বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর (১-২৫)

১. জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় মে মাসে প্রকাশিত পত্রিকার নাম-

 ক. দিকদর্শন

 খ. বঙ্গদর্শন

 গ. সমাচার দর্পণ ✓

 ঘ. বাঙ্গাল গেজেট 

 

২. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্পগ্রন্থ এর নাম-

 ক. লিপিমালা

 খ. ইতিহাসমালা ✓

 গ. কথোপকথন

 ঘ. রাজাবলি 

 

৩. গদ্যে লিখিত প্রথম জীবনচরিত কে লেখেন?

 ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

 খ. উইলিয়াম কেরী

 গ. রামরাম বসু ✓

 ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

 

৪. ‘কেরী সাহেবের মুন্সী’ বলা হয় কাকে?

 ক. রামরাম বসু ✓

 খ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

 গ. গোলকনাথ শর্মা

 ঘ. রাজা রামমোহন রায়

 

৫. ‘সংস্কৃত কলেজ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

 ক. ১৮৯১ সালে

 খ. ১৭৯১ সালে ✓

 গ. ১৬৯১ সালে

 ঘ. ১৮১৭ সালে 

 

৬. বাংলা সাহিত্যে প্রথম প্রবন্ধ গ্রন্থ কে লিখেছেন?

 ক. রাজা রামমোহন রায় ✓

 খ. উইলিয়াম কেরী

 গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

 ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

 

৭. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ কোনটি?

 ক. ব্যাকরণ কৌমুদী

 খ. শব্দমঞ্জুরী

 গ. কৃপারশাস্ত্রের অর্থভেদ

 ঘ. গৌড়ীয় ব্যাকরণ ✓

 

৮. রাজা রামমোহনের প্রচেষ্টায় ১৮২৯ সালে কে সতীদাহ প্রথা বিলোপ করেন?

 ক. লর্ড ওয়েলেসলি

 খ. লর্ড বেন্টিংক ✓

 গ. লর্ড রিপন

 ঘ. লর্ড ক্লাইভ 

 

৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ‘হিন্দু বিধবা বিবাহ আইন’ পাস হয় ১৮৫৬ সালে।কোন  ইংরেজ গভর্নরের সময় তা পাস করা হয়?

 ক. লর্ড বেন্টিংক

 খ. লর্ড মেয়ো

 গ. লর্ড ডালহৌসী ✓

 ঘ. লর্ড ক্লাইভ 

 

১০. ‘প্রভাবতী সম্ভাষণ’ কোন ধরণের রচনা?

ক. রম্যরচনা

খ. প্রহসন

গ. বিদ্রপাত্বক 

ঘ. শোকগাথা ✓

 

১১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থে যতি চিহ্নের সফল প্রয়োগ ঘটান?

 ক. পদ্মাবতী

 খ. বেতালপঞ্চবিংশতি ✓

 গ. তিলোত্তমাসম্ভব কাব্য

 ঘ. সীতার বনবাস 

 

১২. নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থনয়?

 ক. রত্নপরীক্ষা ✓

 খ. বাঙ্গালার ইতিহাস

 গ. সীতার বনবাস

 ঘ. শকুন্তলা 

 

১৩. সনেট সংকলন ‘চতুর্দশপদী কবিতাবলী’ কবে প্রকাশিত হয়?

 ক. ১৮৬১ সালে

 খ. ১৯৬৫ সালে

 গ. ১৮৬২ সালে

 ঘ. ১৮৬৬ সালে ✓

 

১৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডির রচয়িতা কে?

 ক. রবীন্দ্রনাথ ঠাকুর

 খ. মীর মোশাররফ হোসেন

 গ. দীনবন্ধু মিত্র

 ঘ. মাইকেল মধুসূদন দত্ত ✓

 

১৫. রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য কোনটি?

 ক. বীরাঙ্গনা

 খ. ব্রজাঙ্গনা ✓

 গ. সীতার বনবাস

 ঘ. মেঘনাদবধ কাব্য 

 

১৬. সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত গ্রন্থ কোনটি?

 ক. মেঘনাদবধ কাব্য ✓

 খ. মহাশ্মশান

 গ. শর্মিষ্ঠা

 ঘ. কৃষ্ণকুমারী 

 

১৭. মাইকেল মধুসূদন দত্ত তার কোন সাহিত্যকর্মটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে উৎসর্গ করেছিল?

 ক. তিলোত্তমাসম্ভব

 খ. মায়াকানন

 গ. ব্রজাঙ্গনা

 ঘ. বীরাঙ্গনা ✓

 

১৮. মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?

 ক. ১৮৪১ সালে

 খ. ১৮৪৩ সালে ✓

 গ. ১৮৪২ সালে

 ঘ. ১৮৪৪ সালে

 

১৯. মাইকেল মধুসূদন দত্ত তার কোন সাহিত্যকর্মটি অসমাপ্ত রেখে মারা যান?

ক. রিজিয়া ✓

খ. মায়াকানন

গ. পদ্মাবতী

ঘ. দ্যা ক্যাপটিভ ল্যাডি 

 

২০. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে চিরস্থির কবে নীর, হায়রে জীবন-নদে? -আলোচ্য পঙক্তি কার লেখা?

 ক. রবীন্দ্রনাথ ঠাকুর

 খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 গ. মাইকেল মধুসূদন দত্ত ✓

 ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

 

২১. ‘গোড়ায় গলদ’ কোন ধরণের সাহিত্যকর্ম?

ক. নাটক

খ. প্রহসন ✓

গ. উপন্যাস

ঘ. গল্প 

 

২২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

 ক. ২৫ বৈশাখ, ১২৪৮

 খ. ২৫ বৈশাখ, ১২৬৮ ✓

 গ. ২২ শ্রাবণ, ১৩৬৮

 ঘ. ২৫ শ্রাবণ, ১২৬৮

 

২৩. রবীন্দ্রনাথের ‘আনন্দময়ী’ চরিত্রটি কোন সাহিত্যকর্মের?

 ক. বৌ ঠাকুরাণীর হাট

 খ. গোরা ✓

 গ. ল্যাবরেটরি

 ঘ. চোখের বালি 

 

২৪. সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে ‘ভাষাচার্য’ বলেছেন কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর ✓

গ. মীর মশাররফ হোসেন

ঘ. বিহারীলাল চক্রবর্তী 

 

২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি ‘বঙ্গভঙ্গ’ এর প্রেক্ষাপটে রচিত?

 ক. চোখের বালি

 খ. ঘরে-বাইরে

 গ. গোরা ✓

 ঘ. রাজর্ষি 

Leave a Comment