অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?

ক। চিকিৎসকের

খ। অতিথির

গ। বামুনঠাকুরের

ঘ। চাকরদের

২. ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও ললাকে

জানে, আবার আসেও’- কেন আসে?

ক। কাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে

খ। রােগ সারতে পারে, এটা ভেবে

গ। চিকিৎসকের আদেশ মেনে নিয়ে

ঘ। বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে

৩. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?

ক। রাচী

খ। দেওঘর

গ। কাশী

ঘ। শিলং

৪. লেখক কেন দেওঘরে এসেছিলেন?

ক। গল্প লেখার জন্যে।

খ। বায়ু পরিবর্তনের জন্যে

গ। তীর্থ ভ্রমণের জন্যে

ঘ। সুচিকিৎসার জন্যে

৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘বায়ু পরিবর্তন’ কথাটিতে কী

বােঝানাে হয়েছে?

ক। বাসস্থানের পরিবর্তন

খ। স্বাস্থ্যকর পরিবেশে বসবাস

গ। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া

ঘ। চিকিৎসকের নির্দেশ দান

৬. লেখক যে বাড়িতে অবস্থান নিয়েছিলেন সেটি কীরকম ছিল?

ক। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা ছােট বাড়ি

খ। প্রাচীরবিহীন বাগানের মধ্যে একটা ছােট বাড়ি

গ। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়ি

ঘ। প্রাচীরবিহীন বাগানের মধ্যে একটা বড় বাড়ি

৭. কখন থেকে একজন লােক গলাভাঙা সুরে ডজন শুরু করত?

ক। রাত্রি দুটো

খ। রাত্রি তিনটে

গ। রাত্রি চারটে

ঘ। রাত্রি পাঁচটা

৮. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের ঘুম ভেঙে গেল।

কেন?

ক। মশার কামড়ের জন্য 

খ। বদহজমের জন্য

গ। একঘেয়ে ভজনের সুরে

ঘ। পানি পিপাসার জন্য

৯. রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যেত কেন?

ক।  ভজনের কারণে 

খ। চিকারের কারণে

গ। ভূতের ভয়ে 

ঘ। ডাকাতের ভয়ে

১০. রাত্রিবেলা ভজনের শব্দে ঘুম ভেঙে গেলে লেখক কোথায় এসে বসেন? 

ক। জানালায়

খ। বাগানে

গ। দরজায়

ঘ। বারান্দায়

১১. রাত্রি শেষ হলে কাদের আনাগােনা শুরু হতাে?

ক। পাখিদের 

খ। শিয়ালদের

গ। সিংহদের

ঘ। হাতিদের

১২. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি সবচেয়ে ভােরে ওঠার কথা উল্লেখ রয়েছে?

ক। দোয়েল

খ। শ্যামা

গ। বুলবুলি

ঘ। শালিক

১৩. অতিথিশালার বাগানে পাখিদের গান আরম্ভ হতাে

কখন?

ক। অন্ধকার শেষ না হতেই

খ। ভােরের আলাে ফুটতেই।

গ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই

ঘ। বেলা পড়তে না পড়তেই

১৪. প্রতিদিন ভােরে অন্ধকার শেষ হওয়ার পর পর

লেখকের কী শােনার অভ্যাস হয়ে যায়?

ক। ভজন গান

খ। পাখির ডাক

গ। গজল গান

ঘ। কুকুরের ডাক

১৫. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন ছিল?

ক। সবুজ

খ। বেগুনি

গ। কমলা

ঘ। হলদে

১৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি? বা, একটু দেরি করে আসত কোন পাখি?

ক। টুনটুনি

খ। দোয়েল

গ। শ্যামা

ঘ। বেনে-বৌ

১৭. ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে বসে হাজিরা হাঁকে কোন পাখি?

ক। শ্যামা

খ। টুনটুনি

গ। বেনে-বৌ।

ঘ। শালিক

১৮. কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে বেনে-বৌ

পাখিরা প্রত্যহ হাজিরা হেঁকে যেত?

ক। ইউক্যালিপটাস 

খ। শাল।

গ। সেগুন

ঘ। গর্জন

১৯. পাখি চালান দেওয়া ব্যবসা কাদের?

ক। পাখিপ্রেমিকের 

খ। চিকিৎসকের

গ। পীড়িতদের

ঘ। ব্যাধের

২০. তিন দিনের দিন কাদের ফিরে আসতে দেখে লেখকের সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল?

ক। দোয়েল পাখিদের 

খ। বুলবুলি পাখিদের

গ। টুনটুনি পাখিদের

ঘ।  বেনে-বৌ পাখিদের 

২১. লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ

ঘরের?

ক। উচ্চ বিত্ত

খ। মধ্যবিত্ত

গ। নিম্নবিত্ত 

ঘ। নিম্নমধ্যবিত্ত

২২. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার

সংখ্যা ঢের বেশি?

ক। মেয়েদের

খ। পুরুষদের

গ। চিকিৎসকের

ঘ। চাকরদের

২৩. বেরিবেরি রােগের লক্ষণ কোনটি? (জ্ঞান)

ক। জ্বর আসা 

খ। জণ্ডিস হওয়া

গ। শরীর ফ্যাকাশে হওয়া 

ঘ। পা ফুলে যাওয়া।

২৪. ‘কৌতূহলী লােকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল

রাখতে চায়’— এখানে ‘বিকৃতিটা’ বলতে কী

বােঝানােনা হয়েছে?

ক। পান্ডুর

খ। ফোলা পা

গ। রক্তহীন দেহ

ঘ। বাতব্যাধিগ্রস্ত

২৫. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কাদের বেশি যত্ন নিতে হয়?

ক। রাখালদের

খ। বেরিবেরি রােগগ্রস্থদের

গ। শ্রমিকদের

ঘ। বরাকর নিবাসীদের       

 

উত্তর

 

১. ক

২. গ

৩. খ

৪. খ

৫. খ

৬. গ

৭. খ

৮. গ

৯. ক

১০. ঘ

১১. ক

১২. ক

১৩. ক

১৪. খ

১৫. ঘ

১৬. ঘ

১৭. গ

১৮. ক

১৯. ঘ

২০. ঘ 

২১. খ

২২. ক

২৩. ঘ

২৪. খ

২৫. খ

Leave a Comment