পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ছাত্রজীবনে জসীমউদ্দীনের কোন কবিতাটি বাংলা সংকলনে ঠাই পেয়েছিল?

ক। কবর।

খ। পল্লিজননী

গ।পল্লিবর্ষা

ঘ। নিমন্ত্রণ

২. মায়ের ভাষায় মােসলমানের কোনটি দেখতে নাই?

ক। বায়োস্কোপ

খ। যাত্রা

গ। আড়ঙ

ঘ। খেলা

৩. ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বােঝানাে হয়েছে?

ক। মৃদু শাসন 

খ। সােহাগ

গ। সান্ত্বনা

ঘ। দোয়া

৪. আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল” এটা কী?

ক। উপমা 

খ। চিত্রকল্প।

গ। দৃষ্টান্ত 

ঘ। অনুষঙ্গ 

৫. অকল্যাণের সুরে কে ডাকে?

ক। বাদুড়

খ। জোনাকি

গ। কাক

ঘ। হুতুম

৬. রুগণ ছেলের সামনে ঋী সাজিয়ে রাখতে বলা হয়েছে?

ক। লাটাই

খ। পাটালি

গ। ঢ্যাপের মোয়া

ঘ। ফুলঝুরি সিকা

৭. বিস্তর জোনাকি কোথায়?

ক। বাগানে

খ। পচা ডোবায়।

গ। সুপারি বনে

ঘ। গ্রামীণ পথে

৮. ‘পল্লিজননী’ রুগণ ছেলের গালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক। কমলার

খ। ফুসফুসের

গ। পণ্ডুির

ঘ। রঞ্জকের 

৯. রুগণ ছেলে কার পায়ে পড়ে?

ক। বাবার 

খ। বড় বােনের 

গ। মায়ের

ঘ। ভাইয়ের

১০. পল্লিজননী’ কবিতায় দুঃসময় বােঝাতে ব্যবহৃত হয়েছে

i.কাল রাত

ii.রাত থমথম।

ii.কুয়াশী

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii

গ। i,ii

ঘ। i,ii,iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :

‘চোখের জলে বুক ভাসিয়া উর্ধ্বে তুলে হাত,

ছেলের জন্য দুখিনী মা করেন মােনাজাত।

১১. উদ্দীপকে প্রকাশ পেয়েছে পল্লিজননীর

ক। অনুযােগ 

খ। অসহায়ত্ব

গ।বিনয়

ঘ। আকুতি

১২. যে চরণ বা চরণগুলােতে উল্লিখিত ভাবের অভিব্যক্তি আছে।

i.পাণ্ডুর গালে চুমাে খায় মাতা/সারা গায়ে দেয় হাত

ii.ভালাে করে দাও আল্লাহ রাসুল ভালাে করে দাও পীর।

iii.পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাথ

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii

গ। iii

ঘ। i, ii ও iii

১৩. জসীমউদ্দীন বাংলা সাহিত্যে কোন কবি হিসেবে খ্যাত?

ক। মরমি কবি

খ। প্রকৃতির কবি

গ। নাগরিক কবি

ঘ। পল্লিকবি

১৪. কোনটি জসীমউদ্দীনের ভ্রমণকাহিনি?

ক। চলে মুসাফির

খ। দেশে বিদেশে

গ। সফরনামা

ঘ। মহাপ্রাচীরের দেশ

১৫. পল্লিজননী’ কবিতায় রাতে কী ফেললে শােনা যায়?

ক। হাত ধােয়া পানি

খ। ভাঙা আয়না

গ। নিশ্বাস

ঘ। হাঁটি

১৬. দীপটির অবস্থা কেমন?

ক। উজ্জ্বল

খ। নিষ্প্রভ।

গ। নিবু নিবু 

ঘ। স্বাভাবিক

১৭, ‘পল্লিজননী’ কবিতায় ভন ভন ভন কী?

ক। লাটিম ঘােরার শব্দ

খ। মাথা ঘােরার অনুভূতি

গ। ব্যাট থেকে বল ছােটার শব্দ

ঘ। বুনাে মশকের গান।

১৮. কে ছেলের আয়ু গুনছেন?

ক। কবিরাজ 

খ। মা

গ। রহিম চাচা 

ঘ। মুয়াজ্জিন

১৯. বাছা’ শব্দটির আক্ষরিক অর্থ কোনটি?

ক। জাদু

খ। সােনা

গ। মানিক

ঘ। বৎস

২০. ‘পঙ্কিজননী’ কবিতায় পাণ্ডুর গালে কে চুমু খায়?

ক। করিম

খ। আজিজ

গ। বাবা

ঘ। মা

২১. দরগা’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?

ক। আরবি 

খ। ফারসি

গ। উর্দু

ঘ। হিন্দি

২২. ‘পল্লিজননী’ কবিতায় নয়নের নীরে কার মুখ ভাসে?

ক। রুগণ ছেলের

খ। পল্লিজননীর

গ। মসজিদের ইমামের

ঘ। দরগার খাদেমের

২২. ‘কুয়াশা কাফন’ শব্দটি পল্লিজননী’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক। দীন অর্থে

খ। রুগ্‌ণ সন্তান অর্থে

গ। কুয়াশা ঘেরা রাত অর্থে

ঘ। পুত্র হারানাে শঙ্কার প্রতীক অর্থে

২৪. ‘পল্লিজননী’ কবিতায় কার পরান শিউরে ওঠে?

ক। আজিজের 

খ। করিমের

গ। রুগুণ ছেলের 

ঘ। মায়ের

২৫. রুণ ছেলের খেলার সঙ্গী কে?

ক। আজিজ

খ। করিম

গ। রহিম

ঘ। নাফিস

 

উত্তর

 

১. ক

২. গ

৩. খ

৪. খ

৫. ঘ

৬. ঘ

৭. ক

৮. গ

৯. গ

১০. ক 

১১. ঘ

১২. খ

১৩. ঘ

১৪. ক

১৫. গ

১৬. গ

১৭. ঘ

১৮. খ

১৯. ঘ

২০. ঘ

২১. খ

২২. খ

২৩. ঘ

২৪. ঘ

২৫. খ

Leave a Comment