‘আ’ দিয়ে বাগধারাসমূহ

আকাশ কুসুম – অসম্ভব কল্পনা

আকাশের চাঁদ হাতে পাওয়া – দুর্লভ বস্তু প্রাপ্তি

আকাশ পাতাল – প্রভেদ, প্রচুর ব্যবধান

আদায় কাঁচকলায় – শত্রুতা

আকাশ থেকে পড়া – অপ্রত্যাশিত

আদা জল খেয়ে লাগা – প্রাণপণ চেষ্টা করা

আকাশের চাঁদ – আকাঙ্ক্ষিত বস্তু

আক্কেল গুড়ুম – হতবুদ্ধি, স্তম্ভিত

আগুন নিয়ে খেলা – ভয়ঙ্কর বিপদ

আমড়া কাঠের ঢেঁকি – অপদার্থ

আগুনে ঘি ঢালা – রাগ বাড়ানো

আকাশ ভেঙে পড়া – ভীষণ বিপদে পড়া

আঙুল ফুলে কলাগাছ – অপ্রত্যাশিত ধনলাভ

আমতা আমতা করা – ইতস্তত করা, দ্বিধা করা

আঠার আনা – সমূহ সম্ভাবনা

আটকপালে* – হতভাগ্য

আদায় কাঁচকলায় – তিক্ত সম্পর্ক

আঠার মাসের বছর – দীর্ঘসূত্রিতা

আহ্লাদে আটখানা – খুব খুশি

আলালের ঘরের দুলাল – অতি আদরে নষ্ট পুত্র

আক্কেল সেলামি – নির্বুদ্ধিতার দণ্ড

আকাশে তোলা – অতিরিক্ত প্রশংসা করা

আঙুল ফুলে কলাগাছ – হঠাৎ বড়লোক

আষাঢ়ে গল্প – আজগুবি কেচ্ছা

Leave a Comment