বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর (২৬-৫০)

২৬. সামাজিক গল্প নয় কোনটি?

ক. নিশীতে ✓

খ. দিদি

গ. মেঘ ও রৌদ্র

ঘ. বোষ্টমী 

 

২৭. ‘কালান্তর’ কোন ধরণের সাহিত্যকর্ম?

 ক. ছোটগল্প

 খ. কাব্যগ্রন্থ

 গ. প্রবন্ধ ✓

 ঘ. কবিতা 

 

২৮. রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাতিজি ইন্দিরা দেবীকে কতটি পত্র লিখেছিলেন?

 ক. ১৫৪ টি

 খ. ১৪০ টি

 গ. ১৪৫ টি ✓

 ঘ. ১৪৪ টি 

 

২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প ‘ভিখারিনী’ কবে প্রকাশিত হয়?

ক. ১৮৭৭ সালে ✓

খ. ১৮৭৬ সালে

গ. ১৮৮৩ সালে

ঘ. ১৯১০ সালে 

 

৩০. রবীন্দ্রনাথ ঠাকুর ‘সোনার তরী’ কবিতাটি রচনা করেন কোথায় বসে?

ক. পতিসরে

খ. শাহজাদপুরে

গ. দক্ষিণ ডিহিতে

ঘ. শিলাইদহে ✓

 

৩১. ‘উর্বশী’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

ক. পূরবী

খ. চিত্রা ✓

গ. বলাকা

ঘ. সেঁজুতি 

 

৩২. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?

ক. শেষ লেখা

খ. শেষ চার অধ্যায়

গ. শেষের পরিচয় ✓

ঘ. কথা ও কাহিনী 

 

৩৩. ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’ উক্তিটি কে রচনা করেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর ✓

খ. কাজী নজরুল ইসলাম

গ. জসীমউদ্দীন

ঘ. প্রমথ চৌধুরী 

 

৩৪. “খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হইল দ্যেহে,  কি ছিল মনে” উক্তিটি করেছেন-

ক. ফররুখ আহমদ

খ. কায়কোবাদ

গ. দীনবন্ধু মিত্র

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ✓

 

৩৫. “কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি গলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা। কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা ।” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার লাইন?

ক. কুটুম্বিতা ✓

খ. সোনার তরী

গ. বলাকা

ঘ. আত্মত্রাণ 

 

৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা-পাওনা’ সার্থক ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক. ভারতী পত্রিকায়

খ. সাধনা পত্রিকায়গ

গ. হিতবাদী পত্রিকায় ✓

ঘ. সবুজপত্র পত্রিকায় 

 

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি নাটক নয়?  

ক. কালের যাত্রা

খ. বাশরী

গ. রূদ্রচন্দ্র

ঘ. নৈবদ্য ✓

 

৩৮. ‘সধবার একাদশী’ প্রহসন টি রচয়িতার নাম- 

ক. প্রথম চৌধুরী 

খ. প্যারীচাঁদ মিত্র

গ. দীনবন্ধু মিত্র ✓

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 

৩৯. ‘নীলদর্পণ’ নাটকটি প্রকাশিত হয়েছিল-

ক. ১৭৬০ সালে

খ. ১৮৬০ সালে ✓

গ. ১৮৬৬ সালে

ঘ. ১৮৫৬ সালে

 

৪০. ‘নীলদর্পণ’ নাটকটি প্রকাশিত হয়েছিল কোন ছাপাখানা হতে?

ক. ঢাকা প্রেস

খ. ঢাকা প্রকাশ

গ. বাংলা প্রেস ✓

ঘ. রংপুর বার্তবহ 

 

৪১. নিচের কোনটি কাব্য?

ক. দিবারাত্রির কাব্য

খ. আত্মকথন

গ. শেষের কবিতা

ঘ. দ্বাদশ কবিতা ✓

 

৪২. কোনটি ভিন্ন?

ক. জামাই বারিক

খ. এর উপায় কি?

গ. শেষ রক্ষা?

ঘ. যে দেশে মানুষ বড় হয় ✓

 

৪৩. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল?

ক. ১৮৩৮-১৮৯৪ ✓

খ. ১৮৩০-১৮৭৩

গ. ১৮৩৭-১৮৯৪

ঘ. ১৮৪৭-১৯১১ 

 

৪৪. কোন উপন্যাসটি ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত?

ক. বিষবৃক্ষ

খ. সীতারাম ✓

গ. রজনী

ঘ. চোখের বালি 

 

৪৫. কখনো উপন্যাস লেখেন নি কে?

ক. জসীমউদদীন 

খ. মীর মশাররফ হোসেন

গ. প্রমথ চৌধুরী ✓

ঘ. বেগম রোকেয়া 

 

৪৬. রংপুর অঞ্চলের বর্ণনা রয়েছে কোন উপন্যাসে?

ক. মৃণালিনী

খ. রত্নবতী 

গ. দেবী চৌধুরাণী ✓

ঘ. আনন্দমঠ 

 

৪৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি নায়িকা প্রধান উপন্যাস?

ক. রাজসিংহ ✓

খ. রজনী

গ. দুর্গেশনন্দিনী

ঘ. রাধারাণী

 

৪৮. বাংলায় ‘সাহিত্য সম্রাট ’ বলা হয় কাকে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✓

 

৪৯. বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়?

ক. ১৮৬১ সালে

খ. ১৮৬৬ সালে

গ. ১৮৬৫ সালে ✓

ঘ. ১৮৬০ সালে 

 

৫০. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. জন ক্লার্ক মার্শম্যান

গ. প্রমথ চৌধুরী

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✓

Leave a Comment