীব মুজিব পূর্ণদের্ঘ্য চলচিত্র নির্মাণ করেন কে?
উত্তরঃ পরিচালক নজরুল ইসলাম।
৩২. সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত চলচিত্রের নাম কি?
উত্তরঃ টুঙ্গি পাড়ার মিয়া ভাই।
৩৩. সম্প্রতি ১ জুলাই ২০২১ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(UNDP) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যােগ দেন কে?
উত্তরঃ ড.নাজনীন আহম্মেদ।
৩৪. বর্তমানে দেশের বনের পরিমাণ কত?
উত্তরঃ প্রায় ২৩ লাখ হেক্টর। যা দেশের মােট আয়তনের ১৫.৫৮%।
৩৫. সম্প্রতি বাংলাদেশের জাতীসংসদেও বিশেষ অধীবেশনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কোম বাংলাদেশী?
উত্তরঃ সুলতানা খান।