মানুষ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

১. কালাপাহাড়ের প্রকৃত নাম কী?

ক। রাজনারায়ণ

খ। হরপ্রসাদ

গ। সুনীতিকুমার

ঘ। কৃষ্ণচন্দ্র

২. ‘মানুষ’ কবিতায় পথিকের অসহায়ত্ব

i.জীর্ণ বস্ত্রে

ii.শীর্ণ গাত্রে

iii. ক্ষীণ কণ্ঠে

নিচের কোনটি সঠিক?

ক। i ও ii

খ। i ও iii

গ। ii ও iii

ঘ। i, ii ও iii

৩. কবি ‘মানুষ’ কবিতায় কিসের গান গেয়েছেন?

ক। স্রষ্টার

খ। দেবীর

গ। সাম্যের

ঘ। ধর্মের

৪. ভুখারি চিৎকার করে ঐ মন্দির কার নয় বলেছিল?

ক। পূজারির

খ। দেবতার।

গ। পুরােহিতের

ঘ। দারােয়ানের

৫. ছােটবেলায় নজরুল কিসে যােগ দেন?

ক। লেটো দলে

খ। যাত্রাদলে

গ। যুদ্ধে

ঘ।  সিনেমায়

৬. ‘মানুষ’ কবিতায় ফুটে উঠেছে তকালীন ধর্মীয়

ক। অন্ধবিশ্বাস

খ। রীতিনীতি

গ। গোঁড়ামি 

ঘ। অনুশাসন

৭. কাজী নজরুল ইসলামের শিউলিমালা’ কী ধরনের রচনা?

ক। প্রবন্ধ

খ। কাব্য

গ। গল্প 

ঘ। উপন্যাস

৮. ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?

ক। মহত্ত্ব

খ। গরিয়ান

গ। সুমহান

ঘ। মহাজ্ঞানী 

৯. মুসাফিরের গায়ে কিসের চিহ্ন।

ক। ক্ষুধার

খ। আজারির

গ। জীর্ণতার

ঘ। শীর্ণতার

১০. ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?

ক। দেখেছিল

খ। দেখেছে

গ। দেখে

ঘ। দেখবে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :

ক্ষুধাতুর চায় শুধু ভাত, একটু নুন

সারাদিন পেটে পড়েনিকো কিছু

খালি পেটে তার জ্বলে আগুন।

১১. উদ্দীপকটিতে মানুষ’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক। সামর্থ্যবানদের নিষ্ঠুরতা

খ। নিরন্ন মানুষের যন্ত্রণা

গ। ক্ষুধার্ত মানুষের ফরিয়াদ

ঘ। উঁচু-নিচু শ্রেণির পার্থক্য

১২. মানুষের প্রতি সহানুভূতিশীল প্রজন্ম হিসেবে গড়ে তােলার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন কবিতাটি অনুকরণীয় আদর্শ?

ক।অন্ধবধূ

খ। পল্লিজননী

গ। মানুষ

ঘ। ঝর্ণার গান

১৩. কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যােগ দেন কত সালে?

ক। ১৯১৫

খ। ১৯১৭

গ। ১৯১৯

ঘ। ১৯২১

১৪. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারােগ্য রােগে আক্রান্ত হন?

ক। ৪০

খ। ৪১

গ। ৪২

ঘ। ৪৩

১৫. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যর্থ?

ক। চক্রবাক

খ। যুগবাণী

গ। শিউলিমালা।

ঘ। কুহেলিকা

১৬. ‘ভজনালয়’ শব্দের অর্থ কোনটি?

ক। উপসনার গৃহ

খ। বাইরের জাকজমক

গ। গােলমেলে ব্যাপার

ঘ। ঈশ্বর বা দেবদেবীর স্তুতি

১৭. পথিকের জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র দেখে কী মনে হয়?

ক। দরিদ্র

খ। পাগল।

গ। অভিনেতা

ঘ। বাউল

১৮. কবি কিসের সাম্যের কথা বলেছেন?

ক। মানুষের

খ। ধর্মের

গ। পড়ালেখার 

ঘ। গােত্রের।

১৯. তিমিররাত্রি হলাে

ক। অন্ধকার রাত 

খ। চাদনি রাত 

গ। নির্জন রাত

ঘ। মধ্যরাত

২০. কোথায় শিরনি ছিল?

ক। মন্দিরে

খ। মসজিদে

গ। গির্জায়

ঘ। বাড়িতে

২১. মুসাফিরের গায়ে কী দেখা যায়?

ক। ফতুয়া

খ। শার্ট-প্যান্ট

গ। পাঞ্জাবি 

ঘ।  আজারির চিন

২২. কাকে দুয়ার খােলার কথা বলা হচ্ছে?

ক। ক্ষুধার ঠাকুরকে

খ। পূজারিকে

গ। মােল্লাকে

ঘ। চেঙ্গিসকে

২৩. ভুখারির বয়স কত?

ক। আশি

খ। বিরাশি

গ। আটাশি 

ঘ।  নব্বই

২৪. মহীয়ান’ শব্দ দ্বারা বােঝায় –

ক। মহাশয় 

খ। পৃথিবী

গ। অতি মহান 

ঘ। ভালাে কাজ

২৫. ‘ভুখারি’ শব্দ দ্বারা বােঝায়

ক। ভোগকারী 

খ। ভুক্তভােগী

গ। ক্ষুধার্ত ব্যক্তি

ঘ। অসহায় ব্যক্তি

 

উত্তর

 

১. ক

২. ঘ

৩. গ

৪. খ

৫. ক

৬. গ

৭. গ

৮. গ

৯. খ

১০. গ

১১. খ

১২. গ

১৩. খ

১৪. ক

১৫. ক

১৬. ক

১৭. ক

১৮. ক

১৯. ক

২০. খ

২১. ঘ

২২. ক

২৩. ক

২৪. গ

২৫. গ

Leave a Comment