১. আমার বাড়ির ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দিঘির কাঙ্গল জালে
হাঁসগুলি যায় শাসি।
আমার বাড়ি যাইও ভােমর
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুকে
থামিয়ে দিও রথ।
ক. ব্রহ্মর শব্দটির অর্থ কী?
খ. ‘জুতাে বুরুশ থেকে খুন-খারাবি’ বলতে অধ্যক্ষ জিরার কী বােঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে দিকটি ফুটে উঠেছে ‘প্রবাসি বন্ধু’ গল্পে তা কীভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি প্রবাস বন্ধু’ গল্পের একটি মাত্র দিককেই নির্দেশ করেছে”- উক্তিটির যৌক্তিকতা বিচার কর।
২। শীতের ছুটিতে সুদর্শন নাথ ‘চিলকা হ্রদে বেড়াতে গিয়েছে। সেই অভিজ্ঞতা সে তার বন্ধুদের কাছে বর্ণনা করে। ভারতের বৃহত্তম নােনা জলের হ্রদগুলাের মধ্যে “চিলকা’ একটি। বঙ্গোপসাগরের সাথে চিলকার সংযােগ রয়েছে। চিলকা হ্রদের সৌন্দর্যে সে যুদ্ধ, অভিভূত। চিলকা হ্রদের জলের মতাে নীল জল সে এর আগে কখনাে দেখেনি। চিলকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডলফিন। একটার পর একটা ডলফিন অনবরত লাফিয়ে যাচ্ছে। একদিকে ধু-ধু বালি আর অন্যদিকে থৈ থৈ নীল জলের এক অপূর্ব সমাহার চিলকা হ্রদ।
ক. চিনেমাটির ডাবরে কী ভেসে উঠেছে?
খ. আবদুর রহমানকে হরফন মৌলা’ আখ্যায়িত করা হয়েছে কেন?
গ. ‘প্রবাস বন্ধু’ রচনার কোন দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও ‘প্রবাস বন্ধু’ ও উদ্দীপকের মূল সুর একই।” বিশ্লেষণ কর।
৩। হাজেরা এক সম্রান্ত পরিবারের রান্নাবান্নার কাজ করে। উপদেশ বা পরামর্শ পেলে তা মেনে কাজ করে। পরামর্শ না পেলে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে। নির্দেশের অভাবে কোনাে কাজ ফেলে রাখে না।
ক. সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কী?
খ. আফগানিস্তানে কোন ধরনের সংস্কার রয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হাজেরা ও আবদুর রহমানের মধ্যে কী সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. বুদ্ধি খাটিয়ে কাজ করার ক্ষেত্রে হাজেরা ও আবদুর রহমানের অবস্থান বিপরীতমুখী বিশ্লেষণ কর।
৪। রহমান সাহেব চাকরিসূত্রে আফগানিস্তান যান। সেখানকার ভৌগােলিক পরিবেশ। তাকে মুগ্ধ করে। তিনি যে বাংলােয় থাকেন সেখানে তার দেখাশােনার দায়িত্বে থাকা ব্যক্তিটি যথেষ্ট রসিক। সে রহমান সাহেবকে বিভিন্ন স্বাদের খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রসিক ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলােচনা করে সুন্দর সময় কাটে রহমান সাহেবের।
ক. লেখক বাসা পেয়েছিলেন কোন গ্রামে।
খ. আবদুর রহমান লেখককে পানশির যাওয়ার কথা কেন বলেন? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের রসিক ব্যক্তিটি প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কোন চরিত্রের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
ঘ, “উদ্দীপকটি প্রবাস বন্ধু’ প্রমণকাহিনির ভাবার্থের দর্পণ”- মন্তব্যটি যাচাই কর।
৫। ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দেয় অনেক গুণ। পুস্তকলব্ধ জ্ঞানের অভিজ্ঞতাকে মানুষ যখন তার ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে মেলায় তখন তা পরিপূর্ণ হয়ে ওঠে। ভ্রমণবিলাসী মানুষ প্রচুর জ্ঞানের অধিকারী হন। ভ্রমণের নেশায় তারা ছুটে চলেন দেশ থেকে দেশান্তরে। ভ্রমণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সৃষ্টি করেন গল্প, আঁকেন সুন্দর সুন্দর ছবি।
ক. লেখকের বাবুর্চির নাম কী ছিল?
খ. “বাগেবালার বরফি আঙুর- তামাম আফগানিস্থানে মশহুর”- আবদুর রহমান কথাটি কেন বলে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ভ্রমণের গুরুত্বের সঙ্গে ‘প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির সাদৃশ্য চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকটিতে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মূলভাব ভিন্নভাবে প্রকাশিত হয়েছে- মন্তব্যটির ক্ষেত্রে তােমার মতামত উপস্থাপন কর।
৬। রাজীবের দাদুর বাড়ির গ্রামটা অনেক সুন্দর। সে বিভিন্ন ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দাদুর বাড়ি বেড়াতে যায়। গ্রামটিতে যতবার যায়, রাজীবের চোখ জুড়ায়। সে কখনই দাদুর বাড়ি থেকে আসতে চায় না। দাদুর কাজের লােক করিমের সঙ্গে ওর খুব বন্ধুত্ব। করিমের হাত ধরে সে পুরাে গ্রামে ঘুরে বেড়ায়।
ক. প্রবাস বন্ধু’ সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থের অংশ?
খ. আবদুর রহমান কেন ফ্যালফ্যাল করে লেখকের দিকে তাকাল? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মিল কোথায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিকে প্রতীকায়িত করে”- তােমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
৭। ক্রিস্টিন বাংলাদেশে প্রথমবার এসেছে। সে এখানে একটি বাংলােতে উঠেছে। সেখানকার মালি, বাবুর্চি ও অন্যান্য কাজের লােকের সঙ্গে তার খুব ভালাে বন্ধুত্ব হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যেই। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তাকে খুব মুগ্ধ করে। এখানকার খাবার, পােশাক সবকিছুই তার অনেক বেশি ভলাে লাগে। কিন্তু ছুটি শেষ হয়ে যাওয়ায় খুব তাড়াতাড়ি ক্রিস্টিনকে এদেশ ছেড়ে চলে যেতে হয়। কিন্তু যাবার সময় ও সবার ছবি তুলে নিয়ে যায় এবং সবাইকে উপহার কিনে দেয়।
ক. ‘চাচা কাহিনী’ কার লেখা?
খ. সে যে-মােট বইতে পারে না, সে-মােট কাবুলে বইতে যাবে কে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির অমিল চিহ্নিত কর।
ঘ. “উদ্দীপকটি প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির পুরােপুরি প্রতিনিধিত্ব করে না” তােমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
৮। রাঁচির বাজারে দেরামতুল্লা কোম্পানির বড় কারবার আছে। তারা আমাদের আত্মীয়। বাধ্য হয়ে শেষে আমাদের তাদেরই শরণাগত হতে হলাে। ফার্মের ম্যানেজার মুনশি ইয়ার আলি দুই ঘণ্টা আমাদের সঙ্গে সমস্ত শহরটি তন্নতন্ন করে ঘুরলেন। একটা ঘর কোথাও পাওয়া গেল না। নিরাশ মনে আমরা রেলওয়ে স্টেশনে রাত্রিযাপনের সংকল্প করছি, এমন সময় সৎনারায়ণ তেওয়ারি নামক একজন ভদ্রলােক আমাদের নিকট উপস্থিত হলেন। আমাদের দুরবস্থার কথা শুনে আগ্রহের সহিত তিনি বললেন, তার একটি বাড়ি খালি আছে, আমরা সেখানে যদি ২/৪ দিন কাটাই তাহলে নিজেকে তিনি বিশেষ অনুগৃহীত বলে মনে করবেন। তবে তিনি ভাড়া নেবেন না।
ক. রহমান মেসের চার্জে কোথায় ছিল?
খ. “আপনার সব কাজ করে দেবে- জুতাে বুরুশ থেকে খুনখারাবি”- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির অমিলগুলাে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির আংশিক প্রতিফলন- বিশ্লেষণ কর।
৯। আমরা সব বন্ধু মিলে একবার রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি ছােট ছােট কটেজে উঠেছিলাম। খাবারের ব্যবস্থা ওখানেই হয়েছিল। কটেজের মালিক একটি ছেলেকে দেখিয়ে বললেন, ও তােমাদের রাঙামাটি ঘুরিয়ে দেখালে এবং তােমাদের খাওয়ার ব্যবস্থাও করবে। সে সবকিছুতেই অত্যন্ত অভিজ্ঞ পরদিন থেকে আমরা ঘুরতে বের হলাম। উপজাতিদের বাড়িঘর, পাহাড়, তাদের পরিবেশ পােশাক, জিনিসপত্র সবকিছুই আমাদের খুব মুগ্ধ করল ।
ক. হরফন-মৌলা কী?
খ. “আবদুর রহমানের গর্দান তাে রয়েছে”- এ কথা কেন বলা হয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রবাস বন্দু ভ্রমণকাহিনির সাদৃশ্য চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির চিত্র ফুটে উঠেছে। মূল্যায়ন কর।
১০। চাকরিসূত্রে জাহিদ চট্টগ্রাম বদলি হয়ে আসে। সে কাজের লােক, থাকার জায়গা সবকিছুই মনের মতাে পেল। প্রথম প্রথম চট্টগ্রামের সবকিছু তার ভালাে লাগলেও পরের দিকে তার খুব একা অনুভব হতে লাগল। তাই সে আবার বদলি নিয়ে অন্য কোনাে জায়গায় যাওয়ার চেষ্টা করতে লাগল।
ক. বপু’ শব্দের অর্থ কী?
খ. “তােমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির বৈসাদৃশ্য চিহ্নিত কর।
ঘ, “উদ্দীপকটি প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির সম্পূর্ণ চিত্র নয়”- মূল্যায়ন কর।
১১। গ্যাব্রোভােবাসীরা অপরকে হাসায় এবং নিজেরাও হাসে। তারা নিজেদের সম্মানের ক্ষতি করেও অন্যের হাস্য-পরিহাসের বস্তুতে পরিণত হতে ভালােবাসে। তাদের চরিত্রের এই বিশেষত্ব তাদেরকে সত্যিই মজার মানুষ করে তুলেছে। তারা যখন মাছ খায় মাছের কাঁটাগুলাে জমা করে রাখে- যাতে ভবিষ্যতে এগুলােকে দাঁতের খিলাল হিসেবে ব্যবহার করা যায়। ঘড়ির চাকা তাড়াতাড়ি যাতে না ক্ষয়ে যায় এইজন্য রাতের বেলায় তারা ঘড়ি বন্ধ করে রাখে। তারা দেশলাইয়ের একটি কাঠিকে চিরে দুভাগে করে নিয়ে সিগারেট জ্বালায়, যেন এক কাঠিতে দুবার আগুন জ্বালানাে যায়।
ক. লেখক কোন গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন?
খ. লেখক আবদুর রহমানকে নরদানব বলেছেন কেন? বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির বৈসাদৃশ্য নির্ণয় কর।
ঘ. উদ্দীপকটি প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির ভিন্ন রূপ। মূল্যায়ন কর।