১. সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন?
ক। রাজশাহী
খ। খুলনা
গ। ফরিদপুর
ঘ। বরিশাল
২. সিকান্দার আবু জাফরের কোন রচনা মেহনতি মানুষের মুক্তির প্রেরণা?
ক। উপন্যাস
খ। কাব্য
গ। গল্প
ঘ। গণসংগীত
৩. নিশুত রাত কেমন?
ক। গভীর
খ। অন্ধকার
গ। কুয়াশাচ্ছন্ন
ঘ। নীরব
৪. ‘জীর্ণ অর্থ কী?
ক। ক্ষয়প্রাপ্ত
খ। গুঁড়া
গ। ছেঁড়া
ঘ। পুরনাে
৫ ‘জীর্ণ বেড়ার ঘরে’- ‘জীর্ণ বেড়া’ কী প্রকাশ করে?
ক। দরিদ্রতা
খ। কষ্ট
গ। দুঃখ
ঘ। আক্ষেপ
৬. নির্ভাবনায় মানুষেরা কেমন ঘরে ঘুমিয়ে থাকে?
ক। প্রাসাদে
খ। বড় অট্টালিকায়
গ। ছাদের ঘরে
ঘ। জীর্ণ বেড়ার ঘরে
৭. ‘আশা’ কবিতায় কিসের পাহাড়ের কথা বলা হয়েছে?
ক। লােহার
খ। তামার
গ। সােনা-রুপার
ঘ। সিলভারের
৮. ‘সােনা-রূপার পাহাড়ের সাথে কিসের সাদৃশ্য রয়েছে?
ক। নির্ভাবনার
খ। জীর্ণ বেড়ার
গ। বিত্ত-সুখ
ঘ। পরিশ্রম
৯. কিসে আয়ু কমে যায়?
ক। বিত্ত-সম্পদে
খ। সােনা-রুপায়
গ। বিত্ত-সুখের দুর্ভাবনায়
ঘ। পরিশ্রমে
১০. কী নিয়ে মানুষ তুষ্ট থাকলে কবি সেই দেশে যাবেন?
ক। খারাপ জিনিস
খ। তুচ্ছ জিনিস
গ। নােংরা জিনিস
ঘ। অনেক সম্পদ
১১. ‘ভাত’ নিচের কোনটি নির্দেশ করে?
ক। তুচ্ছ
খ। পরিশ্রম
গ। আহার্য
ঘ। সঞ্চয়
১২. ‘আশা’ কবিতায় মানুষের মনে কী নেই?
ক। হতাশা
খ। দীনতা
গ। সুখ
ঘ। ইচ্ছা
১৩. মানুষ যেখানে মানুষকে ভালােবাসে সেখানে প্রতিবেশীর আঁধার ঘরে
ক। যায় না
খ। ভয় পায়
গ। সংশয় দেখায়
ঘ। আলো জ্বলে
১৪. কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান?
ক। প্রকৃতির
খ। আনন্দের
গ। কান্না-হাসির
ঘ। ভালােবাসার
১৫. কিসের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না?
ক। দুঃখের
খ। কষ্টের
গ। সুখের বিলাসিতার
ঘ। বিলাসিতার
১৬. জাগতিক এই পৃথিবী ক্রমশ কেমন হয়ে উঠছে?
ক। লােভী
খ। সরল
গ। অহংকারী
ঘ। জটিল
১৭. মানুষের সঙ্গে মানুষের কী বাড়ছে?
ক। সম্পর্ক
খ। চিন্তা
গ। ভালােবাসা
ঘ। ব্যবধান
১৮. জীর্ণ বেড়ার ঘরে কে ঘুমায়?
ক। মানুষ
খ। ভাবনাহীন মানুষ
গ। কবির বন্ধু
ঘ। কবির প্রতিবেশী
১৯. সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন?
ক। ১৯৭০
খ। ১৯৭৩
গ। ১৯৭৫
ঘ। ১৯৭৬
২০. ‘আহার্য’ অর্থ কি?
ক। খাদ্যদ্রব্য
খ। খাওয়া
গ। আহারী
ঘ। আমন্ত্রণ
উত্তর
১. খ
২. ঘ
৩. ক
৪. ক
৫. ক
৬. ঘ
৭. গ
৮. গ
৯. গ
১০. খ
১১. গ
১২. খ
১৩. ঘ
১৪. গ
১৫. গ
১৬. ঘ
১৭. ঘ
১৮. খ
১৯. গ
২০. ক