বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর (৭৬-১০০)

৭৬. ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পায়?

ক. সবুজপত্র

খ. বঙ্গদর্শন

গ. কল্লোল ✓

ঘ. ভারতী 

 

৭৭. জসীমউদ্দীন এর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ কত সালে প্রকাশিত হয়?

ক. ১৯২৯ সালে

খ. ১৯২৭ সালে ✓

গ. ১৯২৮ সালে

ঘ. ১৯৩০ সালে 

 

৭৮. নিচের কোনটি কাব্যগ্রন্থ?

ক. তেল-নুন-লাকড়ী

খ. গ্রামের মায়া

গ. চার ইয়ারী কথা

ঘ. সনেট পঞ্চাশৎ ✓

 

৭৯. ‘বই পড়া’ বিখ্যাত প্রবন্ধটি কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সৈয়দ মুজতবা আলী

গ. প্রমথ চৌধুরী ✓

ঘ. আহসান হাবীব 

 

৮০. কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যু সন?

ক. ১৯৮০

খ. ১৯৩২ ✓

গ. ১৯৯৫

ঘ. ১৯৩৩ 

 

৮১. কোন লেখকের জন্ম ও মৃত্যু তারিখ একেই দিনে?

ক. মীর মশাররফ হোসেন 

খ. কায়কোবাদ

গ. বেগম রোকেয়া ✓

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

 

৮২. ‘এক পয়সার বাঁশী’ কোন ধরণের রচনা?

ক. গল্পগ্রন্থ

খ. নাটক 

গ. আত্মজীবনী

ঘ. শিশুতোষগ্রন্থ ✓

 

৮৩. কে বলেছেন ‘জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন , তাহার আলোক চারিদিকে ছড়াইয়া পড়িবে’?

ক. প্রমথ চৌধুরী ✓

খ. কাজী নজরুল ইসলাম

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. ফররুখ আহমদ 

 

৮৪. ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়-

ক. ১৯২৭ সালে

খ. ১৯২৩ সালে

গ. ১৯১৪ সালে ✓

ঘ. ১৯১৮ সালে 

 

৮৫. ‘মুসলিম পুনর্জাগরণের কবি’ বলা হয় কাকে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. ফররুখ আহমদ ✓

গ. আহসান হাবীব

ঘ. আল মাহমুদ 

 

৮৬. ‘তুমি যাবে ভাইযাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;’ আলোচ্য পঙক্তিগুলো কোথা হতে নেয়া হয়েছে?

ক. নিমন্ত্রণ ✓

খ. নকশীকাঁথার মাঠ

গ. কবর

ঘ. আমাদের গ্রাম 

 

৮৭. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?

ক. সুনীল গঙ্গোপাধ্যায়

খ. প্রমথ চৌধুরী

গ. ক + খ ✓

ঘ. সমরেশ মজুমদার 

 

৮৮. ‘লাশ’ বিখ্যাত কবিতাটি কার রচনা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. জসীমউদদীন

গ. কায়কোবাদ

ঘ. ফররুখ আহমদ ✓

 

৮৯. ‘মোসলেম বীরত্ব’ কোন ধরণের রচনা?

ক. মহাকাব্য

খ. কাব্য ✓

গ. প্রবন্ধ

ঘ. আত্মজীবনী 

 

৯০. বাংলা সাহিত্যে নিচের কে মহাকাব্য রচনা করেন নি? 

ক. কায়কোবাদ

খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

গ. নবীনচন্দ্র সেন

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✓

 

৯১. ‘রায়বাহাদুর’ কার উপাধি?

ক. রাজা রামমোহন রায়ের

খ. দীন বন্ধু মিত্রের ✓

গ. প্যারীচাঁদ মিত্রের

ঘ. ফররুখ আহমদের

 

৯২. ১৯৩৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে কে ‘জগত্তারিণী’ পুরস্কার লাভ করেন?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. কাজী নজরুল ইসলাম

গ. প্রমথ চৌধুরী ✓

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 

৯৩. বেগম রোকেয়া কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন

ক. ১৯১০ সালে

খ. ১৯১১ সালে ✓

গ. ১৯০৯ সালে 

ঘ. ১৯০৮ সালে 

 

৯৪. মুহূর্তের কবিতা’ কোন জাতীয় রচনা?

ক. সনেট সংকলন ✓

খ. শিশুতোষ গ্রন্থ

গ. কবিতা সংকলন

ঘ. স্মৃতিচারণমূলক 

 

৯৫. ‘রাঙাজবা’ কি?

ক. সনেট সংকলন

খ. কাব্য সংকলন

গ. গানের সংকলন ✓

ঘ. কোনটি নয় 

 

৯৬. ‘পূজারিনী’ কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. কাজী নজরুল ইসলাম ✓

 

৯৭. Eastern guardian পত্রিকার সম্পাদক কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত ✓

খ. প্রমথ চৌধুরী

গ. রাজা রামমোহন রায়

ঘ. জসীমউদদীন 

 

৯৮. ‘পুরুষ পরীক্ষা’ কার রচনা?

ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

খ. রামরাম বসু

গ. হরপ্রসাদ রায় ✓

ঘ. রাজা রামমোহন রায় 

 

৯৯. ‘বাংলা গদ্যের জনক’ বলা হয় কাকে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. প্রমথ চৌধুরী

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✓

ঘ. সৈয়দ আলী আহসান 

 

১০০. ‘বেদান্তগ্রন্থ’ কার রচনা?  

ক. রাজা রামমোহন রায় ✓

খ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

গ. উইলিয়াম কেরী

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Leave a Comment