১.জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলােচনা করা হয়?
ক। এন্টোমােলজি
খ। ইকোলজি
গ। এন্ডােক্রাইনােলজি
ঘ। মাইক্রোবায়োলজি
উত্তরঃ ক
[তথ্য/ব্যাখ্যা : এন্টোমোলজি বা কীটতত্ত্ব হলাে কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।]
২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলাে—
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii, iii
উত্তরঃ খ
(তথ্য ও ব্যাখ্যা : শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলাে প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। জীবের এককের নামকরণ করতে পারা এবং মানবকল্যাণে প্রয়ােজনীয় জীবগুলােকে শনাক্ত করে তাদের সংরক্ষণ করা )
৬. হ্যাপ্লয়েড স্পােরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে?
ক। ভলভক্স
খ। ডায়াটম
গ। মাশরুম
ঘ।নস্টক
উত্তরঃ ক
[তথ্য/ব্যাখ্যা : ফানজাই রাজ্যের অন্তর্ভূক্ত জীব যেমন- ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি হ্যাপ্লয়েড স্পােরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।]
৬. হরমােন নিয়ে আলােচনা করা হয় কোনটিতে?
ক। Endocrinology
খ। Microbiology
গ। Entomology
ঘ। Biotechnology
উত্তরঃ ক
৭. Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক। মনেরা
খ। প্রােটিস্টা
গ। ফানজাই
ঘ। প্লান্টি
উত্তরঃ ক
৮. পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে আলােচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
ক ভূণবিদ্যা
খ। হিস্টোলজি
গ। বিবর্তনবিদ্যা
ঘ। বংশগতিবিদ্যা
উত্তরঃ গ
[তথ্য/ব্যাখ্যা : পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলােচনা বিবর্তনবিদ্যা শাখার বিষয়।]
৯. কোন রাজ্যের জীবদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও এন্ডােপ্লাজমিক জালিকা নেই?
ক) মনেরা খ) প্লান্টি গ) প্রােটিস্টা (ঘ) ফানজাই
উত্তরঃ ক
[তথ্য/ব্যাখ্যা : মনেরা রাজ্যের জীবদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডােপ্লাজমিক জালিকা নেই; কিন্তু রাইবােজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।]
১০. নিচের কোনটি আর্কিগােনিয়েট?
ক। Agaricus
খ। Artocarpus
গ।Penicillium
ঘ। Nostoc
১১. শসন প্রক্রিয়া আলােচিত হয় কোন শাখায়?
ক। Biochemistry
খ। Physiology
গ। Cytology
ঘ। Histology
উত্তরঃ খ
[তথ্য/ব্যাখ্যা : জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন : খসন, ৰেচন, সালােকসংশ্লেষণ ইত্যাদি বিষয় শারীরবিদ্যা (Physiology) শাখায় আলােচিত হয়।]
১২. কে জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন?
ক। মারগুলিস।
খ। আর, এইচ, হুইটেকার
গ। টমাস কেভলিয়ার স্মিথ
ঘ। ক্যারােলাস লিনিয়াস
উত্তরঃ খ
[তথ্য/ব্যাখ্যা : আর, এইচ. হুইটেকার ১৯৬৯ সালে জীবজগতকে মনেরা, প্রােটিস্টা, ফানজাই, প্লানটি ও অ্যানিমেলিয়া নামক পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন।]
১৩. নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?
ক। De Planties
খ। Species Plantarum
গ। Systema Nature
ঘ। Phylogenetic Taxonomy
উত্তরঃ খ
[তথ্য/ব্যাখ্যা : 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস Species Plantarum বইটি রচনা করেন এবং এর প্রকাশনার মাধ্যমে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন।]
১৪. কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লিখা হয়নি?
ক। Artocarpus heterophyllus
খ।Nymphaea nouchali
গ। Copsychus Saularis
ঘ৷ Homo sapiens
উত্তরঃ গ
[তথ্য/ব্যাখ্যা : সঠিক বৈজ্ঞানিক নামটি হবে Copsychus saularis। অর্থাৎ প্রজাতির নামের প্রথম অক্ষরটি Small letter হবে।]
১৫. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?
ক। হিস্টোলজি
খ।ভূণবিদ্যা
গ। বংশগতিবিদ্যা
ঘ। সমুদ্রবিজ্ঞান
উত্তরঃ ঘ
[তথ্য/ব্যাখ্যা : ফলিত জীববিজ্ঞানের শাখা হলাে জীবাশ্মবিজ্ঞান, পরজীবীবিদ্যা, মৎস্যবিজ্ঞান, কীটতত্ত্ব, সামুদ্রিক জীববিজ্ঞান, ফার্মেসি ইত্যাদি।]
১৬. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক। হিস্টোলজি
খ। ভ্রূণবিদ্যা
গ। বাস্তুবিদ্যা
ঘ। কীটতত্ত্ব
উত্তরঃ ঘ
১৭. দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি?
ক। গােত্র
খ। প্রজাতি
গ। জগৎ
ঘ। বর্গ
উত্তরঃ খ
[তথ্য/ব্যাখ্যা : দ্বিপদ নামকরণের সাতটি ধাপ আছে; যথা- রাজ্য, পর্ব, শ্রেণি, বর্গ, গােত্র, গণ, প্রজাতি ।]
১৮, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি?
ক। Apis indica
খ। Oryza sativa
গ। Allium cepa
ঘ৷ Allium sativum
উত্তরঃ গ
১৯. কোনটি প্রােটিস্টার উদাহরণ?
ক। ব্যাকটেরিয়া
খ। প্যারামেসিয়াম
গ। মাশরুম
ঘ৷ পেনিসিলিয়াম
উত্তরঃ খ
[তথ্য/ব্যাখ্যা : অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল ইত্যাদি হলাে প্রােটিস্টা রাজ্যের উদাহরণ।]
২০. জীববিজ্ঞানের প্রায়ােগিক শাখা কোনটি?
ক। ফরেস্ট্রি
খ। জেনেটিক্স
গ। ইকোলজি
ঘ। ট্যাক্সোনমি
উত্তরঃ ক
২১. প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান?
ক। বন্যপ্রাণি
খ। বাস্তু
গ। কৃষি
ঘ। কীটতত্ত্ব
উত্তরঃ খ
২২. উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি?
ক। ICZN
খ। IMVN
গ। IMCB
ঘ। ICBN
উত্তরঃ ঘ
[তথ্য/ব্যাখ্যা : উদ্ভিদের নাম International Code of Botanical Nomenclature (ICBN) কর্তৃক এবং প্রাণীর International Code of Zoological Nomenclature (ICZN) কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে।]
২৩. Endocrinology এর সাথে সম্পর্কিত কোনটি?
ক। ফসিল
খ। কোষ
গ। হরমােন
ঘ। বিবর্তন
উত্তরঃ গ
২৪. Copsychus saularis কার বৈজ্ঞানিক নাম?
ক। এশিয়ান টোড
খ। দোয়েল।
গ। শাপলা
ঘ। কাঁঠাল
উত্তরঃ খ
২৫. “Systema Naturae” গ্রন্থটির রচয়িতা কে?
ক। অ্যারিস্টটল
খ। মারগুলিস
গ। থিওফ্রাসটাস
ঘ। ক্যারােলাস লিনিয়াস
উত্তরঃ ঘ
২৬. Nymphaea nouchali নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
ক পাট
খ। শাপলা
গ। আম
ঘ। জবা
উত্তরঃ খ
২৭. নিচের কোনটি স্বভােজী?
ক। এগারিকাস
খ। আমগাছ
গ। স্বর্ণলতা
ঘ। T.M.V
উত্তরঃ খ
[তথ্য/ব্যাখ্যা : প্লানটি প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালােকসংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা স্বভােজী। যেমন- কাঁঠাল গাছ, আম গাছ, ইত্যাদি ।]
২৮. আরশােলার বৈজ্ঞানিক নাম কী?
ক। Copsychus saularis
খ। Plasmodium vivax
গ। Apis indica
ঘ। Periplaneta americana
উত্তরঃ ঘ
২৯. জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলােচনা করা হয়?
ক। ইকোলজি
খ। হিস্টোলজি
গ। এন্টোমােলজি
ঘ। ইভোলিউশন
উত্তরঃ ঘ
৩০. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
ক ঈস্ট
খ। ডায়াটম
গ। ব্যাকটেরিয়া
ঘ। প্যারামেসিয়াম
উত্তরঃ ক
[তথ্য/ব্যাখ্যা : ঈস্ট-এর কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। খাদ্যগ্রহণ শােষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরােপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পাের দিয়ে বংশবৃদ্ধি ঘটে।]
৩১. কোনটি সুপার কিংডম?
ক। মনেরা
খ। প্রোরিস্টা
গ। প্র্যোকারিওটা
ঘ। প্লানটিষ
উত্তরঃ গ
৩২. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক। জীববিজ্ঞান
খ। কৃষিবিজ্ঞান
গ। বনবিজ্ঞান
ঘ। সমুদ্রবিজ্ঞান
উত্তরঃ ক
[তথ্য/ব্যাখ্যা : জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে Biology বলে। এটি গঠিত হয়েছে গ্রিক bios (জীবন) এবং logos (জ্ঞান) শব্দ দুটির সংযােগের মাধ্যমে।]
৩৩. জীববিজ্ঞানের জনক কে?
ক। ডারউইন
খ। অ্যারিস্টটল
গ। কেলভিন।
ঘ। মেন্ডেল
উত্তরঃ খ
৩৪. গােল আলুর বৈজ্ঞানিক নাম কী?
ক। Oryza Sativa
খ। Nymphaea nouchali
গ। Solanum tuberosum
ঘ। Mangifera indica
উত্তরঃ গ
৩৫. অ্যারিস্টটল ছিলেন —–
ক। দার্শনিক
খ। চিকিৎসক
গ। কবি
ঘ৷ দর্শক
উত্তরঃ ক