জীবন সঙ্গীত কবিতার বহুনির্বাচনি প্রশ্ন [MCQ]

১. জীবন-সঙ্গীত’ কবিতায় মানুষের জীবনের আয়ুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক। কচুপাতার পানি

খ। শৈবালের পর

গ। বিদ্যুৎতরঙ্গ

ঘ। পুঁটি মাছের প্রাণ

২. জগতে কোনটি দুর্লভ?

ক। সম্পদ

খ। মানুষ 

গ। মহিনা

ঘ। মন

৩. সহায় সম্পদ কে ঘুচিয়ে দেয়?

ক। মানুষ

খ। সংসার 

গ। কাল

ঘ। অশান্তি 

৪. আকিঞ্চন’ শব্দের সমার্থক শ কোনটি?

ক। কুঞ্জন

খ। প্রসারণ।

গ। কিঞ্চিত 

ঘ। চেষ্টা/আকাক্ষা 

৫. ‘ধ্বজা’ শব্দটির সমার্থক শব্দ হলো—

i.পতাকা

ii.চিহ্ন

iii.স্তম্ভ 

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। i,ii

গ। i,iii

ঘ। ii,iii

৬. “মহিমা” শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?

ক। সন্ধির 

খ। প্রকৃতি-প্রত্যয়ের 

গ। সমাসের

ঘ। উপসর্গের

৭. আমাদের জীবন

ক। নিছক স্বপ্ন নয়

খ। নিছক আনন্দ নয়।

গ। নিছক সত্য নয়।

ঘ। নিছক মিথ্যা নয়

 ৮. বৈরাগ্য দ্বারা বােঝানাে হয়েছে

ক। সংসারমুখী

খ। সংসারভােগী

গ। সংসারত্যাগী।

ঘ। সংসারপ্রেমী।

৯. ‘জীবন পুষ্পশয্যা নয়’- উক্তিটির ভাবের সঙ্গে তােমার পঠিত কোন কবিতায়  ভাবের সাদৃশ্য রয়েছে?

ক। কপােতাক্ষ নদ 

খ। প্রাণ

গ। মানুষ

ঘ। জীবন-সঙ্গীত,

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ থেকে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ

অসীম রায় সারাক্ষণই তার অতীতের স্বর্ণময় দিনগুলাের কথা ভেবে ভেবে কষ্ট পায়। একদিন তার সব ছিল- বাড়ি-গাড়ি, অর্থবিত্ত ছাড়াও জীবনের নানা বাহারি রূপ। আজ সে নিঃস্ব, কর্মহীন। কোনােকিছুতেই তার মন বসে না।

১০. উদ্দীপকের ভাবের ইঙ্গিত পাওয়া যায়

ক। ‘প্রাণ’ কবিতায়

খ। সেইদিন এই মাঠ’ কবিতায় 

গ। ‘জীবন-সঙ্গীত’ কবিতায় 

ঘ। ‘আমার সন্তান’ কবিতায় 

১১. উদ্দীপকের অসীম রায়ের জন্য উক্ত কবিতার কোন চরণটি উপদেশমূলক?

ক। অতীত সুখের দিন

খ। চিন্তা করে হইও না কাতর।

গ। জীবনের উদ্দেশ্য তা নয়

ঘ। এ জীবন নিশার স্বপন

১২. উক্ত কবিতার বর্ণনামতে অসীম রায়ের ভাবনা

i.জীবনের অংশ।

ii.সফলতার জন্য বাধা।

iii.সফলতার জন্য প্রেরণা।

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii

গ। i ও ii 

ঘ। ii ও iii

১৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন স্কুলে পড়ার সময় আর্থিক সংকটে পড়েন? 

ক।শিয়ারশােল হাই স্কুল

খ।  খিদিরপুর বাংলা স্কুল

গ। রানীগঞ্জ হাই স্কুল

ঘ। রাজবল্লভহাট স্কুল

১৪. হেমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

ক। ঢাকা বিশ্ববিদ্যালয়।

খ। কলকাতা বিশ্ববিদ্যালয়

গ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

ঘ।  হুগলি বিশ্ববিদ্যালয়

১৫. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য কোনটি?

ক। অপরাজিত

খ। মহাভারতী 

গ। চোরাবালি।

ঘ। আশাকানন

১৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক। নিশার স্বপন

খ। রাতের আঁধার

গ। বেদনায় কান।

ঘ। স্বপ্নের বাতিঘর

১৭. কোনটি অনিত্য নয়?

ক। জীবাত্মা 

খ। পরমাত্মা

গ। সম্পদ

ঘ। স্নেহ

১৮. কোনটি জীবনের উদ্দেশ্য নয়?

ক। পদ লাভ

খ। মহৎ হওয়া

গ। আশা করা

ঘ। দুঃখের আশা করা

১৯. ‘বেগে ধায় নাহি রহে স্থির।’ পঙক্তিটি দ্বারা বােঝানাে হয়েছে

ক। সময়ের চলমান।

খ। মানুষের ছুটে চলা

গ। বাতাসের গতিময়তা।

ঘ। জলের বেগবান ধারা।

২০. কবি কোনটি চিন্তা করে কাতর না হওয়ার কথা বলেছেন?

ক। সােনালি ভবিষ্যৎ

খ। বর্তমান অবস্থা।

গ। অতীত সুখের দিন

ঘ। অতীত দুঃখের দিন

২১. জীবন-সঙ্গীত কবিতায় কবি ‘প্রাতঃস্মরণীয়’ বলেছেন কাকে?

ক। পিতা-মাতাকে 

খ। মহাজ্ঞানীকে

গ। ধর্মগুরুকে

ঘ। ঈশ্বরকে

২২. ‘সকাল বেলায় স্মরণ করার যােগ্য’- এক কথায় কী?

ক। স্মরণীয়

খ। অবিস্মরণীয়

গ। প্রাতঃস্মরণীয়

ঘ। সর্বস্মরণীয়

২৩. অত্যন্ত মূল্যবান কোনটি?

ক। স্বপ্ন-সাধনা 

খ। সত্য-প্রতিষ্ঠা

গ। মানব-জন্ম

ঘ। মানুষের প্রাণ

২৪. মানুষকে কী করে বেঁচে থাকতে হবে?

ক। কাজ করে

খ। সংগ্রাম করে

গ। আপস করে

ঘ। অন্যায় করে।

২৫. জীবন-সঙ্গীত কবিতায় কবির কোন অনুভূতি প্রকাশিত হয়েছে

ক। ভােগবাদ

খ। বৈরাগ্যবাদ

গ। পরার্থবাদ 

ঘ। অহিংসবাদ

 

উত্তর

 

১. খ

২. গ

৩. গ 

৪. ঘ

৫. খ

৬. খ

৭. ক

৮. গ

৯. ঘ

১০. গ

১১. খ

১২. খ

১৩. খ

১৪. খ

১৫. ঘ

১৬. ক

১৭. ক

১৮. গ

১৯. ক

২০. গ

২১. খ

২২. গ 

২৩. গ

২৪. খ

২৫. গ

Leave a Comment