চাকরি পরীক্ষার জন্য বাংলা সহিত্যের পড়াশোনা

১. নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?

উ: বিশেষণ

২. চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?

উ: নেপাল

৩. ‘ভানুমতির খেল’ প্রবচনটি কী বােঝায়?

উঃ ভেলকিবাজি

৪. ‘ব্রজবুলি’ একটি কি ভাষা?

উ: ভাষা।

৫. ‘মার্সিয়া’ শব্দের উৎস কোন ভাষা?

উ: আরবি

৬. অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

উঃ বিপরীত।

৭. বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?

উ:মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

৮. বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কি? 

উ: বীরবলের হালখাতা

৯. পরশুরাম কার ছদ্মনাম?

উ: রাজশেখর বসু।

১০. বাংলা কাব্যে ‘ভােরের পাখি’ বলা হয় কাকে?

উ: বিহারীলাল চক্রবর্তী

১১. ‘তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উ: অক্ষয়কুমার দত্ত

১২. কোনটি জসীমউদদীনের কাব্য নয়?

উ: মানসী

১৩. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

উ: ২১

১৪. কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নােবেল পুরস্কার লাভ করেন?

উ: গীতাঞ্জলি।

১৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

উ: দুর্গেশনন্দিনী

১৬. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?

উ: রুদ্রমঙ্গল

১৭. খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দকি?

উঃ সিংহদ্বার

১৯. ছেলে তাে নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’ কী?

উঃ অব্যয়

২০. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?

উ: ধ্বনিতত্ত্ব

২১. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?

উঃ করণ

২২. ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

উ: মনস+ঈষা

২৩. দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উ: হিন্দি

২৪. সচিব কোন ধরনের শব্দ?

উ: পারিভাষিক

২৫. সর্বভুক শব্দের অর্থ কি?

উ: আগুন

২৬. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?

উ: অর্ধ-তৎসম শব্দ

২৭. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় কি বলে?

উঃ হীরক জয়ন্তী

২৯. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উঃ তুর্কী

৩০. কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?

উঃ সাধু ভাষায়

Leave a Comment