সেই দিন এই মাঠ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?

ক। ১৮৮৯

খ। ১৮৯৪

গ। ১৮৯৬

ঘ। ১৮৯৯

২. ‘সেইদিন এই মাঠ’ কবিতার উৎস কী?

ক। মহাকাল

খ। মহাপৃথিবী

গ। রূপসী বাংলা

ঘ। ঝরা পালক

৩.জীবনানন্দ দাশের জননী ছিলেন—

ক।চারণকবি।

খ। পল্লিকবি

গ। স্বভাবকবি 

ঘ। গীতিকবি

৪.খেয়ানৌকাগুলাে কোথায় এসে লেগেছে?

ক। বন্দরে

খ। খেয়াঘাটে

গ। নদীর ঘাটে

ঘ। চরের খুব কাছে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। আজ আর নেই,

কোথায় হারিয়ে গেল সােনালি বিকেলগুলাে সেই-

আজ আর নেই।”

৫. উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক। মানুষ।

খ। কপােতাক্ষ নদ।

গ। অন্ধবধূ

ঘ। সেইদিন এই মাঠ

৬. উল্লিখিত সাদৃশ্যপূর্ণ অনুভূতি হলাে

ক। দেশপ্রেম

খ। স্মৃতিকাতরতা 

গ। স্নেহকাতরতা 

ঘ। প্রকৃতিপ্রেম

৭. এম.এ. ডিগ্রি লাভের পর জীবনানন্দ দাশ কী করেন?

ক। সাংবাদিকতা

খ। লেখালেখি

গ। অধ্যাপনা।

ঘ। চলচ্চিত্র নির্মাণ

৮. কবি জীবনানন্দ দাশ তাঁর কবিতায় প্রকৃতিকে কীভাবে উপস্থাপন করেছেন?

ক। গভীর তৃপ্তির সঙ্গে

খ। গভীর মমত্বের সঙ্গে

গ। স্বপ্নের মতাে করে

ঘ। ক ও খ

৯. মানুষের মৃত্যু আছে কিন্তু মৃত্যু নেই–

ক। সৌন্দর্যের

খ। স্বপ্নের

গ। কোনােটিই নয়

ঘ। ক ও খ উভয়টিই

১০. মানুষের সাধের স্বপ্ন কী রকম?

ক। মধুর

খ। রােমাঞকর 

গ। সােনার 

ঘ। দ্যুতিময়

১১. জীবনানন্দ দাশ কত সালে ট্রাম-দুর্ঘটনায় আহত হন?

ক। ১৯৫২ সালে 

খ। ১৯৬৪ সালে

গ। ১৯৫৩ সালে 

ঘ। ১৯৫৪ সালে

১২. সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ আছে?

ক। লক্ষ্মীপেঁচা

খ। দোয়েল

গ। কোকিল

ঘ। টিয়া

১৩. কত সালে জীবনানন্দ দাশ এম. এ. ডিগ্রি লাভ করেন?

ক। ১৯১২

খ। ১৯২১ 

গ। ১৯২৩

ঘ। ১৯৩২

১৪. জীবনানন্দ দাশের পিতার নাম কী?

ক। দেবানন্দ

খ। ভবানন্দ 

গ। সত্যানন্দ দাশ 

ঘ। সব্যসাচী

১৫. জীবনানন্দ দাশ কী হিসেবে পরিচিতি লাভ করেন?

ক। পল্লিকবি

খ। প্রকৃতির কবি 

গ। বিদ্রোহী কবি 

ঘ। মরমি কবি

১৬. কবি শান্ত বাতি’ দ্বারা কিসের উপমা দিয়েছেন?

ক। রহস্যের 

খ। গভীর রাতের 

গ। গ্রামীণ পরিবেশের 

ঘ।  প্রকৃতির

১৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন বিষয়ের ওপর রচিত?

ক। নদনদী 

খ। সভ্যতা

গ। প্রকৃতির সৌন্দর্য 

ঘ। মানুষের স্বপ্ন

১৮. “সেইদিন এই মাঠ’ কবিতার মূল সুর হলাে 

i.মানুষের অমরত্ব

ii.মৃত্যু অনন্ত।

iii.প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii

গ। iii

ঘ। i,ii,iii   

১৯. চালতাফুল চিরকাল শিশিরের জলে ভিজবে, কারণ—

ক। প্রকৃতি চিরস্থায়ী

খ। প্রকৃতি, বৈচিত্র্যময়

গ। প্রকৃতি ঐশ্বর্যময়

ঘ। প্রকৃতি রহস্যময়

২০. কার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা?

ক। বকের

খ। শালিকের

গ। জীবনানন্দ দাশের

ঘ। লক্ষ্মীপেঁচার

২১. “সেইদিন এই মাঠ’ কবিতায় মােট কটি চরণ আছে?

ক। পনেরাে

খ। এগারাে

গ। সতেরো 

ঘ। তেরো

২২. আধুনিক জীবন চেনার কবি হলেন-

ক। শামসুর রাহমান

খ। আহসান হাবীব

গ। জীবনানন্দ দাশ

ঘ। কাজী নজরুল ইসলাম

২৩. প্রকৃতি তাঁর বিচিত্র বিবর্তনের মধ্যেও কী হারিয়ে ফেলবে না?

ক। রূপ

খ। রস

গ। গন্ধ

ঘ। রূপ-রস-গন্ধ

২৪. প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে মৃত্যু নেই–

i.সৌন্দর্যের

ii.স্বপ্নের

iii.সভ্যতার

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii

গ। i ও iii 

ঘ। i, ii ও iii

২৫. প্রকৃতিতে চিরকাল কী থাকে?

ক. মানুষ 

খ। বাতি

গ। ঐতিহা

ঘ। ব্যস্ততা

 

উত্তর

 

১. ঘ

২. গ

৩. গ 

৪. ঘ

৫. ঘ

৬. খ

৭. গ

৮. ঘ

৯. ঘ

১০. গ

১১. ঘ

১২. ক

১৩. খ

১৪. গ

১৫. খ

১৬. গ

১৭. ঘ

১৮. গ

১৯. গ

২০. ঘ

২১. ঘ 

২২. গ

২৩. ঘ

২৪. খ

২৫. ঘ

Leave a Comment