নবম দশম শ্রেণির জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের উপর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ক্যারিওকাইনেসিস কাকে বলে?

উত্তর : কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।

প্রশ্ন ২। কোষ বিভাজন কী?

উত্তর : যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে ।

প্রশ্ন ৩। ইন্টারফেজ কী?

উত্তর : কোষ বিবাজনের শুরুতে একটি কোষের পরপর দু’বার বিভাজনের মধ্যবর্তী যে দশায় নিউক্লিয়াস প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে তাই ইন্টারফেজ।

প্রশ্ন ৪। মাইক্রোভিল্লি কি?

উত্তর : কোষ ঝিল্লির ভাজই হলাে মাইক্রোভিল্লি।

প্রশ্ন ৫। গ্যামেট কী?

উত্তর : এক প্রস্থ ক্রোমােজোম বিশিষ্ট জনন কোষই হলাে গ্যামেট।

প্রশ্ন ৬। কী উদ্দেশ্যে কোষ বিভাজন হয়?

উত্তর : জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজন হয়।

প্রশ্ন ৭। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমােজোমগুলাে সর্বাধিক মােটা ও খাটো হয়?

উত্তর : মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে ক্রোমােজোমগুলাে সর্বাধিক মােটা ও খাটো হয় ।

প্রশ্ন ৮। অ্যারেনকাইমা কী? 

উত্তর : জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাই হলাে অ্যারেনকাইমা ।

প্রশ্ন ৯। যােজক কলা কী?

উত্তর : যে সকল টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবং কোষের সংখ্যা কম তাই যােজক কলা।

প্রশ্ন ১০। এককোষী জীব কাকে বলে?

উত্তর : যেসব জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে এককোষী জীব বলে।

প্রশ্ন ১১। বহুকোষী জীব কী?

উত্তর : যেসব জীব একাধিক কোষ দিয়ে গঠিত তারাই বহুকোষী জীব

প্রশ্ন ১২। ইকুয়েটর কী?

উত্তর : স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানই হলাে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল।

প্রশ্ন ১৩। টেলােসেন্ট্রিক ক্রোমােজোমের আকৃতি কেমন?

উত্তর : ইংরেজি ‘I’ অক্ষরের মতাে ।

প্রশ্ন ১৪। মিয়ােসিস অর্থ কী?

উত্তর : মিয়ােসিস অর্থ হ্রাস করা ।

প্রশ্ন ১৫। মাইটোসিসের শেষ ধাপের নাম কী?

উত্তর : মাইটোসিসের শেষ ধাপের নাম টেলােফেজ।

প্রশ্ন ১৬। কোন ধরনের জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়?

উত্তর : ব্যাকটেরিয়া, ঈস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়।

প্রশ্ন ১৭। কোন বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়?

উত্তর : মিয়ােসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়।

প্রশ্ন ১৮। মিয়ােসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমােজোমের কয়বার বিভাজন ঘটে?

উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমােজোমের একবার বিভাজন ঘটে।

 

অনুধাবন মূলক

  

প্রশ্ন ১। মিয়ােসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর : মিয়ােসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমােজোম একবার বিভক্ত হয়। ফলে অপত্য কোষের ক্রোমােজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমােজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিয়ােসিস বিভাজনে ক্রোমােজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে মিয়ােসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।

প্রশ্ন ২। ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।

উত্তর : মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কোনাে কারণে এ নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কোষ বিভাজন বিরামহীনভাবে চলতে থাকে। ফলে টিউমার তৈরি হয় যা পারে ক্যান্সারে রূপ নেয়।

প্রশ্ন ৩। হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝায়?

উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমােসােম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষের ক্রোমােসােম  সংখ্যা মাতৃকোষের ক্রোমােসােম সংখ্যার অর্ধেক হয়ে যায় তাকে হাসমূলক বিভাজন বলে। মূলত মিয়ােসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় ।

প্রশ্ন ৪। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে । কারণ— মাইটোসিস এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যার মাধ্যমে নিয়ন্ত্রণ একটি প্রকৃত কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য। কোষের সৃষ্টি করে যেগুলাের ক্রোমােসােম সংখ্যা গঠন ও গুণাগুণ  মাতৃকোষের মতাে হয়। এ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের ক্রোমােসােম সংখ্যা সৃষ্ট অপত্য কোষের সমান ও  সমগুণসম্পন্ন হয়। এজন্যই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে ।

প্রশ্ন ৫। সকল ট্রাকশন তন্তু স্পিন্ডল তন্তু কিন্তু সকল স্পিন্ডল তন্তু ট্রাকশন তন্তু নয় কেন? 

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের প্রাে-মেটাফেজ ধাপের একেবারে  প্রথম দিকে তন্তুময় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলাে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এ পর্যায়ে ক্রোমােসােমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এ তন্তুগুলােকে ট্রাকশন তন্তু বলা হয়। সকল স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ার বহন করে না। এজন্যই সকল ট্র্যাকশন তন্তুই স্পিন্ডল ডন্তু কিন্তু সকল ট্র্যাকশন তন্তু স্পিন্ডল তন্তু নয় ।

যেমনঃ নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়ার কোষ।

প্রশ্ন ৬। মিয়ােসিস কোষ বিভাজন কোথায় ঘটে?

উত্তর : মিয়ােসিস কোষ বিভাজন প্রধানত জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের স্পিন্ডল পরাগধানী বা ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণিদেহে শুক্রাশয় ওমডিম্বাশয়ের মধ্যে মিয়ােসিস কোষ বিভাজন ঘটে।

প্রশ্ন ৭। মিয়ােসিস বিভাজন ঘটে কেন?

উত্তর : হ্যাপ্লয়েড (n) পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলনের ফলে  সৃষ্ট জাইগােটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথমে ভূণ এবং শেষে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়, যাদের প্রতি কোষে ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমােসােম থাকে। নিষেকের আগেই যদি জননকোষগুলােতে ক্রোমােসােম সংখ্যা অর্ধেক না হয়ে যায় তবে নতুন সৃষ্ট জাইগােটে কোমােসােম সংখ্যা দ্বিগুণ হবে। যেহেতু ক্রোমােসােমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণ জিন বহন করে তাই ক্রোমোেসােম সংখ্যা দ্বিগুণ হলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। মিয়ােসিস প্রক্রিয়ার মাধ্যমে জাইগােট থেকে ভ্রণ সৃষ্টি এবং জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টি উভয় ক্ষেত্রে ক্রোমােসােম সংখ্যা হ্রাস পেয়ে প্রজাতিক বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে।

প্রশ্ন ৯। অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কী বােঝায়?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কোনাে কারণে এ নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কোষ বিভাজন বিরামহীনভাবে চলতে থাকে একে অস্বাভাবিক কোষ বিভাজন বলে ।

প্রশ্ন ১০। ইন্টারফেজ বলতে কী বােঝ?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এ বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিসএবং পরবর্তীতে সাইটোকাইনেসিস বিভাজন ঘটে। বিভাজন শুরুর পূর্বে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে।

প্রশ্ন ১১। অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে সংঘটিত হয়?

উত্তর : অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটির নিউক্লিয় সামগ্রী প্রথমে সরাসরি দুই অংশে বিভক্ত হয়। যার ফলে একটি কোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া ঈষ্ট প্রভৃতি এককোষী প্রােক্যারিওটিক জীবে দেখা যায় । 

প্রশ্ন ১২। মাইটোসিস কোষ বিভাজনের প্রােফেজ ধাপে ক্রোমােজোম খাটো ও মােটা হয় কেন?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের প্রােফেঙ ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় কিন্তু নিউক্লিয়াসে বিদ্যমান ক্রোমােজোমগুলাে থেকে পানি হ্রাসের ফলে ক্রমান্বয়ে সংকুচিত হয়ে খাটো ও মােটা হয়।

প্রশ্ন ১৩। অ্যাস্টার তন্তু বলতে কী বােঝায়?

উত্তর : মাইটোসিস কোষ-বিভাজনের প্রাে-মেটাফেজ ধাপে প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে। এ সময়ে সেন্ট্রিওল দুটির চারিদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার তন্তু বলা হয়।

প্রশ্ন ১৪। মিয়ােসিস কোষ বিভাজনের ফলে ক্রোমােজোমের অবস্থা কী হয়?

উত্তর : মিয়ােসিস এক প্রকার কোষ বিভাজন যার মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভপ্ত হয়ে চারটি কোষে পরিণত হয়। এ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুই বার এবং ক্রোমােজোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমােজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমােজোম সংখ্যার অর্ধেক হয় ।

প্রশ্ন ১৫। কোন পর্যায়ে কোমােজোমগুলাে মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমােজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয়। এবং ক্রোমােজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে।

Leave a Comment