তৈলচিত্রের ভূত গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর

১. ‘পরেশ তােমার মামার উপযুক্ত হেলেই বটে’- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক। দ্বিধা 

খ। যোগ্যতা 

গ। প্রশংসা 

ঘ। তিরস্কার

উত্তরঃ ঘ

২. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া কত? 

ক। মাসির 

খ। পিসির 

গ। মামার 

ঘ। দাদার

উত্তরঃ গ

৩. নগেনের বর্ণিত কাহিনিকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনি বলেছিলেন কেন? 

ক। বাস্তবতা বিবর্জিত

খ। কল্পকাহিনি

গ। কুসংস্কার

ঘ।  ভৌতিক

উত্তরঃ ক

৪. নগেন পরাশর ডাক্তারের কাছে কেন গিয়েছিল। 

ক। ভূতের গল্প বলতে 

খ। নগেনের বাড়িতে নিতে

গ। পরামর্শ চাইতে

ঘ। সাহায্য করতে

উত্তরঃ গ

৫. ‘তুমি একটি আস্ত গর্দভ নগেন।’- এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক। নিরাশা

খ। হতাশা 

গ। তিরস্কার 

ঘ। ধিক্কার

উত্তরঃ গ

৬. মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনি একটু উদভ্রান্ত।’- নগেনের এ অবস্থা কেন হয়েছে?

ক। লজ্জায়

খ। ভয়ে

গ। আত্মগ্লানিতে

ঘ। অসুখে

উত্তরঃ খ

৭. কখন নগেনের হূকম্পন হতে লাগল?

ক। মামার প্রেতাত্মার কথা ভেবে

খ। মামার হবি স্পর্শের সময়

গ। ডাক্তারকে ভূতের কথা বলায়

ঘ। পুনরায় লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে

উত্তরঃ ঘ 

৮. লাইব্রেরি ঘরে দুটো আলাে লাগিয়েছে কে?

ক। পরেশ 

খ। নগেন 

গ। মামা

ঘ। মামিমা

উত্তরঃ  ক

৯. নগেনের আত্মগ্লানি কীভাবে কমবে।

ক। ডাক্তারের পরামর্শে কাজ করলে

খ। ভক্তি-শ্রদ্ধার ভান করলে

গ। ছবিতে মাথা ঠেকালে

ঘ।  ভক্তি-শ্রদ্ধা প্রকাশে

উত্তরঃ গ

১০. নগেন পরাশর ডাক্তারের কাছে গিয়েছিল কেন?

ক। অভিযোেগ করতে 

খ। পরামর্শ নিতে

গ। চিকিৎসা করাতে 

ঘ। সহযােগিতা পেতে

উত্তরঃ  খ 

১১. “আমি কি পাগল হয়ে গেছি?’- কার উক্তি?

ক। নগেন 

খ। পরেশ 

গ। খগেন 

ঘ। নৃপেন

উত্তরঃ ক

১২. তৈলচিত্রটি বাঁধানাে ছিল

ক। রুপার ফ্রেমে

খ। তামার ফ্রেমে

গ। কাঠের ফ্রেমে

ঘ। লোহার ফ্রেমে

উত্তরঃ ক

১৩. মানিক বন্দোপাধ্যায়ের জন্ম সাল কোনটি?

ক। ১৯০৬ খ্রি

খ। ১৯০৭ খ্রি

গ। ১৯০৮ খ্রি

ঘ। ১৯০৯ খ্রি

উত্তরঃ গ

১৪. পরেশ তােমার মামার উপযুক্ত ছেলেই বটে’—এ কথায় পরাশর ডাক্তার কী বােঝাতে চেয়েছেন?

ক। পরেশের কৃপণতা

খ। পরেশের রাগ

গ। কাজের

ঘ। বিদ্যানুরাগী

উত্তরঃ ক

১৫. মটকা’ শব্দের অর্থ কী?

ক। মাটির তৈরির গামলা

খ। মৃতের মতাে পড়ে থাকা

গ। রেশমের মােটা কাপড় 

ঘ। সুতির মােটা কাপড়

উত্তরঃ গ

১৬. মামার ছবি স্পর্শ করার পর নগেনের কেমন মনে হয়েছিল? 

ক। বিদ্যুতের শক লেগেছে 

খ। ভূতে ধাক্কা মেরেছে

গ। মামার আত্মা ধাক্কা দিয়েছে 

ঘ। ভূমিকম্প হয়েছে

উত্তরঃ গ

১৭. শায়লা সন্ধ্যায় হাদে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে শাশুড়ি বলেন, বউমাকে ভূতে ধরেছে। শায়লার শাশুড়ির মানসিকতায় তৈলচিত্রের ভূত’ গল্পের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে?

ক। অজ্ঞতা

খ। ব্যাকুলতা

গ। কুসংস্কারাচ্ছন্নতা

ঘ। বাস্তব জ্ঞানের অভাব

উত্তরঃ গ

১৮. ‘দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

ক। কাব্যগ্রন্থ

খ। উপন্যাস

গ। ছােটগল্প

ঘ। কিশাের-উপযােগী গল্প

উত্তরঃ খ

১৯. নগেনের তৈলচিত্রটিকে প্রেতাত্মা মনে করার কারণ কী?

ক। প্রাচীন ধ্যানধারণা 

খ। আধুনিক ধ্যানধারণা

গ। বুদ্ধির অপ্রতুলতা।

ঘ। জ্ঞানের গভীরতা

উত্তরঃ ক

২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশাের উপযােগী রচনা কোনটি? 

ক। মাঝির ছেলে

খ। সরীসৃপ

গ। প্রাগৈতিহাসিক

ঘ। টিকটিকি

উত্তরঃ ক

Leave a Comment