তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. দানবের মতাে চিকার করতে করতে কী এসেছিল?

ক। পাকিস্তানি সেনা

খ। ট্যাঙ্ক

গ। মাঝি

ঘ। রাইফেল

২. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা

ছাত্রাবাস বস্তি উজাড় হলাে’- ছাত্রাবাস বস্তি উজাড় হলাে’- এ উক্তিতে কিসের চিত্র আছে?

ক। স্বাধীনতার সুর

খ। ধ্বংসের চিত্র

গ। গণ-আন্দোলনের রূপ 

ঘ। মুক্তিযুদ্ধের পটভূমি

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪-সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

চিনতে নাকি সােনার ছেলে

ক্ষুদিরামকে চিনতে?

রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে

মুকত বাতাস কিনতে।

৩. উদ্দীপকের ক্ষুদিরাম “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে

i.মুক্তিযােদ্ধাদের

ii.আপামর জনসাধারণের

iii.আত্মত্যাগী মানুষদের

নিচের কোনটি সঠিক?

ক। i ও ii 

খ। i ও iii

গ। ii, iii

ঘ। i, ii ও iii

৪. এরূপ প্রতিনিধিত্বের কারণ কী?

ক। ঐক্যচেতনা

খ। বাজাত্যবােধ

গ। দেশপ্রেম

ঘ। সাহসিকতা 

৫. “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় কার চোখের নিচে  অপরাহের দুর্বল আলাের ঝিলিক?

ক। অনাথ কিশােরীর

খ। থুথুড়ে বুড়াের

গ। মােগ্লাবাড়ির বিধবার

ঘ। সানাি বিবির

৬. গাজী গাজী বলে কে নৌকা চালাত?

ক। কেষ্ট দাস 

খ। সগীর আলী 

গ। মতলব মিয়া 

ঘ। রুস্তম শেখ

৭. “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার ফুসফুস এখন পােকার দখলে বলা হয়েছে?

ক। সগীর আলীর

খ। মতলব মিয়ার ।

গ। রুস্তম শেখের

ঘ। কেষ্ট দাসের

৮. রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কে?

ক। জোয়ান কৃষক 

খ। সাহসী লােক 

গ। তেজি তরুণ

ঘ। দক্ষ মাঝি 

৯. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার ‘পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী  নারী এখনাে রয়েছে হাত বাড়িয়ে চরণের মধ্যবয়সী নারীর সাথে  “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার প্রতিনিধি চরিত্র  কোনটি?

ক। মােল্লাবাড়ির বউ

খ। অনাথ কিশােরী

গ। হরিদাসী

ঘ। সাকিনা বিবি

১০. শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কী?

ক। কেষ্ট দাস 

খ। সৰ্গীর আলী 

গ। মতলব মিয়া 

ঘ। রুস্তম শেখ

১১. দানবের মতাে চিৎকার করতে করতে কী এসেছিল?

ক। রাইফেল 

খ। মেশিনগান 

গ। ট্যাঙ্ক

ঘ। গ্রেনেড

১২. সিঁথির সিঁদুর মুছে গেল কার?

অথবা, স্বাধীনতার জন্য কার সিঁথির সিঁদুর মুছে গেল?

ক। সাকিনা বিবির

খ। মােগ্লাবাড়ির বিধবার

গ। হরিদাসীর

ঘ।  সুমিতা রাণীর

১৩. “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কুকুরের আর্তনাদ যারা কী বােঝানাে হয়েছে?

ক। সতর্ক সংকেত

খ। প্রাকৃতিক প্রতিবাদ

গ। নবীন রন্তে প্রাণস্পন্দন 

ঘ। হানাদারদের প্রতি ঘৃণা

১৪. স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?

অথবা, তােমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা কবিতায় কার কপাল ভাঙল-

ক। সাকিনা বিবির

খ। সগীর আলীর

গ। মতলব মিয়ার

ঘ। অনাথ কিশােরীর

১৫. এখন মার চোখে শিশির-ডাের

মেহের রােদে ডিটে ভরেছে।

-উদ্ধৃতাংশের মনােভাবের সাথে ভাবগত মিল রয়েছে কোন কবিতার?

ক। সাহসী জননী বাংলা

খ। আমি কোনাে আগন্তুক নই

গ। তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

ঘ। স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে

১৬. ‘তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?

ক। রুস্তম শেখ 

খ। কেষ্ট দাস 

গ। সগীর আলী 

ঘ। মতলব মিয়া

১৭. শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক- কিসের প্রতীক।

ক। বীরত্বের

খ। শৌর্যের

গ। বাহাদুরির 

ঘ। দানবের

১৮. “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় খই ফোটাল’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?

ক। বিকট আওয়াজ

খ। বীভৎস অবস্থা।

গ। প্রচণ্ড গুলিবর্ষণ

ঘ। প্রবল আক্রমণ

১৯. “অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।”- এ চরণে প্রকাশ পেয়েছে

i.বর্বরতা

ii.নৃশংসতা

iii.বিশ্বাসঘাতকতা

নিচের কোনটি সঠিক?

ক। iও ii 

খ। i ও iii 

গ। ii ও iii

ঘ। i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২০নং প্রশ্নের উত্তর দাও :

মাতৃভূমি, আমার দেশ

তােমার জন্য যুদ্ধে যাই

সারা গায়ে জড়াই রঙিন বেশ।

২০. উদ্দীপকের কথক ‘তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় কার প্রতিনিধিত্ব করে?

ক। রুস্তম শেখ

খ। মােল্লা বাড়ির বিধবা

গ। মতলব মিয়া

ঘ। সাকিনা বিবি

 

উত্তর

 

১. খ

২. খ

৩. ঘ

৪. গ

৫. খ

৬. গ

৭. গ

৮. গ

৯. খ

১০. খ

১১. গ

১২. গ

১৩. খ

১৪. ক

১৫. গ

১৬. ঘ

১৭. ঘ

১৮. গ

১৯. ক

২০. ক     

Leave a Comment