মনে কর, তুমি রাহাত। তুমি খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তােমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন কর।
অথবা, তােমার বিদ্যালয়ে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর।
অথবা, মনে কর, তুমি রংপুর জিলা স্কুলের ছাত্র, শাওন। তােমার স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি কর।
২৭ মার্চ, ২০২১
প্রধান শিক্ষক
খুলনা জিলা স্কুল
বিষয় : বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্যাপিত অনুষ্ঠানমালার প্রতিবেদন।
জনাব,
গত ২৬ মার্চ বিদ্যালয়ে উদ্যাপিত স্বাধীনতা দিবস সম্পর্কে যে প্রতিবেদন চাওয়া হয়েছে তা নিম্নে পেশ করা হলাে :
২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিন বাঙালি জীবনে আনন্দের জোয়ার বয়ে যায়। কারণ ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস’। গত ২৬ মার্চ, ২০২১ আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক জমকালাে অনুষ্ঠানের আয়ােজন করা হয়। এ উপলক্ষে কবিতা রচনা ও পাঠ, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবােধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযােগিতার আয়ােজন করা হয়। প্রতিটি বিষয়ের উপর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করা হয়। এছাড়া মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযােদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং পুরস্কৃত করা হয়। পুরষ্কারের মােট মূল্যমান ছিল ১০,০০০ (দশ হাজার) টাকার বই। বইগুলাে ছিল আমাদের মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার জাগরণ হয় এ ধরনের। কবিতা রচনায় ও প্রবন্ধ রচনায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয় দশম শ্রেণির ছাত্রী আঁখি। কবিতা রচনায় দ্বিতীয় হয় নবম শ্রেণির ছাত্র তৌফিক এবং প্রবন্ধ রচনায় প্রথম হয় অষ্টম শ্রেণির ছাত্র পলাশ। প্রত্যেক শ্রেণির ছাত্রছাত্রীরাই কোনাে না কোনাে বিষয়ে পুরষ্কার পেয়েছে। মুক্তিযােদ্ধাদের পুরস্কারস্বরূপ থানা মুক্তিযােদ্ধা অধিনায়কের হাতে এক সেট মুক্তিযুদ্ধের দলিল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেব। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
‘ক’
প্রতিবেদক