১. কবি কোন নিয়মে এ বাংলা ভূমিতে বর্তমান
ক। স্বাভাবিক নিয়মে
খ। সাধারণ নিয়মে
গ। স্বাপ্নিক নিয়মে
ঘ। বাস্তব নিয়মে
২. কবি আহসান হাবীব ‘বিকেল’কে ক্লান্ত বলেছেন কেন?
ক। মেঘে ঢাকা বলে
খ। খর রৌদ্রের কারণে
গ। কবির সাথে গল্প করে বলে
ঘ। সারাদিনের পথপরিক্রমায়
২. চিবােল পাতায় কী দেখা যায়?
ক। ফড়িং
খ। কুয়াশা
গ। টলমল শিশির
ঘ। ফুল
৪. “জ্যোৎস্না” শব্দটির উৎপত্তি মূল হিসেবে নিচের কোনটি সমর্থনযােগ্য?
ক। তৎসম
খ। অর্ধ-তৎসম
গ। দেশি
ঘ। প্রাকৃত
৫. কারা জানে যে কবি কোনাে আত্মীয় নন?
ক। তারারা
খ। ফুলেরা
গ। স্বজনেরা
ঘ। পাখিরা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
আশিক চিরসবুজ প্রকৃতিতে বেড়ে ওঠা এক যুবক। সে তার গ্রামকে ভীষণ ভালােবাসে। ভালােবাসে গ্রামের রাস্তা, গাছগাছালি, ফুল-পাখির নৈসর্গিক সৌন্দর্যকে। প্রকৃতির কোলে সে যেন নিজেকে হারিয়ে ফেলে।
৬. আশিক তার গ্রামকে ভালােবাসে কেন?
ক। প্রশংসা পাওয়ার জন্য
খ। অর্থপ্রাপ্তির জন্য
গ। গ্রামের চির সবুজ প্রকৃতিতে বেড়ে ওঠে বলে
ঘ। গ্রামটি সুন্দর বলে
৭. আশিককে গ্রামের যে দিকটি আকর্ষণ করে।
i.গ্রামের সুনাম
ii.গ্রামের মানুষ।
iii.গ্রামের নৈসর্গিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক। i
খ। i,ii
গ। ii
ঘ। iii
৮. ‘আমি কোনাে আগন্তুক নই’ কবিতায় রৌদ্র কেমন?
ক। খর
খ। মেঘে ঢাকা
গ। কুয়াশায় ঢাকা
ঘ। গ্রহণ লাগা
৯. “আমি কোনাে আগন্তুক নই’ কবিতায় ‘আমি’ বলতে কাকে বােঝানাে হয়েছে?
ক। কবিকে
খ। আসমানের তারাকে
গ। গােলাপ ফুলকে
ঘ। ডুমুরের ডালকে
১০. কবি আহসান হাবীব কেমন পথিক নন?
ক। ভিন গাঁয়ের
খ। ভিনদেশি
গ। ফেরি করা
ঘ। পর্যটক
১১. ‘আমি কোনাে আগন্তুক নই’ কবিতায় ধানের পাতা কেমন?
ক। শ্যামল
খ। অমসৃণ
গ। সুচোল
ঘ। চিরোল
১২. ‘চোখের আঁধার’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক। ঘােলা চোখ
খ। ক্লান্ত চোখ
গ। আঁধারে ডােবা চোখ
ঘ। চোখ গাঢ় কালে
১৩. কদম আলীর ক্লান্ত চোখের আঁধার’ বলতে কী বােঝানাে হয়েছে?
ক। ঘুম ঘুম চোখ
খ। বার্ধক্যের চোখ
গ। বিশ্রামহীন চোখ
ঘ। ঘুমহীন চোখ
১৪. কবিতায় ‘ধানের মঞ্জরি’ অর্থ হলাে—
i.ধানের শিষ
ii.ধানের মুক
iii.ধানের গাছ
নিচের কোনটি সঠিক?
ক। i
খ। ii
গ। i,ii
ঘ।i, ii, iii
১৫. মাটিতে কার গন্ধ লেগে আছে?
ক। কবির
খ। ফুলের
গ। ডুমুরের
ঘ। মাছরাঙার
১৬. ‘কোথা থেকে তুমি এলে?’- কে শুধায়?
ক। মাটি
খ। বাতাস
গ। নদী
ঘ। পাখি
১৭. পূবের পুকুরপাড়ে কিসের গাছ অবস্থিত?
ক। জারুল
খ। জামরুল
গ। ডুমুর
ঘ। পাখি
১৮. ছােটদের জন্য আহসান হাবীবের গ্রন্থের মধ্যে রয়েছে
i.রাণী খালের সাঁকো
ii.জোছনা রাতের গল্প
iii.ছুটির দিন দুপুরে
নিচের কোনটি সঠিক?
ক। i ও ii
খ। i ও iii
গ. ii ও iii
ঘ। i, ii ও iii
১৯. জমিলার মা গায়ের কোন শ্রেণির প্রতিনিধি?
ক। অভাবী
খ। স্বাপ্নিক
গ। বৃদ্ধ
ঘ। সূখী
২০. কদম আলী কিসে নত?
ক। বার্ধক্যে
খ। অসুখে
গ। হতাশায়
ঘ। ক্লান্তিতে
উত্তর
১. গ
২. ঘ
৩. গ
৪. ক
৫. ঘ
৬. গ
৭. ঘ
৮. ক
৯. ক
১০. খ
১১. ঘ
১২. ক
১৩. খ
১৪. গ
১৫. ক
১৬. গ
১৭. গ
১৮. ঘ
১৯. ক
২০. ক