মেডিকেল ভর্তি প্রস্তুতি – ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১) অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী –

(ক) আব্দুল হাসেম
(খ) এ কে ফজলুল হক
(গ) শহীদ সোহরাওয়ার্দী
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃ ঘ

২) ১৯৪০ সালে লাহোর রেজুলেশন বা প্রস্তাবের প্রবর্তক কে ছিলেন ?

(ক) লিয়াকত আলী খান
(খ) এ কে ফজলুল হক
(গ) মোহাম্মাদ আলী জিন্নাহ
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃ খ

৩) দ্বিজাতি তত্বের প্রবক্তা কে ছিলেন ?

(ক) আল্লামা ইকবাল
(খ) স্যার সৈয়দ আহমদ
(গ) মোহাম্মাদ আলী জিন্নাহ
(ঘ) স্যার সলিমুল্লাহ

উত্তরঃ গ

৪) বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ?

(ক) আব্দুল হাসেম
(খ) এ কে ফজলুল হক
(গ) শহীদ সোহরাওয়ার্দী
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃ খ

৫) লাহোর প্রস্তাব গৃহীত হত কবে ?

(ক) ২৪ মার্চ ১৯৪০
(খ) ২৬ মার্চ ১৯৩৬
(গ) ২৫ মার্চ ১৯৩৭
(ঘ) ৩০ মার্চ ১৯৩৯

উত্তরঃ ক

৬) ব্রিটিশ ভারত বিভক্তির সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

(ক) আব্দুল হাসেম
(খ) এ কে ফজলুল হক
(গ) শহীদ সোহরাওয়ার্দী
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃগ

৭) স্বতন্ত্র্য বাংলাদেশের বীজ লুকায়িত ছিল নিচের কোনটিতে ?

(ক) দ্বিজাতি তত্ব
(খ) লাহোর প্রস্তাব
(গ) ভারত শাসন আইন
(ঘ) দেশভগ

উত্তরঃ খ

৮) বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দেয় কবে ?

(ক) ১৯৪০
(খ) ১৯৪২
(গ) ১৯৪৩
(ঘ) ১৯৪৫

উত্তরঃ গ

৯) দ্বিজাতি তত্ব কবে ঘোষণা করা হয় ?

(ক) ১৯৪০
(খ) ১৯৩৯
(গ) ১৯৪৩
(ঘ) ১৯৪৫

উত্তরঃ খ

১০) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি-

(ক) মাওলানা ভাসানী
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) শামসুল হক
(ঘ) সোহরাওয়ার্দী

উত্তরঃ ক

১১) মোহাম্মদ আলী জিন্নাহ “দ্বিজাতি তত্ব” ঘোষণা করেন কত সালে ?

(ক) ১৯৪০
(খ) ১৯৩৯
(গ) ১৯৪৩
(ঘ) ১৯৪৫

উত্তরঃখ

১২) পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ?

(ক) লিয়াকত আলী খান
(খ) ইস্কান্দার মীর্জা
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃ খ

১৩) পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?

(ক) ২৬ জানুয়ারি ১৯৫৬
(খ) ২৩ জুন ১৯৪৯
(গ) ২৩ জুলাই ১৯৫৬
(ঘ) ১৯ জুন ১৯৫২

উত্তরঃ খ

১৪) পূর্ব বাংলার প্রথম মুখ্যমুন্ত্রী কে হন ?

(ক) আব্দুল হাসেম
(খ) এ কে ফজলুল হক
(গ) শহীদ সোহরাওয়ার্দী
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃঘ

১৫) যুক্তফ্রন্ট মন্ত্রি সভা বাতিল ঘোষণা করা হয় কবে ?

(ক) ২৯ মে ১৯৫৪
(খ) ২৯ জুন ১৯৫৫
(গ) ২৯ মে ১৯৫৬
(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক

১৬) আওয়ামী মুসলিম লিগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন ?

(ক) মাওলানা ভাসানী
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) শামসুল হক
(ঘ) সোহরাওয়ার্দী

উত্তরঃ গ

১৭) ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

(ক) লিয়াকত আলী খান
(খ) ইস্কান্দার মীর্জা
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃ ঘ

১৮) পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয় কবে ?

(ক) ২৯ মে ১৯৫৪
(খ) ২৯ জুন ১৯৫৫
(গ) ২৯ মে ১৯৫৬
(ঘ) ৭ অক্টোবর ১৯৫৮

উত্তরঃঘ

১৯) বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল-

(ক) যুক্তফ্রন্ট গঠন
(খ) ভাষা আন্দোলন
(গ) আগরতলা ষড়যন্ত্র মামলা
(ঘ) আওয়ামী মুসলিম লিগের প্রতিষ্ঠা

উত্তরঃ ঘ

২০) কত সালে “রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” গঠন করা হয় ?

(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯২০ সালে

উত্তরঃ ক

২১) ভাষা আন্দোলনের সূত্রপাত হয়-

(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৫১ সালে

উত্তরঃ ক

২২) তমুদ্দিন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৪৭ সালে

উত্তরঃঘ

২৩) পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ?

(ক) লিয়াকত আলী খান
(খ) ইস্কান্দার মীর্জা
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) খাজা নাজিমুদ্দিন

উত্তরঃ ক

২৪) পূর্ব পাকিস্তানের প্রধান বিরোধী দল কোনটি ছিল ?

(ক) আওয়ামী মুসলিম লীগ
(খ) আওয়ামী লীগ
(গ) ল্যাপ
(ঘ) পাকিস্তানের পিপলস পার্টি

উত্তরঃ ঘ

২৫) এ কে ফজলুল হককে “শেরে বাংলা” উপাধি দেওয়া হয় কোথায় ?

(ক) ঠাকায়
(খ) রাওয়ালপিন্ডিতে
(গ) কলকাতায়
(ঘ) লাহোরে

উত্তরঃ ঘ

২৬) পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করারা দাবি জানান কে ?

(ক) আব্দুল হাসেম
(খ) এ কে ফজলুল হক
(গ) ধীরন্দ্রনাথ দত্ত
(ঘ) নুরুল হক

উত্তরঃ গ

২৭) বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃত পায় কবে ?

(ক) ৭ মে ১৯৫৪
(খ) ২৩ মার্চ ১৯৫৬
(গ) ২৯ ফেব্রুয়ারি ১৯৫৫
(ঘ) ৭ মে ১৯৫৬

উত্তরঃ খ

২৮) মহান একুশে উপলক্ষ্যে রচিত প্রথম কবিতা “কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কে রচনা করেন ?

(ক) জাহির রায়হান
(খ) শামসুর রহমান
(গ) মাহবুব উল আলম
(ঘ) মুনির চৌধুরী

উত্তরঃ গ

২৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে ?

(ক) আব্দুল গাফফার চৌধুরী
(খ) আব্দুল জব্বার
(গ) শহীদ আলতাফ মাহমুদ
(ঘ) গাজীউল হক

উত্তরঃ ক

৩০) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?

(ক) মতিউর রহমান
(খ) এফ আর খান
(গ) হামিদুর রহমান
(ঘ) মঈনুল হক

উত্তরঃ গ

৩১) ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবে ?

(ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
(খ) ২১ ফেব্রুয়ারি ১৯৫৬
(গ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৩
(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক

৩২) আন্তর্জাতিক মাতৃভাষা ইস্টিটিউব কবে উদ্বোধন করা হয় ?

(ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৫৬
(খ) ২১ ফেব্রুয়ারি ২০১০
(গ) ২১ ফেব্রুয়ারি ১৯৯৯
(ঘ) ২১ ফেব্রুয়ারি ২০০০

উত্তরঃ খ

৩৩) ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কবে ?

(ক) ৩১ জানুয়ারি ১৯৫২
(খ) ২ ফেব্রুয়ারি ১৯৫২
(গ) ১৮ ফেব্রুয়ারি ১৯৫২
(ঘ) ২০ জানুয়ারি ১৯৫২

উত্তরঃ ক

৩৪) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির বর্তমান সুর পরিচালক করেন কে ?

(ক) আব্দুল লতিফ
(খ) আব্দুল আহাদ
(গ) আলতাফ মাহমুদ
(ঘ) মাহাদুন্নবী

উত্তরঃ গ

৩৫) ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা সালের তারিখ ছিল-

(ক) ৮ ফাল্গুন ১৩৫৮
(খ) ৮ ফাল্গুন ১৩৫২
(গ) ৯ ফাল্গুন ১৩৫২
(ঘ) ৯ ফাল্গুন ১৩৫৮

উত্তরঃ ক

৩৬) ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কি ছিল ?

(ক) খোকা
(খ) আবাই
(গ) আবু
(ঘ) আবুল

উত্তরঃ খ

৩৭) আসাদের শার্ট কবিতাটির রচয়িতা কে ?

(ক) রুন্দ্র মুহাম্মহ শহীদুল্লাহ
(খ) অতুল প্রসাদ সেন
(গ) রজনীকান্ত সেন
(ঘ) শামসুর রাহমান

উত্তরঃ ঘ

৩৮) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দ্যেশ্য কি ?

(ক) ভাষার অধিকার
(খ) মাতৃভাষার জনপ্রিয়তা
(গ) মাতৃভাষার বিদেশে প্রচার
(ঘ) মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি

উত্তরঃ ঘ

৩৯) “এখানে রমনার বটমূলে , কৃষ্ণচূড়ার নিচে , কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটির কার রচনা ?

(ক) আব্দুল গফফার
(খ) আল মাহমুদ
(গ) মাহবুবুল আলম
(ঘ) শামসুর রাহমান

উত্তরঃ গ

৪০) তমুদ্দিন মজলিস ছিল একটি-

(ক) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
(খ) সামাজিক প্রতিষ্ঠান
(গ) রাজনৈতিক প্রতিষ্ঠান
(ঘ) দাতব্য প্রতিষ্ঠান

উত্তরঃ ক

৪১) ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছিল –

(ক) শুক্রবার
(খ) বৃহস্পতিবার
(গ) সোমবার
(ঘ) রবিবার

উত্তরঃ খ

৪২) ২১ শে ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস পালিত হয় কবে ?

(ক) ১৯৫২
(খ) ১৯৫৩
(গ) ১৯৫৪
(ঘ) ১৯৫৫

উত্তরঃ খ

৪৩) ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল কোনটি ?

(ক) বাংলা একাডেমি
(খ) ঢাকা কলেজ
(গ) তমদ্দিন মজলিস
(ঘ) সবগুলোই

উত্তরঃ গ

৪৪) জহির রায়হানের “আরেক ফাল্গুন”উপন্যাসের পটভূমি হলো

(ক) ৭১ এর মুক্তিযুদ্ধ
(খ) ৫২ এর ভাষা আন্দোলন
(গ) ব্রিটিশ বিরোধি আন্দোলন
(ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ

৪৫) ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত ?

(ক) বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
(খ) কবি
(গ) বিশিষ্ট লেখক
(ঘ) স্বাধীনতা সংগ্রামী

উত্তরঃ ক

৪৬) কে ভাষা শহিদ নন ?

(ক) নূর হোসেন
(খ) রফিক
(গ) জব্বার
(ঘ) সালাম

উত্তরঃ ক

৪৭) ভাষা আন্দোলনের একজন পদপ্রদর্শক হিসেবে খ্যাত কে ?

(ক) জোতির্ময় গুহঠাকুরতা
(খ) জিতেন ঘোষ
(গ) মুহাম্মদ আব্দুল হাই
(ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ ঘ

৪৮) পাকিস্তানে কত % বাংলা ভাষী ছিল ?

(ক) ৭
(খ) ৫৬
(গ) ৪৮
(ঘ) ৬৬

উত্তরঃ খ

৪৯) ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীর প্রথম শহিদ কে ছিলেন ?

(ক) বরকত
(খ) রফিক
(গ) জব্বার
(ঘ) সালাম

উত্তরঃখ

৫০) ভাষা শহিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-

(ক) রফিক
(খ) বরকত
(গ) জব্বার
(ঘ) সালাম

উত্তরঃ খ

৫১) সর্ব্দলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ কবে গঠোন করা হয় ?

(ক) ১৯৫২ সালের ৯ মার্চ
(খ) ১৯৫২ সালের ৩০ জানুয়ারি
(গ) ১৯৪৯ সালের ৯ মার্চ
(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ঘ

৫২) কত সালে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষায় স্বীকৃত দেয় ?

(ক) ১৯৫২
(খ) ১৯৫৩
(গ) ১৯৫৪
(ঘ) ১৯৫৫

উত্তরঃ গ

৫৩) কে ৫২ এর ভাষা আন্দোলনে শহিদ নন ?

(ক) জব্বার
(খ) সালাম
(গ) বরকত
(ঘ) আসাদ

উত্তরঃ ঘ

৫৪) কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে ?

(ক) ১৯৯৮
(খ) ১৯৯৯
(গ) ২০০০
(ঘ) ২০০১

উত্তরঃ গ

৫৫) বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারে কবে উদ্বোধন করা হবে ?

(ক) ২১ ফেব্রুয়ারি ১৯৬২
(খ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৩
(গ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৪
(ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৫

উত্তরঃ খ

৫৬) একুশের প্রথম নাটক কোনটি ?

(ক) বাঙলা
(খ) জীবন থেকে নেওয়া
(গ) কবর
(ঘ) আরেক ফাল্গুন

উত্তরঃ গ

৫৭) কবর নাটকটি কোথায় প্রথম মঞ্চস্থ হয় ?

(ক) ঢাকা কেন্দ্রীয় কারাগারে
(খ) রমনার বটমূলে
(গ) করাচি কেন্দ্রীয় কারাগারে
(ঘ) বাঙলা একাডেমি

উত্তরঃ ক

৫৮) একুশের প্রথম সংকলন সম্পাদন করেন কে ?

(ক) মুনির চৌধুরী
(খ) হাসান হাফিজুর রহমান
(গ) জহির রায়হান
(ঘ) মাহবুবুল আলম চৌধুরী

উত্তরঃ খ

৫৯) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণাকরে কোন সংগঠন ?

(ক) ইউনেস্কো
(খ) ভাষা গবেষণা ইন্সটিটিউট
(গ) বাঙলা একাডেমি
(ঘ) ইউনিসেফ

উত্তরঃ ক

৬০) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে ?

(ক) ১৭৭
(খ) ১৮৮
(গ) ১৭৮
(ঘ) ১৯০

উত্তরঃ খ

৬১) ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেন ?

(ক) শহীদ বরকতের মা
(খ) শহীদ শফিউরের পিতা
(গ) শহীদ শফিউরের মা
(ঘ) শহীদ জব্বার এর পিতা

উত্তরঃ খ

৬২) শহীদ মিনার নিয়ে “স্মৃতিস্তম্ভ” কবিতাটির রচয়িতা কে ?

(ক) আবু জাফর ওবায়দুল্লাহ
(খ) মাহবুবুল আলম
(গ) জাহানারা ইমাম
(ঘ) আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ ঘ

৬৩) শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে কোন কবিতাটি রচিত হয় ?

(ক) কাঁদতে আসিনি…
(খ) ভুলবোনা , ভুলবোনা
(গ) স্মৃতিস্তম্ভ
(ঘ) মাগো ওরা বলে মাগুরা

উত্তরঃ গ

৬৪) যুক্তফ্রন্ট এর নির্বাচনী প্রতীক কি ছিল ?

(ক) নৌকা
(খ) হারিকেন
(গ) হাতি
(ঘ) হুক্কা

উত্তরঃ ক

৬৫) কাগমারী সম্মেলনে সভাপতিত্ব করেন কে ?

(ক) মওলানা ভাসানী
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) নুরুল হক
(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তরঃ ক

৬৬) পাকিস্তানে সামরিক শাসন প্রত্যাহারে করা হয় কবে ?

(ক) ২৩ মার্চ ১৯৬০
(খ) ৪ ডিসেম্বর ১৯৫৩
(গ) ২৩ ফেব্রুয়ারি ১৯৫৬
(ঘ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬২

উত্তরঃ ক

৬৭) ন্যাশনাল আও্যামী পার্টি প্রতিষ্ঠা করেন কে ?

(ক) এ . কে .ফজলুল হক
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উত্তরঃ ঘ

৬৮) যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণার কত দফার ভিত্তিতে পরিচালিত হয় ?

(ক) ১০ দফা
(খ) ১৬ দফা
(গ) ২১ দফা
(ঘ) ২৬ দফা

উত্তরঃ গ

৬৯) সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণঅভ্যুথানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ?

(ক) ১১ দফা
(খ) ২১ দফা
(গ) ৬ দফা
(ঘ) ১৮ দফা

উত্তরঃ ক

৭০) ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী কে ছিলেন ?

(ক) হাজী দানেশ
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(গ) মাওলানা আতাহার আলী
(ঘ) মাওলানা আব্দুল হামিদ খান

উত্তরঃ খ

৭১) কত দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হয় ?

(ক) ৫৩ দিনের মাথায়
(খ) ৫৪ দিনের মাথায়
(গ) ৫৫ দিনের মাথায়
(ঘ) ৫৬ দিনের মাথায়

উত্তরঃ ঘ

৭২) কাগমারী সম্মেলন প্রধান অতিথি কে ছিলেন ?

(ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(খ) শেরে বাঙলা একে ফজলুল হক
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) মাওলানা ভাসানী

উত্তরঃ ক

৭৩) মাওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাপ গঠন করেন কবে ?

(ক) ১৯৫৬ সালে
(খ) ১৯৫৭ সালে
(গ) ১৯৫৮ সালে
(ঘ) ১৯৫৯ সালে

উত্তরঃ খ

৭৪) আইয়ুব খান কবে মৌলিক গণতন্ত্রচালু করেন ?

(ক) ১৯৫৬ সালে
(খ) ১৯৫৭ সালে
(গ) ১৯৫৮ সালে
(ঘ) ১৯৬০ সালে

উত্তরঃ ঘ

৭৫) শেখ মুজিবুর রহমান কবে ছয় দফা দাবি ঘোষণা করেন ?

(ক) ২১ ফেব্রুয়ারি ১৯৬০
(খ) ৬ ফেব্রুয়ারি ১৯৬৫
(গ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(ঘ) ৭ ডিসেম্বর ১৯৭০

উত্তরঃ গ

৭৬) ছয় দফা দিবস কবে পালিত হয় ?

(ক) ৫ ফেব্রুয়ারি
(খ) ২৪ মার্চ
(গ) ৭ জুন
(ঘ) ৭ ডিসেম্বর

উত্তরঃ গ

৭৭) আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয় ?

(ক) ১৮ জানুয়ারি ১৯৬৮
(খ) ৩ মার্চ ১৯৬৯
(গ) ২২ মার্চ ১৯৬৮
(ঘ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

উত্তরঃ ঘ

৭৮) দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয় কাকে ?

(ক) শহীদ আসাদ
(খ) অধ্যাপক শামসুজ্জোহা
(গ) সার্জেন্ট জহুরুল হক
(খ) মতিউর রহমান

উত্তরঃ খ

৭৯) ১৯৭০ সাল এর নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন পায় ?

(ক) ২৮৮
(খ) ২৯৮
(গ) ৩১০
(ঘ) ১৬৯

উত্তরঃ খ

৮০) আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল ?

(ক) ৩০
(খ) ৩২
(গ) ৩৫
(ঘ) ৩৬

উত্তরঃ গ

৮১) ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ?

(ক) ৩০ অক্টোবর ২০১৬
(খ) ৩০ অক্টোবর ২০১৭
(গ) ৩০ মার্চ ২০১৬
(ঘ) ৩০ জানুয়ারী ২০১৭

উত্তরঃ খ

৮২) ‘ এদেশের মানুষ চাইনা, মাটি চাই’ উক্তিটি কে করেন ?

(ক) ইয়াহিয়া খান
(খ) ভুট্টো
(গ) টিক্কা খান
(ঘ) রাও ফরমান আলী

উত্তরঃ গ

৮৩) কোন বিদেশী সাংবাদিক প্রথম গণহত্যা নিয়ে রিপোর্ট তৈরি করেন ?

(ক) সাইমন ড্রিং
(খ) ডব্লিউ এইচ অডারল্যান্ড
(গ) মিশেল রবার্ট
(ঘ) প্যাট্রিক উইলসন

উত্তরঃ ক

৮৪) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি একটি দম্ভোক্তি করে, যা নিম্নরূপঃ “ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শান্তি এড়াতে পারবে না ।“ এ দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ?

(ক) জেনারেল নিয়াজী
(খ) জেনারেল টিক্কা খান
(গ) জেনারেল ইয়াহিয়া খান
(ঘ) জেনারেল হামিদ খান

উত্তরঃ গ

৮৫) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে কবে মুক্তি লাভ করেন ?

(ক) ৭ জানুয়ারী, ১৯৭২
(খ) ৮ জানুয়ারী, ১৯৭২
(গ) ৯ জানুয়ারী, ১৯৭২
(ঘ) ১০ জানুয়ারী, ১৯৭২

উত্তরঃ খ

৮৬) বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন ?

(ক) ৭ জানুয়ারী, ১৯৭২
(খ) ৮ জানুয়ারী, ১৯৭২
(গ) ৯ জানুয়ারী, ১৯৭২
(ঘ) ১০ জানুয়ারী, ১৯৭২

উত্তরঃ ঘ

৮৭) চরম পত্রের লেখক কে ?

(ক) সুখরজন
(খ) আব্দুল গাফফার চৌধুরী
(গ) এম আর আখতার মুকুল
(ঘ) আলতাফ মাহমুদ

উত্তরঃ গ

৮৮) ‘মুজিবনগর সরকার’ কবে গঠিত হয় ?

(ক) ১২ এপ্রিল, ১৯৭১
(খ) ১০ এপ্রিল, ১৯৭১
(গ) ১৪ এপ্রিল, ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ খ

৮৯) মুজিবনগর সরকারের শপথগ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন কে ?

(ক) আব্দুল মান্নান
(খ) আব্দুল গাফফার চৌধুরী
(গ) আব্দুল মালেক
(ঘ) অধ্যাপক ইউসুফ আলী

উত্তরঃ ক

৯০) আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি হয় ?

(ক) ১০ এপ্রিল, ১৯৭১
(খ) ১৭ এপ্রিল, ১৯৭১
(গ) ৭ মার্চ, ১৯৭১
(ঘ) ২৫ মার্চ, ১৯৭১

উত্তরঃ ক

৯১) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দিন আহমদ
(গ) এম মনসুর আলী
(ঘ) মোশতাক আহমদ

উত্তরঃ খ

৯২) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?

(ক) তাজউদ্দিন আহমদ
(খ) এ এইচ এম কামরুজ্জামান
(গ) এম মনসুর আলী
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তরঃ গ

৯৩) মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল ?

(ক) মুজিবনগর
(খ) ৮ নং থিইয়েটার রোড, কলকাতা
(গ) ঢাকা
(ঘ) কুষ্টিয়া

উত্তরঃ খ

৯৪) মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে ?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দিন আহমদ
(গ) সৈয়দ নজরুল ইসলাম
(ঘ) মোশতাক আহমদ

উত্তরঃ গ

৯৫) মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমটির চেয়ারম্যান কে ছিলেন ?

(ক) মোজাফফর আহমেদ
(খ) আব্দুল হামিদ খান ভাসানী
(গ) কমরেড মনি সিং
(ঘ) আতাউল গণি ওসমানী

উত্তরঃ খ

৯৬) মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ?

(ক) ক্যাপ্টেন এম মনসুর আলী
(খ) তাজউদ্দিন আহমদ
(গ) এ এইচ এম কামরুজ্জামান
(ঘ) মোশতাক আহমদ

উত্তরঃ গ

৯৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) আতাউল গণি ওসমানী
(গ) কর্নেল শফিউল্লাহ
(ঘ) মেজর জিয়াউর রহমান

উত্তরঃ ক

৯৮) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন ?

(ক) মেজর জিয়াউর রহমান
(খ) কর্নেল শফিউল্লাহ
(গ) নুরুদ্দীন খান
(ঘ) জেনারেল এম এ জি ওসমানী

উত্তরঃ ঘ

৯৯) মুজিবনগর কোথায় অবস্থিত ?

(ক) সাতক্ষীরা
(খ) মেহেরপুর
(গ) চুয়াডাঙ্গা
(ঘ) নবাবগঞ্জ

উত্তরঃ খ

১০০) প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন ?

(ক) এম মনসুর আলী
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) তাজউদ্দিন আহমদ
(ঘ) অধ্যাপক ইউসুফ আলী

উত্তরঃ ঘ

Leave a Comment