১. আধুনিক শিক্ষার কর্মনাশা সােতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কী?
ক। উপকথা
খ। প্রবাদ
গ। ছড়া
ঘ। পল্লিগান
২. ‘কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই?’- মুহম্মদ শহীদুল্লাহর এ হতাশা দূর হতে পারে কীভাবে?
ক। স্বেচ্ছাসেবক দল গঠন করে।
খ। সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ। ফোকলাের সােসাইটি স্থাপন করে
ঘ। জনসাধারণকে সচেতন করে,
উদ্দীপকটি পড়ে ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
যােল চাষে মুলা
তার অর্ধেক তুলা
তার অর্ধেক ধান
বিনা চাষে পান ।
৩. উদ্দীপকটির ধরন হলােঃ
ক। প্রবাদ প্রবচন।
খ। খনার বচন
গ। ডাকের কথা
ঘ। লােকগাথা
৪. প্রবাদ বাক্যে কী থাকে?
ক। যুগের দর্শনের পরিপক্ক ফল
খ। ইতিহাসের অসত্য
গ। যুগের ভূয়ােদর্শনের পরিপক্বফল
ঘ। লোকশ্রুতি
৫. পল্লিসাহিত্য রচনার মূল লক্ষ্য কী?
ক। লােক সংস্কৃতির সংরক্ষণ ও প্রসার
খ। লােক সংস্কৃতির পরিচয় তুলে ধরা
গ। পল্পির বৈচিত্র্য বিশেষভাবে তুলে ধরা
ঘ। পল্লি ও শহুরে সাহিত্যে পার্থক্য নির্ণয়
৬. নিচের কোনটি অভিভাষণ?
ক। বই পড়া
খ। শিক্ষা ও মনুষ্যত্ব
গ। সাহিত্যের রূপ ও রীতি
ঘ। পল্পি-সাহিত্য
৭. আলাউদ্দিনের ‘আশ্চর্য প্রদীপ’ গল্পটির ঘটনাস্থল কোথায়?
ক। কম্বােডিয়া
খ। আরব দেশ
গ। ভারত
ঘ। চীন
৮. ‘মৈমনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?
ক। উইলিয়াম থমস
খ। ড. দীনেশচন্দ্র সেন
গ। ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ। রােমা রােলা
৯. ‘বেহুলা’ কার রচিত মৌলিক গ্রন্থ?
ক। দক্ষিণারঞ্জন মিত্র
খ। রোমাঁ রােলাঁ
গ। মনসুর বয়াতি
ঘ। দীনেশচন্দ্র সেন
১০. নৃতত্ত্বের মূল্যবান উপকরণ হিসেবে গৃহীত কোনটি?
অথবা, পল্লিসাহিত্যের কোন উপকরণের নৃতাত্ত্বিক মূল্য রয়েছে?
ক। উপকথা
খ। খনার বচন
গ। লোকসংগীত
ঘ। প্রবচন
প্রশ্নোত্তরসমূহ অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমনের নিশ্চয়তা
১১. “দিনের মেঘে ধান
রাতের মেঘে বান।”
উদ্ধৃতাংশের সাথে ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের কোনটির সাদৃশ্য রয়েছে?
ক। প্রবাদ বাক্য
খ। ডাক
গ। ছড়া সাহিত্য
ঘ। খনার বচন
১২. কার গােয়ালে, কে দেয় ধুয়াে’- এটি আসলে কী?
ক। প্রবাদবাক্য
খ। প্রবচন
গ। খনার বচন
ঘ। বাগধারা
১৩. রাের্মঁ রােলাঁ কোন দেশের নাগরিক?
ক। জার্মানির
খ। ইতালির
গ। ফ্রান্সের
ঘ। হংকংয়ের
১৪. প্রকৃতি দেশের আলাে, বাতাসের মতাে সকলেরই সাধারণ সম্পত্তি।’- সকলেরই সাধারণ সম্পত্তিগুলাে কী কী?
ক। রূপকথা
খ। ইতিহাস
গ। ধর্মগাথা
ঘ। নাগরিক সাহিত্য
১৫. রোর্মঁ রােলাঁ কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক। ৩০ শে সেপ্টেম্বর
খ। ৩০ শে আগস্ট
গ। ৩০ শে ডিসেম্বর
ঘ। ৩০ শে জুন
১৬. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন”– প্রবাদটির মূলভাবের প্রতিফলন আছে কোন চরণে?
ক। সংসার সমরাঙ্গনে, যুদ্ধ কর দৃঢ়পণে
খ। কর যুদ বীর্যবান, যার যাবে যাক প্রাণ
গ। সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা
ঘ। করাে না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন
১৭. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক কোন বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন?
ক। পল্লিসাহিত্য উপকরণ সংরক্ষণ
খ। আঞ্চলিক সংস্কৃতি
গ। আঞ্চলিক ভাষা
ঘ। ভাষার প্রয়ােগের নিয়ম
১৮. খনার বচন কোন শতকে রচিত?
ক। অষ্টম থেকে দশম
খ। অষ্টম থেকে দ্বাদশ
গ। দশম থেকে একাদশ
ঘ। দশম থেকে ত্রয়ােদশ
১৯. ‘মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন?
ক। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ। রোমাঁ রোলাঁ
গ। প্রমথ চৌধুরী
ঘ। ডক্টর দীনেশচন্দ্র সেন
২০. পল্লীর উপকথায় কী রয়েছে?
ক। সাংস্কৃতিক আবেদন
খ। ধর্মীয় আবেদন
গ। সামাজিক আবেদন।
ঘ। শৈল্পিক আবেদন
উত্তর
১. ক
২. ঘ
৩. খ
৪. গ
৫. ক
৬. ঘ
৭. ঘ
৮. ঘ
৯. ঘ
১০. ক
১১. ঘ
১২. ক
১৩. গ
১৪. ক
১৫. গ
১৬. খ
১৭. ক
১৮. খ
১৯. ঘ
২০. গ