মনে কর, তুমি ইশতিয়াক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি কর।
বিশ্ব পরিবেশ দিবস
১৫ জুন, ২০২১
প্রধান শিক্ষক,
মির্জাপুর উচ্চ বিদ্যালয়।
বিষয় : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে প্রতিবেদন।
জনাব,
সম্প্রতি মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ সম্পর্কে যে প্রতিবেদন চাওয়া হয়েছে (আদেশ নং ম-সক ই/৩০(৪)২০২১ তা নিম্নে পেশ করা হলােঃ
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘ ঘােষিত এ দিবসটি আন্তর্জাতিকভাবে সমগ্র বিশ্বে প্রতিবছর পালিত হয়ে আসছে। আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করে থাকে। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উপলব্দি করে প্রতিবছরের মতাে এবারও যথাযথভাবে পালনের লক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে উল্লেখযােগ্য হলাে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
আমরা জানি যে, পরিবেশ মানবজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ মানুষের জীবনের বিকাশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ভালাে পরিবেশ ভালাে মানুষ তৈরি করে। খারাপ পরিবেশ খারাপ মানুষ তৈরি করে। পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য প্রথম ও প্রধান পূর্বশর্ত হচ্ছে নির্মল ও প্রশান্ত পরিবেশ। কিন্তু নানাবিধ কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বেঁচে থাকার জন্য যে সুস্থতার প্রয়ােজন পরিবেশ ক্রমেই তা হারিয়ে ফেলেছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবারই সচেতন হওয়া প্রয়ােজন। এ দিকটির প্রতি লক্ষ রেখেই এবার ‘বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযানের আয়ােজন করা হয়েছে। যাতে ছাত্র-ছাত্রীরা তাদের পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সচেষ্ট ও সক্ষম হয়।
বিষয়টি গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ঝাপিয়ে পড়ে এবং শপথ করে নিজেদের বাড়িঘরসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার। সার্বিক বিবেচনায় এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খলভাবেই এবারের বিশ্ব পরিবেশ দিবসে আয়ােজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাফল্যজনকভাবে সুসম্পন্ন হয়েছে।
ইশতিয়াক আহমেদ
প্রতিবেদক
দশম শ্রেণি, রােল নং১