বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি?
উঃ পঞ্চগড়।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি?
উঃ কক্সবাজার।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি?
উঃ বান্দরবান।
প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?
উঃ নবাবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ)।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বউত্তরের থানা কোনটি?
উঃ তেঁতুলিয়া।
প্রশ্ন : বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি?
টেকনাফ।
প্রশ্ন : বাংলাদেশের পূর্বের থানা কোনটি?
উ: থানচি।
প্রশ্ন : বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি?
উঃ শিবগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশের সর্বউত্তরের স্থান কোনটি?
উ । বাংলাবান্দা।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি?
উ। ছেড়াদ্বীপ।
প্রশ্ন : বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি?
উঃ আখানইঠং।
প্রশ্ন : বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি?
উ : মনাকশা।
প্রশ্ন : বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি?
উ : জকিগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা কোনটি?
উ। টেকনাফ।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি?
উ। চট্টগ্রাম বিভাগ (৩৩,৭৭১ বর্গ কি. মি.)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট বিভাগ কোনটি?
উঃ ময়মনসিংহ বিভাগ (১০,৫৮৪ বর্গ কি.মি.)।
প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ কোটি।
উ। ঢাকা বিভাগ।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের ছােট বিভাগ কোনটি?
উ। বরিশাল বিভাগ।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উ। রাঙামাটি (৬,১১৬ বর্গ কি. মি.)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট জেলা কোনটি?
উ। মেহেরপুর (৭১৬ বর্গ কি. মি.)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি?
উ। শ্যামনগর (সাতক্ষীরা)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট থানা কোনটি?
উ। ওয়ারী, ঢাকা।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি?
উ। শ্যামনগর (সাতক্ষীরা)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট উপজেলা কোনটি?
উ। বন্দর থানা (নারায়ণগঞ্জ)।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি?
উ। ঢাকা।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের ছােট জেলা কোনটি?
উ। বান্দরবান।
প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি?
উ। গাজীপুর সদর (গাজীপুর)।
প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের হােট থানা কোনটি?
উ। বিমান বন্দর (ঢাকা)।
প্রশ্ন। জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি?
উ। গাজীপুর সদর (গাজীপুর)।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?
উ। থানচি (বান্দরবান)।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি?
উ। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন (আয়তন-১৬৮৭.৩৯ বর্গকিলােমিটার)।
প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রত্তম ইউনিয়ন কোনটি?
উ। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন (আয়তন-২ বর্গকিলােমিটার)।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি?
উঃ ছেড়াদ্বীপ (যদি ছেড়া দ্বীপ না থাকে সেন্টমার্টিন হবে)।
প্রশ্ন : বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
উ। ছেড়াদ্বীপ (যদি ছেড়া দ্বীপ না থাকে সেন্টমার্টিন হবে)।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি।
উ: সেন্টমার্টিন।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান বা দ্বীপ কোনটি?
উ: ছেড়াদ্বীপ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন স্থানটি ৩০ বছর পর বি.ডি.আর – বি.এস.এফের কাছ থেকে পুনরুদ্ধার করে এবং কবে এটি দখল করে নিয়েছিল?
উ: সিলেটের পাদুয়া নামক স্থানটি, ১৯৭১ সালে।
প্রশ্ন: পাদুয়া নামক স্থানটির আয়তন কত?
উ: ২৩৭ একর।
প্রশ্নঃ বিডিআর কবে বিএসএফের কাছ থেকে
পাদুয়া পুনরুদ্ধার করে নিয়েছিল?
উ। ২০০১।
প্রশ্ন : বিচিত্রার ও বিএসএফের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয় কোথায়?
উঃ রৌমারীতে (১৮ এপ্রিল, ২০০১)।
প্রশ্নঃ ভারতের দখলকৃত ‘পাদুয়া নামক স্থানটি
বাংলাদেশের কোন জেলা সীমান্তে অবস্থিত?
উ: সিলেট।
প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযােগ রয়েছে।
উ: ২টি, ভারত ও মায়ানমার।
প্রশ্নঃ বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলা কতটি?
উ। ৩২টি।
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উ। ৩০টি।
প্রশ্নঃ ভারতের সাথে সীমান্তবর্তী জেলাগুলাের নাম কী?
উ। ময়মনসিংহ বিভাগের ৪টিঃ জামালপুর,শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
সিলেট বিভাগের ৪টি জেলাঃ সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
চট্টগ্রাম বিভাগের ৬টিঃ চট্টগ্রাম, রাঙামাটি,খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।
রাজশাহী বিভাগের ৪টিঃ জয়পুরহাট, নওগাঁ,নবাবগঞ্জ ও রাজশাহী।
রংপুর বিভাগের ৬টিঃ কুড়িগ্রাম, লালমনিরহাট,পলড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর।
খুলনা বিভাগের ৬টিঃ মেহেরপুর, কুষ্টিয়া,আজাদ, ঝিনাইদহ, যশাের ও সাতক্ষীরা।
প্রশ্ন : বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমা রয়েছে।
উ। রাঙামাটি জেলা (একমাত্র)।
প্রশ্ন : বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সাথে ভারতের কোন সংযােগ নেই।
উ। বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন : বাংলাদেশের কোন দুটি বিভাগে সবগুলাে জেলার সাথে সীমান্তবর্তী জেলা বা সংযােগ রয়েছে।
উ। সিলেট ও ময়মনসিংহ।
প্রশ্ন : বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযােগ নেই?
উ। ঢাকা ও বরিশাল বিভাগ।
প্রশ্ন : বাংলাদেশের কোন বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত সংযােগ রয়েছে।
উ। চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশের কোন বিভাগের সাথে মায়ানমারের কোন সীমান্ত সংযােগ নেই?
উঃ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সাথে।
প্রশ্নঃ বাংলাদেশের কতটি জেলার সাথে সরাসরি সমুদ্র উপকুলে সংযোগ রয়েছে?
উঃ ১২টি জেলা। (কক্সবাজার, চট্টগ্রাম, নােয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুণা, ভােলা, পটুয়াখালী, পিরােজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা)।
প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা
কতটি ও কী কী?
উ। ১৫টি। জেলাগুলাে হচ্ছে- (ক) মুর্শিদাবাদ (২) নদীয়া (৩) চব্বিশ পরগনা (৪) মালদহ (৫) বীরভূম (৬) কুচবিহার (৭) জলপাইগুড়ি (৮) বাহারামপুর (৯)কৃষ্ণনগর (১০) বারাসাত।
প্রশ্ন : অপারেশন পুশ ইন ও পুশ ব্যাক কী?
উ। ভারত কর্তৃক একতরফাভাবে বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠানাের প্রচেষ্টা হচ্ছে অপারেশন পুশ ইন আর বিডিআর কর্তৃক ঠেলে পাঠানাে বাংলাভাষীদের ভারতে ফেরত পাঠানাে হলাে অপারেশন পুশ ব্যাক।
প্রশ্ন : সম্প্রতি বিডিআর ও বিএসএফের মধ্যে সংঘর্ষ সংঘ রঘুনাথপুর সীমান্তবর্তী স্থানটি কোথায় অবস্থিত।
উ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে।