মনে কর, তুমি আসিফ। দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী প্রতিনিধি। অগ্নিকাণ্ড প্রতিরােধে চাই জনসচেতনতা’ শিরােনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন কর।
অগ্নিকান্ড প্রতিরােধে চাই জনসচেতনতা
রাজশাহী প্রতিনিধি ॥ দৈনিক যুগান্তর ॥১ ফেব্রুয়ারি, ২০২১ঃ গতকাল জেলার রাজাবাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশত দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে এবং আগুনে পুড়ে মারা গেছে পাঁচজন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাশজন। ঘটনার বিবরণে প্রকাশ, শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বাজারের কতিপয় মানুষ কাগজ জ্বেলে আগুন পােহাতে গিয়েই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অসতর্কতাজনিত কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। গভীর রাতে শীতের প্রকোপ থেকে বাঁচতে গিয়ে শেষপর্যন্ত আগুনে পুড়েই মরতে হলাে কয়েকজনকে এবং লক্ষ লক্ষ টাকার সম্পদসহ দোকানপাট পুড়ে ছাই হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। উক্ত কর্মকর্তা মনে করেন, আগুন পােহাননা শেষে জ্বলন্ত আগুন পুরােপুরি না নিভিয়েই তারা চলে যায় যার যার ঘরে। ফলে ছাইচাপা আগুনে বাতাস লেগে আগুন ছড়িয়ে পড়ে পাশের শুকননা বাঁশের বেড়ায়। তারপর দেখতে দেখতেই সমগ্র বাজার এলাকায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা এবং মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বাজারের সব দোকান। কয়েকজন মানুষের অসতর্কতাই ভয়াবহ পরিণাম ডেকে আনে রাজাবাজারের। মূলত ঘরেবাইরে আমাদের মুহূর্তের অসচেতনতাই ভয়াবহ ধ্বংসের মুখােমুখি দাঁড় করিয়ে দেয়। সুতরাং অগ্নিকাণ্ড প্রতিরােধে চাই জনসচেতনতা। গ্যাসের চুলা কিংবা কাঠের চুলা যাই হােক না কেন, পুরােপুরি না নিভিয়ে অন্যত্র যাওয়া উচিত নয়। এমনকি বৈদ্যুতিক ফ্যান ও বাতিও সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। যেখানে সেখানে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠ কিংবা জ্বলন্ত বিড়ি-সিগারেটের গােড়া ফেলা উচিত নয়। এ ব্যাপারে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। জনসচেতনতাই অগ্নিকাণ্ড প্রতিরােধের পূর্বশর্ত।
আসিফ ইকবাল।
রাজশাহী প্রতিনিধি।