১. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক। ১২৬১
খ। ১২৬২
গ। ১২৬৮
ঘ। ১২৭২
২. হবু কে?
ক। রাজা
খ। মন্ত্রী
গ। পণ্ডিত
ঘ। চর্মকার
৩. মলিন ধুলা লাগবে কোথায় চরণ ফেলা মাত্র?
ক। ঘরের মাঝে
খ। ধরণি মাঝে
গ। রাস্তার মাঝে
ঘ। রাজ্যের মাঝে
৪. কার উপর কারও কোনাে দৃষ্টি নেই?
ক। রাজার
খ। জনগণের
গ। মন্ত্রীর
ঘ। সেনাপতির
৫. রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলাে?
ক। হবু
খ। গোবু
গ। বৈজ্ঞানিক
ঘ। পণ্ডিত
৬. কার মুখ চুন হলাে?
ক। গােবুর
খ। হবুর
গ। লােকের।
ঘ। পণ্ডিতের
৭. রান্নাঘরে কী চড়ে না?
ক। রান্না
খ। হাঁড়ি
গ। বাজার
ঘ। রাধুনি
৮. কার চোখের জলে পাকা দাড়ি ভাসে?
ক। রাজার।
খ। মন্ত্রীর
গ। পাত্রদের
ঘ। চামারের
৯. রাজা কীভাবে ভাবলেন?
ক। হেসে হেসে
খ। কেঁদে কেঁদে
গ। দুলি দুলি
ঘ। চলতে চলতে
১০. রাজার কথা শুনে আঁধার দেখে কে?
ক। হবু
খ। গােবু
গ। রবু
ঘ। চামার
১১. কত পিপে নস্যি ফুরিয়ে গেল?
ক। উনিশ
খ। একুশ
গ। বাইশ
ঘ। তেইশ
১২. সবাই মিলে যুক্তি করে কী কিনল?
ক। পানির কল
খ। চামড়া
গ। জুতা
ঘ। ঝাঁটা
১৩. পথের ধুলা কার মুখ-বুক ভরিয়ে দিল?
ক। মন্ত্রীর
খ। রাজার
গ। পণ্ডিতের
ঘ। যন্ত্রীদের
১৪. ধুলার মেঘে কী ঢাকা পড়ে?
ক। রাজদরবার
খ। সূর্য
গ। চন্দ্র
ঘ। বাগান
১৫. ধুলার মাঝে কী ঊহ্য হয়?
ক। রাজা
খ। দরবার
গ। নগর
ঘ। রাজবাড়ী
১৬. পুকুরে-বিলে শুধু কী পড়ে থাকল?
ক। মাছ
খ। পাঁক
গ। শাপলা
ঘ। ব্যাঙ
১৭. নদীর জলে কী চলে না?
ক। নৌকা
খ। মানুষ
গ। মাছ
ঘ। পানকৌড়ি
১৮. কিসে দেশটা উজাড় হলাে?
ক। কলেরায়
খ। বসন্তে
গ। সর্দিজ্বরে
ঘ। পানিতে
১৯. মাথা ঘুরে সকলে চোখে কী দেখল?
ক। ভূত
খ। অন্ধকার
গ। শর্ষে
ঘ। শাপলা
২০. মাটির ভয়ে কী মাটি হবে?
ক। রাজা
খ। রাজ্য
গ। পরিষদ
ঘ। পণ্ডিতরা
২১. চামার খুঁজতে কে এদিক সেদিক ছুটে বেড়ায়?
ক। মন্ত্রী
খ। হবু।
গ। চর
ঘ। পাত্ররা
২২. রাজার চরণ ঢাকলে আর কী ঢাকতে হবে না?
ক। রাজদরবার
খ। ধরণি
গ। রাজবাড়ি
ঘ। গাছপালা
২৩. মন্ত্রী কাকে শূল বিদ্ধ করে রাখতে আদেশ দেয়?
ক। পণ্ডিতকে
খ। যন্ত্রীকে
গ। চামার-কুলপতিকে
ঘ। রানিকে
২৪. চামার কুলপতি কেমন?
ক। তরুণ
খ। যুবক
গ। অসহায়
ঘ। বৃদ্ধ
২৫. ‘মহী’ অর্থ কোনটি?
ক। ধরণি
খ। মহান
গ। বড়
ঘ। নাম
উত্তর
১. গ
২. ক
৩. খ
৪. ক
৫. খ
৬. ঘ
৭. খ
৮. খ
৯. গ
১০. খ
১১. ক
১২. ঘ
১৩. খ
১৪. খ
১৫. গ
১৬. খ
১৭. ক
১৮. গ
১৯. গ
২০. খ
২১. গ
২২. খ
২৩. গ
২৪. ঘ
২৫. ক