আম আঁটি ভেঁপু গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ

১. উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?

ক। আমতলা 

খ। বটতলা 

গ।কাঁঠালতলা

ঘ। জামতলা

২. তেলের ভাড় ছুঁলে অপুকে মারবে কেন?

  1. কুসংস্কারের কারণে
  2. অপচয়ের কারণে
  3. না জানানাের কারণে।

নিচের কোনটি সঠিক?

ক। i

খ। ii

গ। iii

ঘ। ii,iii

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও

রিপন ও রুমা দুই ভাই-বােন। তাদের বয়সের পার্থক্য চার বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে।

৩. উদ্দীপকটি “আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে?

ক। ভাই-বােনের সম্পর্ক 

খ। ভাই-বােনের বিরােধ

গ। ভাই-বােনের আবদার

ঘ। মায়ের চিন্তা

৪. উদ্দীপকের ভাবনা ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত

খ। একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুসি জারাবাে

গ। দুর্গার হাতে একটি নারিকেলের মালা

ঘ। নারকেলের মালাটা আমায় দে

৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে টোল-খাওয়া ভেঁপু বাঁশিটার দাম কত?

ক। চার পয়সা 

খ। পাঁচ পয়সা 

গ। ছয় পয়সা 

ঘ। সাত পয়সা

৬. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?

ক। স্বর্ণ গােয়ালিনী

খ। সর্বজয়া

গ। দুর্গা।

ঘ। লক্ষ্মী 

৭. দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করছিল?

ক। বারান্দায়

খ। ঘরের ভেতর

গ। নারকেল তলায়

ঘ। কাঁঠাল তলায়

৮. অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?

ক। দুই

খ। তিন

গ। চার 

ঘ। পাঁচ

৯. কলের পুতুলের মতাে অপু কী লুকিয়ে ফেলল?

ক। টিনের বাঁশিটা।

খ। লক্ষ্মীর চুপড়ির কড়িগুলাে

গ। দু’পয়সা দামের পিস্তলটা 

ঘ। রং ওঠা কাঠের ঘােড়াটা

১০. “আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা ভদ্র লােকেরই হয়ে পড়েছে হা ভাত যাে ভাত।”- হরিহরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে-

ক। হতাশা

খ। বিরক্তি

গ। আক্ষেপ

ঘ। ঘৃণা

১১. জয়গুনের সংসারে নিত্য আগুন 

নুন আনতে পান্তা ফুরায়

উদ্দীপকের জয়গুনের সংসারচিত্র ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সর্বয়ার কোন বক্তব্যকে সমর্থন করে?

ক। অতবড় মেয়ে, বলে বােঝাবাে কত 

খ। আর এদিকে রাজ্যের দেনা

গ। একলা নিজে কত দিকে যাবাে

ঘ। তােমাদের রাতদিন খিদে আর রাতদিন ফাই-ফরমাজ

১২. দশঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল?

ক। নীলমণি রায়ের স্ত্রী

খ। ভুবন মুখার্জী

গ। সর্বজয়া

ঘ। মজুমদার মহাশয়

১৩. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ?

ক। অপরাজিত 

খ। আরণ্যক 

গ। মৌরীফুল

ঘ। ইছামতি

১৪. গঙ্গা, যমুনা খেলতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?

ক। দুপয়সা দামের পিস্তল 

খ। খানকতক খাপরার কুচি

গ। রং ওঠা কাঠের ঘােড়া 

ঘ। টোল খাওয়া টিনের ভেপু

১৫. ‘রােয়াক’ অর্থ কী?

ক। জানালা 

খ। চেয়ার

গ। খেলার মাঠ 

ঘ। বারান্দা

১৬. পল্লিমায়ের শাশ্বত রূপ ফুটে উঠেছে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রে?

ক। দুর্গা

খ। নীলমণি

গ। স্বর্ণ গােয়ালিনী 

ঘ। সর্বজয়া

১৭. ‘ছুটি’ গল্পের ফটিক দুরন্ত এক কিশাের। তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার সাথে কলকাতায় পাঠায়। উদ্দীপকের ফটিকের সাথে ‘আম-আঁটির ভেঁপু গল্পের দুর্গার কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে?

ক। অবাধ্যতা

খ। সৃষ্টিশীলতা 

গ। দুরন্তপনা।

ঘ। চতুরতা

১৮. গঙ্গা-যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল?

ক। লাঠিম 

খ। মার্বেল 

গ। বাঁশি 

ঘ। খাপ

১৯. কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?

ক। ইছামতি 

খ। পথের পাঁচালী 

গ। অপরাজিত 

ঘ। আরণ্যক

২০. লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে?

ক। মানিক বন্দ্যোপাধ্যায় 

খ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

ঘ। বনফুল।

 

উত্তর

 

১. গ

২. ক

৩. ঘ

৪. ক

৫. ক

৬. খ

৭. ক

৮. ক

৯. খ

১০. গ

১১. খ

১২. ঘ

১৩. গ

১৪. খ

১৫. ঘ

১৬. ঘ

১৭. গ

১৮. ঘ

১৯. ক

২০. খ

Leave a Comment