রানার কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. রানারের কাছে পৃথিবীটা কালাে ধোঁয়া মনে হয় কেন?

ক। মেঘাচ্ছন্ন থাকায়

খ। অভাবের তাড়নায়

গ। সূর্য না ওঠায়

ঘ। কলকারখানার কারণে

২. দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

ক। চাকরি হারানাের জন্য 

খ। ডাক না পাওয়ার ভয়ে

গ। বাড়ি ফেরার তাড়া থাকায় 

ঘ। দায়িত্ববােধের কারণে

নিচের উদ্দীপকটি পড়ে ৩-সংখ্যক প্রশ্নের উত্তর দাও:

সুমন বেশ স্বেচ্ছাচারী। সব কাজই দায়সারা গােছে শেষ করে। ইচ্ছামতাে অফিসে যাতায়াত করে। একদিন জরুরি সভা উপলক্ষে কর্মকর্তা অফিসে এসে দেখেন গেট বন্ধ। ফলে সমস্ত আয়ােজন পণ্ড হয়ে যায় ।

৩. উদ্দীপকের সুমন ও রানার কবিতার রানার-এর সাদৃশ্যের দিকটি হলাে তারা উভয়েই

i.চাকরিজীবী

ii.দায়িত্ব সচেতন

ii.সেবাদানকারী

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii ও iii

গ। i ও iii

ঘ। i, ii ও iii

৪. কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে?

ক। পথের তৃণ

খ। ভােরের আকাশ

গ। রাতের তারা

ঘ। কালাে রাত্রি

৫. রানার-এর জীবনের দুঃখ কে জানবে?

ক। তার স্ত্রী

খ। আকাশের তারা

গ। কালাে রাত

গ। পথের তৃণ

৬. ‘পেীছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে’। এখানে মেলে” শব্দের অর্থ কী?

ক। বিকশিত

খ। সাদৃশ্য 

গ। ডাকে

ঘ। সন্ধানে

৭. রানার কবিতায় মিটি মিটি করে চায় কে?

ক। প্রকৃতি 

খ। জোনাকিরা 

গ। তারারা

ঘ। হরিণ

৮. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি

কবিতা তােমায় আজকে দিলাম ছুটি।

উদ্দীপকটির মিল পাওয়া যায় নিচের কোন পক্তির সাথে?

ক। করাে না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

খ। কত কথা আজ মনে পড়ে তার, গরীবের ঘর তার

গ। ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালাে ধোঁয়া

ঘ। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘােরে

৯. রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’- এখানে রাত’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক। দুঃখের প্রহর

খ। আঁধার

গ। রাত্রি

ঘ। অস্পষ্টতা

১০. ‘রানার কবিতার রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায়?

ক। দস্যুকে

খ। সূর্য ওঠাকে

গ। নির্জন রাতকে

ঘ। ক্ষুধার ক্লান্তিকে 

১১. রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’- বাক্যে ‘রানার কবিতায় কিসের প্রত্যাশা করা হয়েছে?

ক। শােষণ-বনার অবসান 

খ। গন্তব্যে পৌঁছার প্রত্যাশা :

গ। ঝুঁকিপূর্ণ কর্মের অবসান 

ঘ। শঙ্কা হতে মুক্তি

১২. জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনেছে? 

ক। সস্তা

খ। অল্প।

গ। চড়া

ঘ। বিনা

১৩. সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায়, কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?

ক। নিপীড়িত গণমানুষের 

খ। ক্ষুধায় ক্লান্তদের

গ। ডাকহরকরাদের

ঘ। শ্রমজীবী মানুষের

১৪. পূর্বাভাস’ কার লেখা?

ক। কাজী নজরুল ইসলাম

খ। সুকান্ত ভট্টাচার্য

গ। আবদুল হাকিম

ঘ। সত্যেন্দ্রনাথ দত্ত

১৫. ‘জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে’- এখানে কী ব্যক্ত হয়েছে?

ক। দারিদ্র্য

খ।  যন্ত্রণা

গ।  বৈষম্য

ঘ।  নিষ্ঠুরতা

১৬. তার জীবনের স্বপ্নের মতাে পিছে চলে যায় বন’- এ কথা দিয়ে কবি কী বােঝাতে চেয়েছেন?

ক। স্বপ্ন অপূর্ণ থেকে যায় 

খ। পথ ফুরিয়ে আসে

গ। রাত ভাের হয়ে আসে 

ঘ। সময় ফুরিয়ে যায়

১৭. রানার’ কবিতায় ক্লান্ত শ্বস কী খুঁয়েছে?

ক। আকাশ

খ। পাহাড়

গ। কবির হৃদয়

ঘ। রানারের জীবন

১৮.  রানারের দুঃখের কথা কিসে ঢাকা পড়ে থাকবে?

ক। পাঁচ পাতায়

খ। চোখের জলে

গ। কালাে রাত্রির খামে

ঘ। পথের ভঁজে ।

১৯. কোনটি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয়?

ক। হরতাল

খ। ঘুম নেই

গ।এই পথ এই কোলাহল।

ঘ। অভিযান

২০. নতুন খবর’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক। নতুন জীবন 

খ। নতুন আশা 

গ। শুভদিন 

ঘ। নয়া ফরমান

উত্তর

Leave a Comment