[PDF] অতিথির স্মৃতি গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

অতিথির স্মৃতি  জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘অতিথি স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি ?

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত হলদে রঙের একজোড়া বেনে-বৌ পাখি।

২। ‘অতিথির স্মৃতি’ গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর কয় মিনিট দেরি ?

উত্তরঃ  “অতিথির স্মৃতি’ গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর এক মিনিট দেরি।

৩। বেনে-বৌ পাখি কোন গাছে বসে হাজিরা হেঁকে যেত ?

উত্তরঃ বেনে-বৌ পাখি ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে প্রত্যহ হাজিরা হেঁকে যেত।

৪। বামুন ঠাকুরকে ডেকে লেখক কী বলেছিলেন ?

উত্তরঃ লেখক বামুন ঠাকুরকে ডেকে বলেছিলেন, “ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।”

৫। ‘ভজন’ অর্থ কী ?

উত্তরঃ ‘ভজন’ অর্থ ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমাকীর্তন।

৬। ‘বড় দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?

উত্তরঃ ‘বড়দিদি উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

৭। পান্ডুর শব্দের অর্থ কী?

উত্তরঃ পান্ডুর অর্থ হলাে ফ্যাকাশে।

৮। কত সালে ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয় ?

উত্তর ঃ১৯০৭ সারে ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয়।

৯। সবেচেয়ে ভােরে ওঠে কোন পাখি ?

উত্তরঃ সবেচেয়ে ভােরে ওঠে দোয়েল পাখি ।১০। ভজন শুরু হয় কখন ?

উত্তরঃ ভজন শুরু হয় রাত্রি তিনটে থেকে।

১১। প্রাচীরের ধারের গাছটির নাম কী ?

উত্তরঃ প্রাচীরের ধারের গাছটির নাম ইউক্যালিপটাস।

১২। কার আদেশে লেখক দেওঘরে এসেছিলেন ?

উত্তরঃ চিকিৎসকের আদশে লেখ দেওঘরে এসেছিলেন।

১৩। লেখক দেওঘর গিয়েছিলেন কেন ?

উত্তরঃ লেখক দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য ।

১৪। ‘অতিথির স্মৃতি’ গল্পটির পূর্ণ নাম কী ছিল ?

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পটির পূর্ণ নাম ‘দেওঘরের স্মৃতি’ ছিল।

১৫। ‘কুঞ্জ’ অর্থ কী ?

উত্তরঃ কুঞ্জ অর্থ লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান, উপবন।

১৬। অতিথির স্মৃতি গল্পটি রচনা করেছেন কে ?

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পটি রচনা করেছন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৭। “অতিথির স্মৃতি’ গল্পটি শরৎচন্দ্রের কোন গল্পের পরিবর্তত নাম ?

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘দেওঘরের স্মৃতি’ গল্পের পরিবর্তিত নাম।

১৮। ‘অতিথির স্মৃতি গল্পের অতিথি কে ?

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পের অতিথি একটি বয়স্ক কুকুর।

১৯। ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘ভজন’ এর সুরটি কেমন ছিল ?

উত্তরঃ “অতিথির স্মৃতি’ গল্পে ‘ভজন’ এর সুরটি ছিল একঘেয়ে ।

২০। ব্যাধের কাজ কী ?

উত্তরঃ ব্যাধের কাজ পাখি ধরে চালান দেওয়া।

২১। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয়-একটি অবুঝ প্রাণীর সঙ্গে একজন মানুষের মমত্বের সম্পর্কে বর্ণনা।

অতিথির স্মৃতি  অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১। প্রশ্নঃ ‘বেরিবেরি আসামি’ বলতে কী বােঝানাে হয়েছে?

উত্তরঃ বেরিবেরি আসামি বলতে লেখক বেরিবেরি রােগে আক্রান্ত একদল মেয়েকে বুঝিয়েছেন।

অতিথি স্মৃতি’ গল্পে লেখক চিকিৎসকের পরামর্শে দেওঘরে গিয়ে থাকার অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন। অন্যসব বিষয়ের সঙ্গে তিনি সেখানকার মধ্যবিত্ত গৃহস্থ ঘরে মানুষের জীবনযাপন সম্পর্কেও বলেছেন। মধ্যবিত্ত ঘরের অসুস্থদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। সেখানকার মেয়েরা বেরিবেরি রােগে আক্রান্ত। তাই তারা তাদের ফোলা পা মােঝয় ঢেরেক রাখত। এ বিষয়টি বােঝাতেই লেখক এদেরকে ‘বেরিবরি আসামি’ বলেছেন।২। ‘ওর মতাে তুচ্ছ জীব শহরে আর নেই’ বলতে কী বোঝানাে হয়েছে ?

উত্তরঃ ‘ওর মতাে তুচ্ছ জীব শহরে আর নেই’ বলতে লেখক তার অতিথি কুকুরটির তুচ্ছ অবস্থাকে বুঝিয়েছেন।

লেখক অসুস্থতার জন্য দেওঘরে আসেন বায়ু পরিবর্তনের জন্য। এখানে এসে তার সঙ্গে একটি কুকুরের মমত্বের সম্পর্ক গড়ে ওঠে। লেখক কুকুরটিকে অতিথির মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যান। সেই বাড়ির চাকর-মালিনী কুকুরটিকে খেতে দেয় না, মেরে তাড়িয়ে দেয়। তাদের কাছ কুকুরটি অত্যন্ত অবাঞ্চিত । আবার লেখকের দেওঘর ছেড়ে যাওয়ার সময় হলে তিনি এই কুকুরটির কথা ভেবে কষ্ট পান, কিন্তু তাকে সাথে করে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তখন লেখকের মনে হয় ‘ওর মতাে তুচ্ছ জীব শহরে আর নেই’।

 

৩। বকশিশ পেল সবাই, পেল না কেবল অতিথি-কেন ?

উত্তরঃ বকশিশ পেল সবাই, পেল না কেবল অতিথি-একথার মধ্যে দিয়ে লেখক দেওঘর থেকে ফিরে আসার সময় সবাইকে বকশিশ দিলেও অতিথি কুকুরটিকে যে কিছুই দিতে পারেননি, সেই বিষয়টিকে বুঝিয়েছেন।

অতিথি স্মৃতি’ গল্পে রাস্তার একটি কুকুরের প্রতি লেখকের সহানুভূতিশীল হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে। তিনি অভুক্ত কুকুরটিকে সাথে নিয়ে আসেন এবং খাওয়ান। পরবর্তীতে কুকুরটির সাথে তার সখ্য গড়ে ওঠে। তিনি বাড়ির চাকরদেরকে বলে দেন ঐ কুকুরটিকে খেতে দিতে। দেওঘর থেকে ফিরে আসার সময় কুকুরটি প্রতি মায়ায় তার প্রাণ কেঁদে ওঠে। কুকুরটি আগে থেকেই স্টেশন পর্যন্ত আসা লােকদের তিনি বকশিশ দিয়ে বিদায় দেন। গাড়িতে চড়ে দেখেন যে, তার অতিথি কুকুরটি গেটের কাছে দাঁড়িয়ে আছে। তখন লেখক নিজের মনে উপলব্ধি করেন যে, সবাইকে বকশিশ দিলেও তার অতিথিকে কিছু দেওয়া হয়নি। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

 

৪। মালি-বৌ কুকুরটাকে তাড়িয়ে দিত কেন ?

উত্তরঃ লেখকের অতিথি কুকুরটি বেঁচে যাওয়া খাবারে ভাগ বসাত বলে মালি-বৌ কুকুরটিকে তাড়িয়ে দিত।

লেখক মনে করেছিলেন যে স্বাস্থ্যনিবাসে প্রতিদিন অনেক খাবার ফেলনা যায়। তাই তিনি অতিথিরূপী কুকুরটিকে নিয়মিত খাবার দিতে বলেছিলেন। স্বাস্থ্যনিবাসের মালি-বৌ ছিল খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত। বেঁচে যাওয়া খাবার সে একাই সাবাড় করত। তাই অতিথিরূপী কুকুরটি তার খাবার অনাকাঙিক্ষত ভাগিদার হওয়ায় সে তাকে তাড়িয়ে দিত।

 

৫। ট্রেন ছেড়ে দিলেও লেখক বাড়ি ফেরার আগ্রহ খুঁজে পাননি কেন ?

উত্তরঃ অতিথির প্রতি মায়া জন্মে যাওয়ার কারণে লেখক বাড়ি যাওয়ার আগ্রহ খুঁজে পাননি।

দেওঘর বেড়াতে এসে লেখক একটি পথের কুকুরকে ডেকে এনে খাবার দেন। ক্রমে ক্রমে তার প্রতি লেখকের মমতা জন্মে। তিনি তার নাম দেন অতিথি। অতিথিও লেখকের খুব ভক্ত হয়ে ওঠে। তারপর একদিন লেখকের বাড়ি ফেরার সময় হয়ে যায় । সেদিন অতিথি রেলস্টেশন পর্যন্ত যায়। ট্রেন ছেড়ে দিরে এক দৃষ্টিতে লেখকের যাত্রাপথের দিকে তাকিয়ে থাকে। প্রাণীটির প্রতি মমত্বের কারণে লেখক বাড়ি ফেরার আগ্রহ মনের মধ্যে খুঁজে পাননি।

৬। মালির বৌ কুকুরটাকে সহ্য করতে পারত না কেন ?

উত্তরঃ মালির বউ কুকুরটাকে সহ্য করতে পারত না, কারণ কুকুরটা তার খাবারে ভাগ বসাত।

লেখক প্রতিদিন বেড়াতে বের হতেন। একদিন একটি কুকুর তাঁর সঙ্গে বাড়ি পর্যন্ত আসেন। লেখক কুকুরটিকে অতিথির মর্যাদা দিয়ে বাড়ির চাকরকে খেতে দিতে বলেন। লেখক মনে করেছিলেন প্রতিদিন তাে অনেক খাবার নষ্ট হয়। সেই খাবারগুলাে অতিথিকে দিতে কারও আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল মালির বউয়ের। কারণ ঐ খাবারের অংশীদার ছিল সে। তাই তার ভাগের খাবারে কুকুরটার ভাগ বসানাের কারণে মালির বউ কুকুরটাকে সহ্য করতে পারত না।

 

৭। ‘ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।’-ব্যাখ্যা কর।

উত্তরঃ ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক কুকুরকে খাবার দেওয়ার জন্য বামুন ঠাকুরকে উপরােক্ত আদেশ করেছেন।

চিকিৎসকের পরামর্শে লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যান। সেখানে একদিন পথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসে। অন্ধকার ঘনিয়ে এলে হঠাৎ লেখক পেছনে চেয়ে দেখেন একটি কুকুর তাকে অনুসরণ করছে। তিনি বললেন, “কি রে, যাবি আমার সঙ্গে? ” কুকুরটির লেজ নাড়ার ভঙ্গি দেখে লেখক বুঝলেন যে সে রাজি আছে। তাকে সঙ্গে নিয়ে তিনি বাসায় ফিরলেন কিন্তু সে ভিতরে ঢােকার সাহস পেল না। পরদিন বামুন ঠাকুরকে ডেকে তিনি বলে দিলেন, ‘ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।’

 

৮। ‘সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিশ পেল সবাই, পেল না কেবল অতিথি।’-ব্যাখ্যা কর।

উত্তরঃ দেওঘর ছাড়ার সময় লেখকের মালপত্র নিয়ে যারা তাকে তুলে দিতে স্টেশনে এসেছিল তারা সবাই বখশিশ পেয়েছে, শুধু লেখকের অতিথি কুকুরটি ছাড়া।

বায়ু পরিবর্তনের জন্য লেখক দেওঘরে যান এবং সেখানকার একটি কুকুরের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। লেখক তাকে অতিথির মর্যাদা দেন। সময় শেষে লেখক দেওঘর ছেড়ে আসার দিন মালপত্র নিয়ে যারা তাকে তুলে দিতে স্টেশনে এসে বসেছিল তারা সাবই বখশিশ পেয়েছে। সবার আগে স্টেশনে এসে বসেছিল অতিথি কুকুরটি। কিন্তু সে কোনাে বখশিশও পেল না। সে কেবল মমতার টানেই স্টেশনে গিয়েছিল এবং তা নিয়েই সে ফিরেছে।

 

৯। ‘কিন্তু যৌবনে একদিন শক্তিসামর্থ্য ছিল’- কে কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন ব্যাখ্যা কর।

উত্তরঃ ‘কিন্তু যৌবনে একদিন শক্তিসামর্থ্য ছিল’-এ কথা লেখক বলেছিলেন ‘অতিথির স্মৃতি’ গল্পের অতিথি বয়স্ক কুকুরকে উদ্দেশ্য করে। 

মানবেতর একটি প্রাণীর সঙ্গে একটি অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়া ওঠা একটি মমত্বের সম্পর্কই ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয়বস্তু। মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষে তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে-সেই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে এ গল্পে । লেখক অন্ধকারে একাকী পথ চলতে গিয়ে হঠাৎ দেখলেন তার পেছনে পেছনে একটি কুকুর আসছে। কুকুরের লেজ নাড়ানােতে লেখক বুঝলেন কুকুরটি তার সঙ্গে যেতে রাজি আছে। লেখক দয়াপরবশ হয়ে বললেন-তবে আয় আমার সঙ্গে। তখন কুকুরটির বাহ্যিক গড়ন লক্ষ করে লেখক আলােচ্য উক্তিটি করেন।

Leave a Comment