অষ্টম শ্রেণীঃ প্যাটার্ন এর সৃজনশীল প্রশ্ন PDF

আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অষ্টম শ্রেণির গণিতের ১ম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও উত্তর। 

এছাড়াও থাকছে অষ্টম শ্রেণির গণিতের ১ম অধ্যায়ের সকল অংকের সমাধান।              

 

প্যাটার্ন অধ্যায়ের বিস্তারিতঃ  

আমাদের চারপাশের পরিবেশে, প্রকৃতিতে, বিভিন্ন ধরনের নকশায় এমনকি মহাকাশেও বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া যায় । যেমন— প্রকৃতির ক্ষেত্রে আমাদের দেশে ৬টি ঋতু, নির্দিষ্ট সময় পর পর গ্রীষ্ম, বর্ষা ও অন্যান্য ঋতুগুলাে ফিরে আসে। জগতে বিভিন্ন ধরনের প্যাটার্ন বিদ্যমান, এর মধ্যে সংখ্যাগত ও জ্যামিতিক প্যাটার্ন গণিতে বিশেষভাবে আলােচনা করা হয়। উপরের চিত্রটির নকশায়ও আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের পার্শ্বদৃশ্যের ছবি।

 

প্যাটার্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নঃ     

১. প্যাটার্ন কী তার ব্যাখ্যা

২. রৈখিক প্যাটার্ন লেখা ও বর্ণনা

৩. বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লেখা ও বর্ণনা

৪. আরােপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লেখা ও বর্ণনা

৫. রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ

৬. রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা নির্ণয় ।



 

প্যাটার্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও উত্তর সমাধানঃ   







Leave a Comment