কৃষিশিক্ষাঃ জীব প্রযুক্তি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পানি ও পুষ্টির প্রাকৃতিক উদ্ধা কোনটি?

ক। মাটি 

খ। নদী

গ। পুকুর

ঘ। সাগর

২. ভূপৃষ্ঠের কত সেমি, গভীরে ফসল উপযােগী মাটির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?

ক। ৮-১০

খ। ১০-১২

গ। ১৫-১৮

ঘ। ২০-২৫

৩. কোনটি প্রয়ােগে জমিতে জৈব পদার্থের অভাব

দূর করা যায়?

ক। বালি

খ। কম্পােস্ট সার

গ। পানি

ঘ। ছাই

৪. বিনা চাষে কোন ফসল চাষ করা যায়?

ক। ডাল

খ। সরিষা

গ। গম

ঘ। ধান

৫. গােল আলু চাষের জন্য মাটিতে আদর্শ জামান

কত থাকা উচিত?

ক। ৬-৭

খ। ১০-১২

গ। ১৬-২০

ঘ। ২৫-৩০

৬. কোন ধরনের মাটি টমেটো চাষের অনুপযােগী

ক। দোআঁশ

খ। বেলে দোআঁশ

গ। বেলে

ঘ। এঁটেল দোআঁশ

৭. উপকূলীয় অঞ্চলের অন্তর্গত কৃষি পরিবেশ অঞ্চল

কোনটি?

ক। ১৩

খ। ১৯

গ। ২৫

ঘ। ৩০

৮. উপকূলীয় অঞ্চলের মাটির অমান মাত্রা কত?

ক। ৫ – ৬.৫

খ। ৬-৭.৫

গ। ৭-৮

ঘ। ৭-৮.৫

৯. বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালাে

হয়?

ক। যশোর

খ। নোয়াখালী 

গ। ফেনী

ঘ। দিনাজপুর

১০. ফসল উৎপাদনের মৌসুম কতটা 

ক। পাঁচটি 

খ।  দুইটি

গ। তিনটি 

ঘ। চারটি 

১১. খরিপ-২ মৌসুমের সময়কাল কখন? 

ক। চৈত্র হতে জ্যৈষ্ঠ

খ। আষাঢ় হতে ভাদ্র

গ। আশ্বিন হতে ফাল্গুন

ঘ। জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

১২. কোনটি রবি মৌসুমের ফসল

ক। চিনাবাদাম

খ। ভুট্টা

গ। পাট

ঘ। রােপা আমন

১৩. বৃষ্টি নির্ভর ফল কোনটি?

ক। ফুলকপি 

খ৷ পিয়াজ

গ। পাট

ঘ। সরিষা

১৪. ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কত ভাগে ভাগ

করা হয়েছে?

ক। ২

খ। ৩

গ। ৪

ঘ। ৫

১৫. ধান গাছের জন্য উপযােগী

i.কাদা মাটি

ii.কাদা দোআঁশ মাটি

iii.বেলে মাটি

নিচের কোনটি সঠিক?

ক। i ও ii

খ। i ও iii

গ। ii ও iii

ঘ। i, ii ও iii

১৬. দেশি মাপের দেড় বিঘা জমির জন্য কত

বর্গমিটার বীজতলা প্রয়ােজন?

ক। ১০৫ 

খ। ১৫০ 

গ। ১২০

ঘ। ৯০

১৭. জমি প্রস্তুতির জন্য সর্বপ্রথম কোন কাজটি করতে

হয়?

ক। জমির আগাছা পরিষ্কার করা

খ। জমির আইল ছাঁটা

গ। জমি সমান করা

ঘ। জমি চাষ দেওয়া

১৮. আলুর ক্ষেত্রে প্রত্যেকটি নালা কত সেমি গভীর

হয় 

ক। ৫-৬ 

খ। ৭-৮ 

গ। ৮-১০ 

ঘ। ১০-১২ 

১৯. আলুর ক্ষেত্রে নালার মধ্যে বীজ কত সে.মি.

দুরত্বে বপন করতে হয়?

ক। ৬ 

খ। ৮

গ। ১০

ঘ। ১৫

২০. জমি প্রস্তুতকরণের উদ্দেশ কতটি?

ক। ৪

খ। ৫

গ। ৬

ঘ। ৭

২১. ভূমি কর্ষণের উদ্দেশ্য কতটি্

ক। ২

খ। ৪

গ। ৬

ঘ। ৮

২২. মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা যায় কিসের

মাধ্যমে 

ক। ভূমি কর্ষণ

খ। সার প্রয়ােগ

গ। নালা তৈরি

ঘ। বেড তৈরি

২৩. কেন ফল চাষের জন্য জমি গবেচাৰকতে

হয়?

ক। মুলা 

খ। মরিচ 

গ। গম

ঘ। আলু

২৪. কোনটি নাইট্রোজেন সগ্রহ করতে পারে?

ক। গম

খ। ডাল 

গ। বেগুন 

ঘ। আখ

 

উত্তর

 

১. ক

২. গ

৩. খ

৪. ক

৫. ক

৬. গ

৭. ক

৮. ঘ 

৯. ঘ

১০. খ

১১. খ

১২. ক

১৩. ক

১৪. ঘ

১৫. ক

১৬. ক

১৭. ঘ

১৮. ঘ

১৯. ঘ

২০. গ

২১. গ

২২. ক

২৩. ঘ

২৪. খ

২৫.

Leave a Comment