প্রবাস বন্ধু গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ

১. ‘তম্বী’ শব্দের অর্থ কী?

ক। বড় দেই

খ। ক্ষীণ দেহ

গ। তিরস্কার

ঘ। পুনরায়

২. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?

ক। আচরণের জন্য

খ। শারীরিক গঠনের জন্য

গ। বেশি রান্নার জন্য

ঘ। বেশি খাওয়ার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বাবাকে বলে, এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে?”

৩. উদ্দীপকের জেরিনের সাথে গল্পের লেখকের চাওয়া একসূত্রে বাধা নয়, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন-

ক। অবকাশ যাপনের জন্য 

খ। বিনােদনের জন্য

গ। জীবন বাঁচাতে

ঘ। সৌন্দর্য উপভােগের জন্য

৪. উদ্দীপকের জাফলং-এর সাথে প্রবাস বন্ধু’ গল্পের পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়

i.প্রাকৃতিক সৌন্দর্যে

ii.ঋতু বৈচিত্র্যে

iii. জীবন যাত্রায়

নিচের কোনটি সঠিক?

ক। i ও ii 

খ। ii ও iii 

গ। i ও iii 

ঘ। i, ii ও iii

৫. শীতকালে পানশিরে এক এক বার দম ফেলাতে কী পরিমাণ বেমারি বেরিয়ে যাবে? 

ক। এগারােটি 

খ। বিশটি

গ। ষাটটি

ঘ। একশটি

৬. খাজামােল্লা গ্রাম থেকে কাবুলের দূরত্ব কত?

ক। আধা মাইল 

খ। দেড় মাইল 

গ। আড়াই মাইল 

ঘ।  সাড়ে তিন মাইল

৭. আব্দুর রহমানের কী দেখে লেখক তাকে আমীর আব্দুর রহমানের সাথে তুলনা করেছেন?

ক। প্রশস্ত কাঁধ

খ। এবভাে-থেবড়াে চোয়াল

গ। লম্বা পা

ঘ। ছয় ফুট চার ইঞ্চি উচ্চতা

৮. আবদুর রহমানের কোন অঙ্গ ডিঙ্গি নৌকার মতাে?

ক। আঙুল

খ। পা

গ। কাঁধ

ঘ। হাত

৯. শীতকালটা লেখক কোথায় কাটাতে চান?

ক। কাবুল 

খ। কান্দাহার 

গ। পানশিরেই 

ঘ। করাচি

১০. সৈয়দ মুজতবা আলী কত সালে বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?

ক। ১৯৬১ 

খ। ১৯৬২ 

গ।  ১৯৬৩

ঘ। ১৯৬৪

১১. ‘প্রবাস বন্ধু’ গল্পের লেখক কোনটি পছন্দ করেন না?

ক। তরকারি

খ। ঝাল।

গ। মিষ্টি

ঘ। চা

১২. বারকোশ কী?

ক। বড় বাটি

খ। কাঠের তৈরি বড় থালা

গ। বড় হাঁড়ি

ঘ। মাটির তৈরি বড় জালা

১৩. মসিঁয়ে জিরার কী হাঁকিয়ে বাড়ি ফিরছিলেন। 

ক। টমটম

খ। মোটর

গ। টাঙা

ঘ। রথ

১৪. তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলব- উক্তিটিতে প্রকাশ  পেয়েছে

ক। গর্ব 

খ। আত্মবিশ্বাস 

গ। বংশমর্যাদা

ঘ। অহংকার

১৫. আবদুর রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিল? 

ক। লব-ই-দরিয়া

খ।  পাহাড়ের বরফ

গ। উঁচু পাহাড়

ঘ।  কাবুলের প্রকৃতি

১৬. প্রবাস বন্ধু’ রচনায় নিচের কোন কথায় বিদায়ের সৌজন্য প্রকাশ পায়?

ক। হরফন-মৌলা

খ। ও রভােয়া

গ। লব-ই-দরিয়া

ঘ। চে তৌর বর্ফ ববারদ

১৭. সৈয়দ মুজতবা আলীর রচনা বৈশিষ্ট্য কোনটি? 

ক। গীতিময়তা

খ। গাম্ভীর্যপূর্ণ

গ। রসগ্রাহী

ঘ। সরল

১৮. লব-ই দরিয়া- কিসের নাম?

ক। সমুদ্রের 

খ। ঝরনার 

গ। পাহাড়ের

ঘ। নদীর

১৯. ‘বাগেবালার বরফি আঙুর-তামাম আফগানিস্তানে মশহুর’- বলতে কী বােঝানাে হয়েছে?

ক। রসালাে আঙুর

খ। অত্যন্ত টক আঙুর

গ। বরফযুক্ত সুস্বাদু আঙুর 

ঘ। আকারে লম্বা আঙুর

২০. কয় হাত উঁচু বরফের তলায় মানুষকে দুদিন পরও জ্যান্ত পাওয়া যায়? 

ক। ১হাত 

খ। ২ হাত 

গ। ৬ হাত 

ঘ। ৪ হাত

 

উত্তর

 

১.গ

২. খ

৩. গ

৪. গ

৫. ঘ

৬. গ

৭. ক

৮. খ

৯. গ

১০. ক

১১. গ

১২. খ

১৩. গ

১৪. খ

১৫. খ

১৬. খ

১৭. গ

১৮. ঘ

১৯. গ

২০. গ

Leave a Comment