টিস্যু কাকে বলে?
উত্তরঃ একই উৎস হতে সৃষ্ট একগুচ্ছ কোষ সমূহ যারা তাদের জীবনচক্রে একই ধরণের বা রকমের হয় এবং তারা সাধারণত একটি বা একই কাজে নিয়োজিত থাকে, তাদেরকে টিস্যু বলে।
টিস্যুতন্ত কাকে বলে?
উত্তরঃ যেসকল টিস্যু সমষ্টি একত্রে একই ধরণের বা একই রকমের কাজে নিয়োজিত থাকে, সেসসকল টিস্যুসমষ্টিকে একত্রে টিস্যুতন্ত্র বলে।
ভাজক টিস্যু কাকে বলে?
উত্তরঃ উদ্ভিদের দৈহিক বৃদ্ধির জন্য যেসকল টিস্যুসমূহ বারবার ভাগ হতেই থাকে বা বিভাজিত হতেই থাকে তাদেরকে ভাজক টিস্যু বলে।
স্থায়ী টিস্যু কাকে বলে?
উত্তরঃ যেসকল টিস্যুসমূহ দেহের বৃদ্ধিতে অংশগ্রহণ করে না অর্থাৎ যেসকল টিস্যুসমূহ বিভাজনে সক্ষম নয় তাদেরকে স্থায়ী টিস্যু বলে।
প্যারেনকাইমা টিস্যু কাকে বলে?
উত্তরঃ যেসকল স্থায়ী টিস্যু সেলুলোজ দ্বারা গঠিত খুবই পাতলা কোষ প্রাচীর যুক্ত সবুজ কোষ সমন্বয়ে গঠিত, তাদেরকে প্যারেনকাইমা কোষ বলে।
সরল টিস্যু কাকে বলে?
উত্তরঃ যেসকল স্থায়ী টিস্যুর উৎপত্তি, কাজ ও রকম একই ধরণের তাদেরকে সরল টিস্যু বলা হয়।
জটিল টিস্যু কাকে বলে?
উত্তরঃ যেসকল স্থায়ী টিস্যু অনেক রকমের টিস্যু দ্বারা গঠিত কিন্তু তারা সকলেই একই কাজে নিয়োজিত থাকে তাদেরলে জটিল টিস্যু বলা হয়।