ই শ্রম কার্ড (e Sharm) কি?
ই শ্রম কার্ড (e Sharm) হচ্ছে পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের নিয়ে গঠিত প্রোটাল। এটি হবে একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয়৷ ই শ্রম কার্ড (e Sharm) করার সাথে সাথেই সেই শ্রমিকের সকল তথ্য সরকারের কাছে চলে যাবে।
ই শ্রম কার্ড (e Sharm) করার জন্য কি কি যােগ্যতা থাকতে হবে?
ই শ্রম কার্ড (e Sharm) করার জন্য শ্রমিকদের কিছু যোগ্যতা থাকতে হবে। যদি কারও সেসকল যোগ্যতা থেকে থাকে তবেই সে ই শ্রম কার্ড (e Sharm) করতে পারবে।
- আপনার বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
- আপনি যদি EPFQ এবং ESjc- এর সদস্য হন, তাহলে আপনি ই শ্রম কার্ড (e Sharm) এর আবেদন করা যাবে না।
- আপনি যদি আয়কর প্রদান না করেন না তাহলে আপনি খুব সসহজেই আবেদন করতে পারবেন।
- আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন।
আরও পড়ুন,
ই শ্রম কার্ড (e Sharm) করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
- আপনার আধার কার্ড
- আপনার ব্যাঙ্কের পাসবুক
- আপনার রেশন কার্ড
- আপনার ইলেক্ট্রিসিটি বিল
- এবং সর্বশেষ আপনার আধার কার্ডের সাথে মােবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে অর্থ্যাৎ আপনার ফোন নাম্বারের দিয়ে আপনার আধার কার্ড খোলা থাকতে হবে।
ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন?
- যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তারা আবেদন করতে পারবেন
- যারা কৃষি শ্রমিক তারা আবেদম করতে পারবেন
- যারা শাক-সবজি ও ফল বিক্রেতা তারা আবেদন করতে পারবেন
- আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন করতে পারবেন।
- আপনি একজন অটো ও রিকশা চালক, তাহলে আপনি আবেদন করতে পারবেন।
- খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিকরা আবেদন করতে পারবেন
- আশা কর্মী নাপিত গহপরিচারিকাও আবেদন করতে পারবেন
- যারা রাস্তার ধারে খাবার,ফল ইত্যাদি বিক্রয় করে তারা আবেদন করতে পারবেন
- এছাড়াও গৃহকর্মী, ধাত্রী বা দাই, লেদার শ্রমিকরা ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন করতে পারবেন।
- সেই সাথে ছুতার মিস্ত্রি, জেলে, ইটভাটার শ্রমিকরাও আবেদন করতে পারবেন।
- নির্মাণ শ্রমিক, ট্যানারি শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিকরা আবেদন করতে পারবেন।
- সল্ট ওয়ার্কার্স অর্থাৎ লবন শিল্পে নিযুক্ত শ্রমিক
ই শ্রম কার্ড (e Sharm) এর সুবিধা কি কি?
- আপনি যদি কখনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে আপনি বীমা সুবিধা পাবেন এই ই শ্রম কার্ডের জন্য ।
- আপনার মৃত্যু হলে বা আপনি পুরােপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা দেওয়া হবে।
- এছাড়া যদি আপনি আংশিক ভাবে অক্ষম হন তাহলে ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে।
- আপনাকে সরকারি চাকরির সুযােগ-সুবিধা দেওয়া হবে।
- এবং সর্বচেশ আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযােগ-সুবিধা দেওয়া হবে ই শ্রম কার্ড (e Sharm) এর মাধ্যমে।
ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য কিভাবে আবেদন করবেন?
- প্রথমে https://digitalseva.csc.gov.in/ এ ক্লিক করে ডিজিটাল সেবা সাইটে লগইন করে নিতে হবে।
- এরপরে https://nduwstaging.z29.web.core.windows.net/#/user/self ক্লিক করে আধার কার্ড ও ওটিপি সাবমিট করে বায়োমেট্রিক দিয়ে যাচাই করে নিতে হবে।
- এরপর আপনি উপকারীর বিবরণ দেখতে পাবেন যা যাচাই করতে হবে।
- তারপর আবেদনকারীর পর্যায়ক্রমে ব্যক্তিগত বিবরণ, আবাসিক তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাবসার বিবরণ লিখুন।
- তারপর সকল তথ্য যাচাই করে সাবমিট করুন।
ব্যাস আপনার ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন সম্পূর্ণ হয়েছে।