(২০২১-২০২২ বাজেটে) সঞ্চয়পত্র কি? কোনটি সবচেয়ে ভালো? কোথায় পাবেন? – সবকিছু বিস্তারিত

আজকের পোস্টে আমরা সঞ্চয়পত্রের সাধারণ  বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি সর্বশেষ বাজেট অনুযায়ী সঞ্চয় পত্র কি কি আপডেট আসলো সেগুলো জানবো। 

এছাড়াও আরও কি কি আপডেট আসতে পারে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। 

আমরা হয়তোবা সবাই জানি যে সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে লাভজনক অর্থ্যাৎ অন্যান্য যেসব বিনিয়োগ ক্ষেত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে লাভজনক সঞ্চয় পত্র। 

একই সাথে অন্যান্য বিনিয়োগ ক্ষেত্রের তুলনায় সঞ্চয়পত্র সবচেয়ে বেশি নিরাপদ। কারণ এতে কোন ধরনের ঝুঁকি নেই বললেই চলে।

সেই সাথে আজকের পোস্টে আমরা জানবো যে সঞ্চয়পত্রের বিনিয়োগ আমরা বিনিয়োগ কোথায় করবো? 

তো আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনার জন্য কোন বিনিয়োগ ক্ষেত্র সবচেয়ে লাভজনক হবে। 

 

সর্বশেষ বাজেটে সঞ্চয় পত্রঃ  

সঞ্চয় পত্র সর্বশেষ যে বাজেট ২০২১-২০২২, সেই মোতাবেক সঞ্চয়পত্রে বিনিয়োগের দুইটা নিয়ম রয়েছে।   

১. আপনি যদি দুই লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে না।

২. আপনি যদি দুই লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে সেই বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে। 

 

সঞ্চয়পত্রের প্রকারভেদঃ

১. পরিবার সঞ্চয়পত্র 

২. পেনশনার সঞ্চয়পত্র 

৩. ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র 

৪. ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র 

৫. ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড

৬. ইউএস ডলার প্রিমিয়াম বন্ড 

৭. ইউএস ডলার ইনভেসমেন্ট বন্ড 

তবে এইসকল সঞ্চয়পত্রে সকল ব্যাক্তি বিনিয়োগ করতে পারে না। এ ক্ষেত্রে সঞ্চয়পত্রের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন ব্যাক্তিবর্গ বিভিন্ন সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে।

 

নিম্নে কোন সঞ্চয়পত্রে কারা বিনিয়োগ করতে পারবে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রঃ

মেয়াদ৩বছর
মুনাফা দেয়া হয়৩মাস অন্তর
মুনাফার হার১১.০৪%
সর্বনিম্ন বিনিয়োগ১,০০,০০০ টাকা
উৎসে কর ৫ লাখ পর্যন্ত৫%
উৎসে কর ১০ লাখ পর্যন্ত১০%
একক নামে বিনিয়োগ৩০ লাখ টাকা
একক নামে সমন্বিত বিনিয়োগ৫০ লাখ
যৌথনামে বিনিয়োগ৬০ লাখ টাকা
যৌথনামে সমন্বিত বিনিয়োগ১ কোটি
যারা কিনতে পারবেনপুরুষ ও মহিলা

বাংলাদেশ সঞ্চয়পত্রঃ

মেয়াদ৫বছর
মুনাফা দেয়া হয়মেয়াদান্তে
মুনাফার হার১১.২৮%
সর্বনিম্ন বিনিয়োগ১,০০০ টাকা
উৎসে কর ৫ লাখ পর্যন্ত৫%
উৎসে কর ১০ লাখ পর্যন্ত১০%
একক নামে বিনিয়োগ৩০ লাখ টাকা
একক নামে সমন্বিত বিনিয়োগ৫০ লাখ
যৌথনামে বিনিয়োগ৬০ লাখ টাকা
যৌথনামে সমন্বিত বিনিয়োগ১ কোটি
যারা কিনতে পারবেনপুরুষ ও মহিলা

পরিবার সঞ্চয়পত্রঃ

মেয়াদ৫বছর
মুনাফা দেয়া হয়প্রতি মাসে
মুনাফার হার১১.৫২%
সর্বনিম্ন বিনিয়োগ১০,০০০ টাকা
উৎসে কর ৫ লাখ পর্যন্ত৫%
উৎসে কর ১০ লাখ পর্যন্ত১০%
একক নামে বিনিয়োগ৪৫ লাখ টাকা
একক নামে সমন্বিত বিনিয়োগ৫০ লাখ
যৌথনামে বিনিয়োগ৫০ লাখ টাকা
যৌথনামে সমন্বিত বিনিয়োগ১ কোটি
যারা কিনতে পারবেনসাধারণত মহিলা

পেনশনার সঞ্চয়পত্রঃ

মেয়াদ৫বছর
মুনাফা দেয়া হয়৩মাস অন্তর
মুনাফার হার১১.৭৬%
সর্বনিম্ন বিনিয়োগ৫০,০০০ টাকা
উৎসে কর ৫ লাখ পর্যন্ত০%
উৎসে কর ১০ লাখ পর্যন্ত১০%
একক নামে বিনিয়োগ৫০ লাখ টাকা
একক নামে সমন্বিত বিনিয়োগ৫০ লাখ
যৌথনামে বিনিয়োগ৬০ লাখ টাকা
যৌথনামে সমন্বিত বিনিয়োগ১ কোটি
যারা কিনতে পারবেনঅবসরপ্রাপ্ত

ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড:

মেয়াদ ৫ বছর
মুনাফার হার১২%
সর্বোচ্চ বিনিয়োগ১ কোটি
সমন্বিত বিনিয়োগ১ কোটি
উৎসে করনাই
যারা কিনতে পারবেনপ্রবাসী

ইউএস ডলার প্রিমিয়াম বন্ড:

মেয়াদ ৩ বছর
মুনাফার হার ৭.৫%
সর্বোচ্চ বিনিয়োগ১ কোটি
সমন্বিত বিনিয়োগ১ কোটি
উৎসে করনাই
যারা কিনতে পারবেনপ্রবাসী

আমরা যদি সকল সঞ্চয়পত্রের ধরণ এক সাথে দেখতে চাই তাহলে সেটি হবে নিচের ছবির মতো। আশা করি নিম্নের ছবি ভালো করে লক্ষ্য করলেই সঞ্চয়পত্রের ধরণ সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যাবেন।

                                                                                                      সঞ্চয়পত্রের ধরণ

কোন সঞ্চয়পত্র কে কিনতে পারবে? 

পেনশনার সঞ্চয়পত্রঃ

↪ অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা- স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী

↪ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ

↪ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং 

↪মৃত চাকুরীজীবীর পারিবারিক পেনশন সুবিধাভােগী স্বামী/স্ত্রী/সন্তান

৩ মাস অন্তর সঞ্চয়পত্রঃ

↪ সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক

↪ নাবালকের পক্ষেও ক্রয় করা যায়

বাংলাদেশ সঞ্চয়পত্রঃ

↪ সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক

↪ স্বীকৃত বভিষ্য তহবিল ও ভবিষ্য তহবিল

↪ নাবালকের পক্ষেও ক্রয় করা যায়

পরিবার সঞ্চয়পত্রঃ

↪ ১৮ বা বেশি বয়সের যে কোন বাংলাদেশী মহিলা

↪ শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা

↪ ৬৫ বা বেশি বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক

এখন যদি সকল ধরণ এক ছবিতে বুঝতে চান তাহলে নিচের ছবিটি দেখলেই সব কিছু বুঝে যাবেন আশা করি।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় তারা বলে থাকে যে নাবালকরাও সঞ্চয়পত্র খুলতে পারে। কিন্তু বাস্তবে তারা আসলে খুলতে পাারে না। এক্ষেত্রে ভবিষ্যতে হয়তো কোন পরিবর্তন আসলেও আসতে পারে। 

 

সঞ্চয়পত্র বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যঃ

↪ সঞ্চয়পত্র কেনার জন্য কোন প্রসেসিং ফি নেই।

↪ নমিনী নিয়ােগ করা যায় সর্বোচ্চ ০৩ জন।

↪ ১৮ বছরের কম বয়সীকে নমিনী নিয়ােগ করা যায়।

↪ হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়।

↪ সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়।

↪ সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত আমানত হিসেবে ব্যবহার করা যাবে না।

↪ ব্যবসাবানিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না।

সঞ্চয়পত্র মুনাফাঃ

সঞ্চয় স্কিম
এক নামে বিনিয়োগ ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে ১ লাখে প্রদেয়এক নামে বিনিয়োগ ৫ লক্ষ টাকা বেশি হলে ১ লাখে প্রদেয়
৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র৮৭৪ টাকা মাসিক



৮২৮ টাকা মাসিক



পরিবার সঞ্চয়পত্র৯১২ টাকা মাসিক৮৬৪ টাকা মাসিক
বাংলাদেশ সঞ্চয়পত্র৮৯৩ টাকা মাসিক৮৪৬ টাকা মাসিক
পেনশনার সঞ্চয়পত্র৯৮০ টাকা মাসিক৮৮২ টাকা মাসিক

সঞ্চয়পত্র মুনাফা একনজরে – মাসে কত?

বিনিয়োগের পরিমান
বাংলাদেশ সঞ্চয়পত্র ১১.২৮%৩ মাস অন্তর সঞ্চয়পত্র ১১.০৪%পরিবার সঞ্চয়পত্র ১১.৫২%পেনশনার সঞ্চয়পত্র ১১.৭৬%
১ লাখ টাকায় পাবেন893874912980
২ লাখ টাকায় পাবেন1786174818241960
৩ লাখ টাকায় পাবেন2679262227362940
৪ লাখ টাকায় পাবেন3572349636483920
৫ লাখ টাকায় পাবেন4465437045604900
৬ লাখ টাকায় পাবেন5076496851845292
৭ লাখ টাকায় পাবেন5922579660486174
৮ লাখ টাকায় পাবেন6768662469127056
৯ লাখ টাকায় পাবেন7614745277767938
১০ লাখ টাকায় পাবেন8460828086408820

সামগ্রিকভাবে আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময় অর্থাৎ ৫ বছর পর আপনি কতটাকা মুনাফা পাবেন তা নিচের ছবিতে দেখানো হয়েছে। 

সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়নঃ

পরিবার সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলেঃ

১ম বছরান্তে৯.৫০%
২য় বছরান্তে১০%
৩য় বছরান্তে১০.৫০%
৪র্থ বছরান্তে১১%
৫ম বছরান্তে১১.৫২%

পেনশনার সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলেঃ

১ম বছরান্তে৯.৭০%
২য় বছরান্তে১০.১৫%
৩য় বছরান্তে১০.৬৫%
৪র্থ বছরান্তে১১.২০%
৫ম বছরান্তে১১.৭৬%

বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলেঃ

১ম বছরান্তে৯.৩৫%
২য় বছরান্তে৯.৮০%
৩য় বছরান্তে১০.২৫%
৪র্থ বছরান্তে১০.৭৫%
৫ম বছরান্তে১১.২৮%

স্বয়ংক্রিয় পুনঃ বিনিয়োগ সুবিধাঃ

৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রN/A
পরিবার সঞ্চয়পত্রN/A
বাংলাদেশ সঞ্চয়পত্রএক মেয়াদ
পেনশনার সঞ্চয়পত্রN/A
ডাকঘর সঞ্চয়পত্রআছে

সঞ্চয়পত্র কোথায় পাওয়া যায়?

১. জাতীয় সকল ব্যুরো – সকল শাখা অফিস

২. বাংলাদেশ ব্যাংক – সকল শাখা অফিস

৩. অন্যান্য ব্যাংক

৪. ডাকঘর

Leave a Comment