১। বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলাে হল?
উঃ ধ্বনি, শব্দ, বাক্য
২। “গরল” শব্দের বিপরীত শব্দ কি?
উঃ অমৃত
৩। “এ এক বিরাট সত্য” এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
উঃ বিশেষ্য
৪। “অচেনা’ কোন সমাস?
উঃ তৎপুরুষ
৫। “গাড়ী ষ্টেশন ছাড়ে”। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি?
উঃ অপাদান কারকে শূন্য
৬। কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
উঃ পদ্মভূষণ।
৭। “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ
৮। লিঙ্গান্তর হয় না – এমন শব্দ কোনটি?
উঃ কবিরাজ
৮। নির্ভুল বানান কোনটি?
উঃ মুহুর্মুহু
১০। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উঃ চন্দ্রাবতী
১১। চেটে খাওয়ার যােগ্য?
উঃ লেহ্য
১১। সন্ধি বিচ্ছেদ পুরস্কার।
উ: পুরঃ+কার।
১২। চোখের বালি এর অর্থ
উঃ কৃতঘ্ন অর্থ
১৩। যে উপকারীর অপকার করে চক্ষু দ্বারা গৃহীত –
উ: চাক্ষুষ
১৪। মােদের গরব, মােদের আশা, আমরি বাংলা ভাষা কার উক্তি –
উ: অতুল প্রসাদ সেন
১৫। বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রােকেয়ার জন্মস্থান।
উ: রংপুর
১৬।যা স্থায়ী নয়-
উ: অস্থায়ী
১৭। আমানত অর্থ-
উ: গচ্ছিত
১৮। খেচর শব্দের অর্থ কী?
উ: পাখি
১৯। প্রথিতযশা শব্দের অর্থ কী?
উ: খ্যাতনামা
২০। বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ধামাধারা’
উ: চাটুকারিতা
২১। ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?
উ: আগাগােড়া
২২। দুহিতা শব্দের অর্থ কী?
উ: কন্যা
২৩। সমীরণ শব্দের অর্থ কী?
উ: বাতাস।
২৪। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বিষন্ন
২৫। অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ; বহিরঙ্গ
২৬। যিনি বিদ্যা লাভ করিয়াছেন
উ: কৃতবিদ্যা
২৭। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?
উ: হিমালয় পর্যন্ত
২৮। ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
উ: বেহায়াপনা
২৯। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
উ: সমস্যমান পদ
৩০। ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?
উ: উপন্যাস