আজকের পোস্টে আমরা সঞ্চয়পত্রের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি সর্বশেষ বাজেট অনুযায়ী সঞ্চয় পত্র কি কি আপডেট আসলো সেগুলো জানবো।
এছাড়াও আরও কি কি আপডেট আসতে পারে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব।
আমরা হয়তোবা সবাই জানি যে সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে লাভজনক অর্থ্যাৎ অন্যান্য যেসব বিনিয়োগ ক্ষেত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে লাভজনক সঞ্চয় পত্র।
একই সাথে অন্যান্য বিনিয়োগ ক্ষেত্রের তুলনায় সঞ্চয়পত্র সবচেয়ে বেশি নিরাপদ। কারণ এতে কোন ধরনের ঝুঁকি নেই বললেই চলে।
সেই সাথে আজকের পোস্টে আমরা জানবো যে সঞ্চয়পত্রের বিনিয়োগ আমরা বিনিয়োগ কোথায় করবো?
তো আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনার জন্য কোন বিনিয়োগ ক্ষেত্র সবচেয়ে লাভজনক হবে।
সর্বশেষ বাজেটে সঞ্চয় পত্রঃ
সঞ্চয় পত্র সর্বশেষ যে বাজেট ২০২১-২০২২, সেই মোতাবেক সঞ্চয়পত্রে বিনিয়োগের দুইটা নিয়ম রয়েছে।
১. আপনি যদি দুই লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে না।
২. আপনি যদি দুই লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে সেই বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে।
সঞ্চয়পত্রের প্রকারভেদঃ
১. পরিবার সঞ্চয়পত্র
২. পেনশনার সঞ্চয়পত্র
৩. ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
৪. ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
৫. ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড
৬. ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
৭. ইউএস ডলার ইনভেসমেন্ট বন্ড
তবে এইসকল সঞ্চয়পত্রে সকল ব্যাক্তি বিনিয়োগ করতে পারে না। এ ক্ষেত্রে সঞ্চয়পত্রের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন ব্যাক্তিবর্গ বিভিন্ন সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে।
নিম্নে কোন সঞ্চয়পত্রে কারা বিনিয়োগ করতে পারবে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ
৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রঃ
মেয়াদ | ৩বছর |
মুনাফা দেয়া হয় | ৩মাস অন্তর |
মুনাফার হার | ১১.০৪% |
সর্বনিম্ন বিনিয়োগ | ১,০০,০০০ টাকা |
উৎসে কর ৫ লাখ পর্যন্ত | ৫% |
উৎসে কর ১০ লাখ পর্যন্ত | ১০% |
একক নামে বিনিয়োগ | ৩০ লাখ টাকা |
একক নামে সমন্বিত বিনিয়োগ | ৫০ লাখ |
যৌথনামে বিনিয়োগ | ৬০ লাখ টাকা |
যৌথনামে সমন্বিত বিনিয়োগ | ১ কোটি |
যারা কিনতে পারবেন | পুরুষ ও মহিলা |
বাংলাদেশ সঞ্চয়পত্রঃ
মেয়াদ | ৫বছর |
মুনাফা দেয়া হয় | মেয়াদান্তে |
মুনাফার হার | ১১.২৮% |
সর্বনিম্ন বিনিয়োগ | ১,০০০ টাকা |
উৎসে কর ৫ লাখ পর্যন্ত | ৫% |
উৎসে কর ১০ লাখ পর্যন্ত | ১০% |
একক নামে বিনিয়োগ | ৩০ লাখ টাকা |
একক নামে সমন্বিত বিনিয়োগ | ৫০ লাখ |
যৌথনামে বিনিয়োগ | ৬০ লাখ টাকা |
যৌথনামে সমন্বিত বিনিয়োগ | ১ কোটি |
যারা কিনতে পারবেন | পুরুষ ও মহিলা |
পরিবার সঞ্চয়পত্রঃ
মেয়াদ | ৫বছর |
মুনাফা দেয়া হয় | প্রতি মাসে |
মুনাফার হার | ১১.৫২% |
সর্বনিম্ন বিনিয়োগ | ১০,০০০ টাকা |
উৎসে কর ৫ লাখ পর্যন্ত | ৫% |
উৎসে কর ১০ লাখ পর্যন্ত | ১০% |
একক নামে বিনিয়োগ | ৪৫ লাখ টাকা |
একক নামে সমন্বিত বিনিয়োগ | ৫০ লাখ |
যৌথনামে বিনিয়োগ | ৫০ লাখ টাকা |
যৌথনামে সমন্বিত বিনিয়োগ | ১ কোটি |
যারা কিনতে পারবেন | সাধারণত মহিলা |
পেনশনার সঞ্চয়পত্রঃ
মেয়াদ | ৫বছর |
মুনাফা দেয়া হয় | ৩মাস অন্তর |
মুনাফার হার | ১১.৭৬% |
সর্বনিম্ন বিনিয়োগ | ৫০,০০০ টাকা |
উৎসে কর ৫ লাখ পর্যন্ত | ০% |
উৎসে কর ১০ লাখ পর্যন্ত | ১০% |
একক নামে বিনিয়োগ | ৫০ লাখ টাকা |
একক নামে সমন্বিত বিনিয়োগ | ৫০ লাখ |
যৌথনামে বিনিয়োগ | ৬০ লাখ টাকা |
যৌথনামে সমন্বিত বিনিয়োগ | ১ কোটি |
যারা কিনতে পারবেন | অবসরপ্রাপ্ত |
ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড:
মেয়াদ | ৫ বছর |
মুনাফার হার | ১২% |
সর্বোচ্চ বিনিয়োগ | ১ কোটি |
সমন্বিত বিনিয়োগ | ১ কোটি |
উৎসে কর | নাই |
যারা কিনতে পারবেন | প্রবাসী |
ইউএস ডলার প্রিমিয়াম বন্ড:
মেয়াদ | ৩ বছর |
মুনাফার হার | ৭.৫% |
সর্বোচ্চ বিনিয়োগ | ১ কোটি |
সমন্বিত বিনিয়োগ | ১ কোটি |
উৎসে কর | নাই |
যারা কিনতে পারবেন | প্রবাসী |
আমরা যদি সকল সঞ্চয়পত্রের ধরণ এক সাথে দেখতে চাই তাহলে সেটি হবে নিচের ছবির মতো। আশা করি নিম্নের ছবি ভালো করে লক্ষ্য করলেই সঞ্চয়পত্রের ধরণ সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যাবেন।

কোন সঞ্চয়পত্র কে কিনতে পারবে?
পেনশনার সঞ্চয়পত্রঃ
↪ অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা- স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী
↪ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ
↪ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং
↪মৃত চাকুরীজীবীর পারিবারিক পেনশন সুবিধাভােগী স্বামী/স্ত্রী/সন্তান
৩ মাস অন্তর সঞ্চয়পত্রঃ
↪ সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক
↪ নাবালকের পক্ষেও ক্রয় করা যায়
বাংলাদেশ সঞ্চয়পত্রঃ
↪ সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক
↪ স্বীকৃত বভিষ্য তহবিল ও ভবিষ্য তহবিল
↪ নাবালকের পক্ষেও ক্রয় করা যায়
পরিবার সঞ্চয়পত্রঃ
↪ ১৮ বা বেশি বয়সের যে কোন বাংলাদেশী মহিলা
↪ শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা
↪ ৬৫ বা বেশি বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক
এখন যদি সকল ধরণ এক ছবিতে বুঝতে চান তাহলে নিচের ছবিটি দেখলেই সব কিছু বুঝে যাবেন আশা করি।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় তারা বলে থাকে যে নাবালকরাও সঞ্চয়পত্র খুলতে পারে। কিন্তু বাস্তবে তারা আসলে খুলতে পাারে না। এক্ষেত্রে ভবিষ্যতে হয়তো কোন পরিবর্তন আসলেও আসতে পারে।
সঞ্চয়পত্র বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যঃ
↪ সঞ্চয়পত্র কেনার জন্য কোন প্রসেসিং ফি নেই।
↪ নমিনী নিয়ােগ করা যায় সর্বোচ্চ ০৩ জন।
↪ ১৮ বছরের কম বয়সীকে নমিনী নিয়ােগ করা যায়।
↪ হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়।
↪ সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়।
↪ সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত আমানত হিসেবে ব্যবহার করা যাবে না।
↪ ব্যবসাবানিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না।
সঞ্চয়পত্র মুনাফাঃ
সঞ্চয় স্কিম | এক নামে বিনিয়োগ ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে ১ লাখে প্রদেয় | এক নামে বিনিয়োগ ৫ লক্ষ টাকা বেশি হলে ১ লাখে প্রদেয় |
---|---|---|
৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র | ৮৭৪ টাকা মাসিক | ৮২৮ টাকা মাসিক |
পরিবার সঞ্চয়পত্র | ৯১২ টাকা মাসিক | ৮৬৪ টাকা মাসিক |
বাংলাদেশ সঞ্চয়পত্র | ৮৯৩ টাকা মাসিক | ৮৪৬ টাকা মাসিক |
পেনশনার সঞ্চয়পত্র | ৯৮০ টাকা মাসিক | ৮৮২ টাকা মাসিক |
সঞ্চয়পত্র মুনাফা একনজরে – মাসে কত?
বিনিয়োগের পরিমান | বাংলাদেশ সঞ্চয়পত্র ১১.২৮% | ৩ মাস অন্তর সঞ্চয়পত্র ১১.০৪% | পরিবার সঞ্চয়পত্র ১১.৫২% | পেনশনার সঞ্চয়পত্র ১১.৭৬% |
---|---|---|---|---|
১ লাখ টাকায় পাবেন | 893 | 874 | 912 | 980 |
২ লাখ টাকায় পাবেন | 1786 | 1748 | 1824 | 1960 |
৩ লাখ টাকায় পাবেন | 2679 | 2622 | 2736 | 2940 |
৪ লাখ টাকায় পাবেন | 3572 | 3496 | 3648 | 3920 |
৫ লাখ টাকায় পাবেন | 4465 | 4370 | 4560 | 4900 |
৬ লাখ টাকায় পাবেন | 5076 | 4968 | 5184 | 5292 |
৭ লাখ টাকায় পাবেন | 5922 | 5796 | 6048 | 6174 |
৮ লাখ টাকায় পাবেন | 6768 | 6624 | 6912 | 7056 |
৯ লাখ টাকায় পাবেন | 7614 | 7452 | 7776 | 7938 |
১০ লাখ টাকায় পাবেন | 8460 | 8280 | 8640 | 8820 |
সামগ্রিকভাবে আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময় অর্থাৎ ৫ বছর পর আপনি কতটাকা মুনাফা পাবেন তা নিচের ছবিতে দেখানো হয়েছে।
সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়নঃ
পরিবার সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলেঃ
১ম বছরান্তে | ৯.৫০% |
---|---|
২য় বছরান্তে | ১০% |
৩য় বছরান্তে | ১০.৫০% |
৪র্থ বছরান্তে | ১১% |
৫ম বছরান্তে | ১১.৫২% |
পেনশনার সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলেঃ
১ম বছরান্তে | ৯.৭০% |
---|---|
২য় বছরান্তে | ১০.১৫% |
৩য় বছরান্তে | ১০.৬৫% |
৪র্থ বছরান্তে | ১১.২০% |
৫ম বছরান্তে | ১১.৭৬% |
বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদের পূর্বে নগদায়ন করলেঃ
১ম বছরান্তে | ৯.৩৫% |
---|---|
২য় বছরান্তে | ৯.৮০% |
৩য় বছরান্তে | ১০.২৫% |
৪র্থ বছরান্তে | ১০.৭৫% |
৫ম বছরান্তে | ১১.২৮% |
স্বয়ংক্রিয় পুনঃ বিনিয়োগ সুবিধাঃ
৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র | N/A |
---|---|
পরিবার সঞ্চয়পত্র | N/A |
বাংলাদেশ সঞ্চয়পত্র | এক মেয়াদ |
পেনশনার সঞ্চয়পত্র | N/A |
ডাকঘর সঞ্চয়পত্র | আছে |
সঞ্চয়পত্র কোথায় পাওয়া যায়?
১. জাতীয় সকল ব্যুরো – সকল শাখা অফিস
২. বাংলাদেশ ব্যাংক – সকল শাখা অফিস
৩. অন্যান্য ব্যাংক
৪. ডাকঘর