ই শ্রম কার্ড (e Sharm) কি? কেন ও কিভাবে ই শ্রম কার্ড (e Sharm) এর আবেদন করতে হবে

ই শ্রম কার্ড (e Sharm) কি?

ই শ্রম কার্ড (e Sharm) হচ্ছে পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের নিয়ে গঠিত প্রোটাল। এটি হবে একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয়৷  ই শ্রম কার্ড (e Sharm) করার সাথে সাথেই সেই শ্রমিকের সকল তথ্য সরকারের কাছে চলে যাবে।  

 

ই শ্রম কার্ড (e Sharm) করার জন্য কি কি যােগ্যতা থাকতে হবে?

ই শ্রম কার্ড (e Sharm) করার জন্য শ্রমিকদের কিছু যোগ্যতা থাকতে হবে। যদি কারও সেসকল যোগ্যতা থেকে থাকে তবেই সে  ই শ্রম কার্ড (e Sharm) করতে পারবে। 

  1.  আপনার বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
  2. আপনি যদি EPFQ এবং ESjc- এর সদস্য হন, তাহলে আপনি ই শ্রম কার্ড (e Sharm) এর আবেদন করা যাবে না।
  3. আপনি যদি আয়কর প্রদান না করেন না তাহলে আপনি খুব সসহজেই আবেদন করতে পারবেন।
  4. আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন।  

আরও পড়ুন,

ই শ্রম কার্ড (e Sharm) করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

  1. আপনার আধার কার্ড
  2. আপনার ব্যাঙ্কের পাসবুক
  3. আপনার রেশন কার্ড
  4. আপনার ইলেক্ট্রিসিটি বিল
  5. এবং সর্বশেষ আপনার আধার কার্ডের সাথে মােবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে অর্থ্যাৎ আপনার ফোন নাম্বারের দিয়ে আপনার আধার কার্ড খোলা থাকতে হবে।

 

ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন?

  1. যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তারা আবেদন করতে পারবেন
  2. যারা কৃষি শ্রমিক তারা আবেদম করতে পারবেন
  3. যারা শাক-সবজি ও ফল বিক্রেতা তারা আবেদন করতে পারবেন   
  4. আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন করতে পারবেন। 
  5. আপনি একজন অটো ও রিকশা চালক, তাহলে আপনি আবেদন করতে পারবেন।   
  6. খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিকরা আবেদন করতে পারবেন   
  7. আশা কর্মী নাপিত গহপরিচারিকাও আবেদন করতে পারবেন   
  8. যারা রাস্তার ধারে খাবার,ফল ইত্যাদি বিক্রয় করে তারা আবেদন করতে পারবেন
  9. এছাড়াও গৃহকর্মী, ধাত্রী বা দাই, লেদার শ্রমিকরা ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন করতে পারবেন।     
  10. সেই সাথে ছুতার মিস্ত্রি, জেলে, ইটভাটার শ্রমিকরাও আবেদন করতে পারবেন।   
  11. নির্মাণ শ্রমিক, ট্যানারি শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিকরা আবেদন করতে পারবেন।   
  12. সল্ট ওয়ার্কার্স অর্থাৎ লবন শিল্পে নিযুক্ত শ্রমিক

 

ই শ্রম কার্ড (e Sharm) এর সুবিধা কি কি?

  1. আপনি যদি কখনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে আপনি বীমা সুবিধা পাবেন এই ই শ্রম কার্ডের জন্য ।
  2. আপনার মৃত্যু হলে বা আপনি পুরােপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা দেওয়া হবে।
  3. এছাড়া যদি আপনি আংশিক ভাবে অক্ষম হন তাহলে ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে।
  4. আপনাকে সরকারি চাকরির সুযােগ-সুবিধা দেওয়া হবে।
  5. এবং সর্বচেশ আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযােগ-সুবিধা দেওয়া হবে ই শ্রম কার্ড (e Sharm) এর মাধ্যমে।

 

ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে https://digitalseva.csc.gov.in/ এ ক্লিক করে ডিজিটাল সেবা সাইটে লগইন করে নিতে হবে।
  • এরপরে https://nduwstaging.z29.web.core.windows.net/#/user/self ক্লিক করে আধার কার্ড ও ওটিপি সাবমিট করে বায়োমেট্রিক দিয়ে যাচাই করে নিতে হবে।
  • এরপর আপনি উপকারীর বিবরণ দেখতে পাবেন যা যাচাই করতে হবে।
  • তারপর আবেদনকারীর পর্যায়ক্রমে ব্যক্তিগত বিবরণ, আবাসিক তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাবসার বিবরণ লিখুন।
  • তারপর সকল তথ্য যাচাই করে সাবমিট করুন।

ব্যাস আপনার ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন সম্পূর্ণ হয়েছে। 

Leave a Comment