৫১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
ক. ললিতা তথা মানস ✓
খ. মাটির কান্না
গ. দিলরুবা
ঘ. কথা ও কাহিনী
৫২. ‘আয়েশা, বিমলা’ চরিত্রের স্রষ্টা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্রচট্টোপাধ্যায় ✓
গ. মীর মশাররফ হোসেন
ঘ. কাজী নজরুর ইসলাম
৫৩. ‘লোকরহস্য’ কোন ধরণের সাহিত্যকর্ম?
ক. প্রবন্ধ ✓
খ. নাটক
গ. প্রহসন
ঘ. কাব্যগ্রন্থ
৫৪. ‘লাহিনীপাড়ায়’ জন্মগ্রহণ করেন কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. কায়কোবাদ
গ. জসীমউদ্দীন
ঘ. মীর মশাররফ হোসেন ✓
৫৫. ‘উদাসীন পথিকের মনের কথা’ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৮০ সালে
খ. ১৮৭০ সালে
গ. ১৮৯০ সালে ✓
ঘ. ১৮৬০ সালে
৫৬. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
ক. কায়েকোবাদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমদ
ঘ. মীর মশাররফ হোসেন ✓
৫৭. কোনটি ভিন্নধরনের রচনা?
ক. সাম্য
খ. সাম্যবাদী ✓
গ. রাজবন্দীর জবানবন্দী
ঘ. বীরবলের হালখাতা
৫৮. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি?
ক. ফররুখ আহমদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ ✓
ঘ. জসীমউদদীন
৫৯. ‘ইব্রাহিম কার্দি ও জোহরা’ চরিত্র দুটি কোন সাহিত্যকর্মের?
ক. বিষাদ সিন্ধু
খ. মহাশ্মশান ✓
গ. বোবা কাহিনী
ঘ. বসন্তকুমারী
৬০. “বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই” পঙক্তিগুলোর রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মাইকেল মধূসূদন দত্ত
গ. কায়কোবাদ ✓
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬১. ‘বাংলা মুক্তক ছন্দের জনক’ বলা হয় কাকে?
ক. কাজী নজরুল ইসলাম ✓
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. প্রমথ চে․ধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬২. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন বাংলা সনের কত তারিখে?
ক. ১১ জৈষ্ঠ্য
খ. ১২ ভাদ্র ✓
গ. ১২ জৈষ্ঠ্য
ঘ. ১১ ভাদ্র
৬৩. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস কবে প্রকাশিত হয়?
ক. ১৯২৭ সালে
খ. ১৯২৯ সালে
গ. ১৯৩০ সালে ✓
ঘ. ১৯৩১ সালে
৬৪. ‘জীবন বন্দনা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. সন্ধ্যা ✓
খ. সাম্যবাদী
গ. দোলনচাঁপা
ঘ. সর্বহারা
৬৫. ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থে কতটি কবিতা স্থান পেয়েছে?
ক. ১৮টি
খ. ১৯ টি
গ. ২১ টি ✓
ঘ. ২২ টি
৬৬. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
ক. বাঁধনহারা ✓
খ. শেষের কবিতা
গ. বীরাঙ্গনা
ঘ. রাধারাণী
৬৭. ‘নবকুমার’ কোন সাহিত্যকর্মের চরিত্র?
ক. মৃণালিনী
খ. কপালকুণ্ডলা ✓
গ. যোগাযোগ
ঘ. কৃষ্ণকান্তের উইল
৬৮. কোনটি ভিন্ন?
ক. ছেলেবেলা
খ. গাজী মিয়াঁর বস্তানী
গ. স্মৃতিপট
ঘ. স্মরণী ✓
৬৯. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ‘মুক্তি’ প্রকাশিত হয় –
ক. ১৯২১ সালে
খ. ১৯২০ সালে
গ. ১৯১৯ সালে ✓
ঘ. ১৯২২ সালে
৭০. শিশুতোষ গ্রন্থ ‘সাত ভাই চম্পা’ এর লেখক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম ✓
ঘ. মীর মশাররফ হোসেন
৭১. কাজী নজরুল ইসলাম তার ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন?
ক. বারীন্দ্রকুমার ঘোষ
খ. বীর বাদল
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. বিরজা সুন্দরী দেবী ✓
৭২. ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশ হলে ‘ধুমকেতুর’ কত তারিখের পত্রিকার সংখ্যা নিষিদ্ধ হয়?
ক. ২৬ সেপ্টেম্বর
খ. ৭ নভেম্বর
গ. ৮ নভেম্বর ✓
ঘ. ২৫ সেপ্টেম্বর
৭৩. ‘কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ডালে তোর বেদনার টিকা’ পঙক্তির লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম ✓
খ. ফররুখ আহমদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. জসীমউদ্দীন
৭৪. ‘মম এক বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তুর্য’ কোন কবিতা হতে নেয়া হয়েছে?
ক. কৈফিয়ত
খ. খেয়াপারের তরণী
গ. বিদ্রোহী ✓
ঘ. নারী
৭৫. জসীমউদ্দীন এর বিখ্যাত ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. ধানক্ষেত
খ. রাখালী ✓
গ. বালুচর
ঘ. রঙ্গিলা নায়ের মাঝি